মণিরামপুর (যশোর) প্রতিনিধি
ঘূর্ণিঝড় আম্পানে যশোরের মণিরামপুরে ঘরবাড়ি ভেঙে ক্ষতিগ্রস্থ ৫৭ পরিবারকে সহায়তা দিলেন জেলা প্রশাসক। বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর হাতে টিন ও চেক তুলে দেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ আল বায়েজিদ, প্রতিমন্ত্রীর প্রতিনিধি শিমুল কুশারী, স্বেচ্ছাসেবী টিমের উপজেলা মেন্টর আল হেলাল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরআগে গত ২০ মে রাতভর চলা ঘূর্ণিঝড় আম্পানের তা-বে মণিরামপুরে হাজার হাজার কাঁচাঘর ভেঙে পড়ে। গাছ চাপা পড়ে ও চাল উড়ে পাঁচজন নিহতের পাশাপাশি ক্ষতিগ্রস্থ হন অনেক অসহায় পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে পরিবারগুলো খোলা আকাশের নিচে বা অন্যের বাড়িতে আশ্রয় নেয়। ক্ষতিগ্রস্থ কয়েকটি পরিবারের দুর্দশা নিয়ে পাঠকপ্রিয় ‘দৈনিক খুলনাঞ্চল’ পত্রিকায় ছবিসহ খবর প্রকাশিত হয়। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও করোনাকালীন গঠিত স্বেচ্ছাসেবী টিমের সদস্যদের মাধ্যমে ক্ষতিগ্রস্থ বাড়িঘরের চিত্র ফুটে উঠে। যা নজরে আসে জেলা ও উপজেলা প্রশাসনের। এরপর ইউএনও আহসান উল্লাহ শরিফী সরেজমিন ক্ষতিগ্রস্থ ঘরবাড়িগুলো পরিদর্শন করে তাদের সরকারি সহায়তার আশ^াস দেন।
মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ‘গণমাধ্যম, ফেসবুক ও স্বেচ্ছাসেবী টিমের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে আম্পানে ক্ষতিগ্রস্থ বেশকিছু বাড়িঘর পরিদর্শন করেছি। ঝড়ে প্রকৃত ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসক স্যারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর ঘর মেরামতের জন্য উপস্থিত ৩০০ বা-িল টিন ও দশ লাক্ষ টাকা সহায়তা এসেছে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্থ সবাই সরকারি সহায়তা পবে।’