শরণখোলায় প্রবাসী পরিবারের অভিনব কৌশল সম্পত্তি দখল নিতে ভাড়ায় প্রতিবন্ধীদের ব্যবহার

6
Spread the love

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি :

বাগেরহাটের শরণখোলায় সম্পত্তি জবর দখল করতে এক প্রবাসীর পরিবারের বিরুদ্ধে কয়েকজন প্রতিবন্ধীকে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জবর দখলকারী ওই পরিবারের কবল থেকে রক্ষা পাওয়া সহ ন্যায় বিচার প্রার্থনা করে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের দ্বীপচর গ্রামের বাসিন্দা মৃত হযরত আলী সওদাগরের ছেলে কৃষক মোঃ ফজলুল হক সওদাগর সম্প্রতি বাগেরহাটের জেলা প্রশাসক ও পুলিশ সুপার কাছে পৃথক-পৃথক অভিযোগ দায়ের করেছেন। বিষয়টির অনুসন্ধান পুর্বক ওই কৃষককে আইনগত সহয়তা দেয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রিয়াজুল ইসলামকে দায়িত্ব দেয়া হয়েছে।

ফজলুল হক সওদাগর অভিযোগ করে বলেন, দীর্ঘ দিন ধরে আমি এ এলাকায় পরিবার পরিজন নিয়ে বসবাস করছি। ১৯৮৩, ১৯৮৫ ও ১৯৯৫ সালে আমি আমার প্রতিবেশি মৃত আঃ রশিদ চৌধুরী ও তার নিকট আত্মীয়দের কাছ থেকে আমড়াগাছিয়া মৌজার ১০৮৩ ও ১২৮৯ নং খতিয়ানের বিভিন্ন দাগ হতে ২৫৮৫, ২৫৮৭, ১৫২১ ও ৬৬২ নং দলিলে ০.৬৬ একর জমি কবলা মুলে ক্রয় করে ভোগ দখলে আছি। কিন্তু দীর্ঘ ৩৭ বছর পর মৃত রশিদের ছেলে সৌদি প্রবাসী মোঃ রাজ্জাক চৌধুরীর স্ত্রী খাদিজা বেগম তিন জন প্রতিবন্ধীকে ভাড়া করে আমার ভোগ দখলীয় প্রায় ৪ কাঠা জমি দখল করে নিয়ে উল্টো থানা পুলিশের কাছে আমার বিরুদ্ধে জমি দখলের কাল্পনিক অভিযোগ করেন। পরে আমি ওই জমির দলিল নিয়ে শরণখোলা থানা পুলিশের কাছে যাই। কিন্তু তারা কোন সমাধান দিতে পারেননি। আমি প্রতিপক্ষদের ৪ হাত ছেড়ে দিয়ে তাদের অনুমতি সাপেক্ষে পাকা ওয়াল দেয়ার জন্য দেড় ফুট চওড়া করে মাটি খনন করলেও কদিপয় লোকের কু-পরামর্শে তা প্রতিপক্ষরা ভরাট করে ফেলে। ফলে ওয়াল দেয়া সম্ভব হয়নি। এছাড়া খাদিজার নেতৃত্বে ওই প্রতিবন্ধীরা নুতন করে আমার অন্য জমি জবর দখলের পায়তারা চালাচ্ছেন। কারো পক্ষে ভাড়ায় খেটে জমি দখল করে দেয়াই ওই প্রতিবন্ধীদের পেশা। এছাড়া এই প্রতিবন্ধী গ্রুপ ২০১৮ সালে স্থানীয় আওয়ামীলীগ নেতা মহারাজ হাওলাদারের নেতৃত্বে প্রতিবন্ধী রেনু বেগম, রুমি বেগম ও ইসমাইল সহ অন্যান্যরা উপজেলা খোন্তাকাটা গ্রামের মাষ্টার আঃ খালেক হাওলাদার ও মৃত: নুরু খানের ১৮ একর জমি দখল নেয় এবং ঘর উত্তোলন করে বসতি স্থাপন করেন।