মাস্ক না পরায় ৩৭ মামলা, ৩৯ জনকে জরিমানা

3
Spread the love

মাসুম হাওলাদার, বাগেরহাট প্রতিনিধি

করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি না মানার অভিযোগে বাগেরহাটে ৩৭টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই মামলায় ৩৯ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই দ- দেয়। মুখে মাস্ক ব্যবহার না করার অভিযোগে এই জরিমানা করা হয়।

বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহিনুজ্জামান বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাগেরহাটে ৩০টি ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপর রয়েছে। সরকারের জারি করা স্বাস্থ্যবিধি না মেনে কেউ পথে বেরোলে তাকে আমরা কোনও ছাড় দিচ্ছি না। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাটবাজার ও রাস্তায় চলাচল করা গণপরিবহনে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারকরা ৩৭টি মামলা করেছেন। এসময়ে দ-িতদের কাছ থেকে ৩৬ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়। এই নিয়ে গত ৪৮ ঘণ্টায় ৭২ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।