চিতলমারীতে বিরোধ পূর্ণ জমিনিয়ে মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা

4
Spread the love

চিতলমারী প্রতিনিধি:

বাগেরহাটের চিতলমারীতে বিরোধ পূর্ণ জমি নিয়ে এক পঙ্গু মুক্তিযোদ্ধার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের বাবুগঞ্জ বাজার এলাকায় বীর মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্ধারের বাড়িতে এ হামলা চালানো হয়। বিষয়টি ওই মুক্তিযোদ্ধা তাৎক্ষণিকভাবে চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম ও থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিবদর্শন করে হামলাকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।

এলাকাবাসি ও পঙ্গু মুক্তিযোদ্ধা হরবিলাস পোদ্দার জানান, উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের উত্তর খলিশাখালি মৌজায় ১নং খতিয়ানে এসএ ১৭২ নং দাগে বাবুগঞ্জ বাজারে তার ১৮ শতক জমি রয়েছে। সেখানে তিনি পরিবারের সদস্যদের নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছেন। এই জায়গা নিয়ে স্থানীয় ইলিয়াস শেখের সাথে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ধরে বৃহস্পতিবার (৪ জুন) সকাল ৮ টার দিকে ইলিয়াস শেখও তার লোক জন নিয়ে তাদের পরিবারের উপর হামলা চালায়।

তবে অভিযুক্ত ইলিয়াস শেখ হামালার বিষটি অস্বীকার করে জানান, তিনি ওই স্থানে ৪ শতক জায়গা ক্রয় করে বসবাস করছেন। তিনি কারো জায়গা দখলের সাথে জড়িত নন বলেও দাবী করেণ।

উপজেলা নির্বাহী অফিসার মো: মারুফুল আলম জানান খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং ঘটনাস্থলে সরকারী নায়েবকে ও পাঠানো হয়েছে। মুলত ওই জায়গা সরকারী খাস জমি, সরেজমিনে জেয়ে উভয় পক্ষকে ডেকে বিষয়টি স্থায়ী সমাধান করার চেষ্টা করাহবে।

এ ব্যাপারে ঘনটাস্থল পরিদর্শন কারী চিতলমারী থানার সেকেন্ড অফিসার উপ পরিদর্শক সঞ্জয় দে জানান, মুক্তিযোদ্ধা ওই পরিবারের উপর হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করাহয়েছে। এব্যপারে ওই পরিবারটি লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।