মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
করোনা ও ঘূর্ণিঝড় আম্পানের দুর্যোগে মণিরামপুরের দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের সব শিক্ষার্থী ঈদ সামগ্রী পেয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়টির পরিচালনা পর্ষদের সভাপতি নাজমা খানম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সামগ্রী বিতরণ করেন। তিনি নিজ অর্থায়নে বিদ্যালয়ের ১৫০জন শিক্ষার্থীর প্রত্যেককে এক কেজি সেমাই, এক কেজি চিনি ও ২৫০ গ্রাম গুড়া দুধ দিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষা অনুরাগী সদস্য সাখাওয়াত হোসেন, প্রধান শিক্ষক আবুল বাসার ফিরোজসহ অন্য শিক্ষকরা এসময় উপস্থিত ছিলেন।