মোংলা বন্দরে জাহাজে কর্মরত ২৮২০ জন শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

14
dav
Spread the love

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:

মোংলা বন্দরে জাহাজে কর্মরত ২৮২০ জন শ্রমিক-কর্মচারীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশন’র খুলনা শাখা ও মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন এর আয়োজনে শনিবার দুপুরে মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘ চত্বরে শ্রমিক-কর্মচারীদের হাতে এ খাদ্য সামগ্রী তুলে খুলনা সিটি করপোরেশনের মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক।

এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম শাহজাহান, পরিচালক (ট্রাফিক) মোস্তফা কামাল, মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব মো: জুলফিকার আলী, উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ আ: রহমান, সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান, মোংলা বন্দর বার্থ ও শিপ অপারেটর এ্যাসোসিয়েশন’র উপদেষ্টা এস,এম মোস্তাক হোসেন মিঠু, মিজানুর রহমান টিংকু, সহ-সভাপতি এম,এ বাতেন, ক্যাশিয়ার আফসার উদ্দিন রতন, মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু, ষ্টিভিডর কোম্পানী রহমান এন্টারপ্রাইজের মালিক মশউর রহমান, মাহাবুব ব্রাদার্স’র মালিক মাহাবুর রহমান টুটুল।

এর আগে খুলনা সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক মোংলা বন্দরের শিল্প এলাকায় যুমনা এলপিজি ফ্যাক্টরীর সামনে যমুনার পক্ষ থেকে আড়াই’শ দরিদ্র মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।