ক্রীড়া প্রতিবেদক
২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় পরবর্তী বিশ্বকাপ ফুটবল এখনও আড়াই বছর দূরে। কিন্তু করোনাভাইরাস মহামারি যেভাবে গোটা পৃথিবীকে টালমাটাল করে চলেছে, তাতে কাতার বিশ্বকাপ আয়োজক কমিটিকেও উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে। চিন্তাটা মূলত দর্শক উপস্থিতি নিয়ে।
বিশ্বকাপ ফুটবল হলো বিশ্বমানবের মিলন মেলা। পৃথিবীর সব প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে জড়ো হয় ফুটবল উৎসবে। কিন্তু করোনার কারণে যে অর্থনৈতিক মন্দার কবলে পড়বে বিশ্ব, তাতে হয়তো দর্শক মধ্যপ্রাচ্যের ছোট এই দেশটিতে আসতে পারবে না। গত বুধবার বিশ্বকাপ আয়োজক কমিটির মহাসচিব হাসান আল থাওয়াদি এখনও স্পষ্ট করে কিছু বলতে পারছেন না, তবে তার উদ্বেগটা গোপন রাখেননি, ‘এখনও পর্যন্ত কিছুই স্পষ্ট নয়। আমরা মন্দার দিকে এগিয়ে যাচ্ছি। বৈশ্বিক অর্থনীতি নিয়ে একটা উদ্বেগ তো আছেই, আমরা এটা ভেবেই যে উদ্বিগ্ন যে দর্শকদের বিশ্বকাপে এসে অংশ নেওয়া বা বিশ্বকাপে শামিল হওয়ার সামর্থ্য থাকবে কি না।’
বিশ্বকাপ ফুটবল সাধারণত হয় জুন-জুলাই মাসে, কিন্তু মরুরাজ্যের তীব্র গরম এড়াতে রীতির বাইরে গিয়ে ২০২২ বিশ্বকাপ হবে নভেম্বর-ডিসেম্বর মাসে। ততদিনে বিশ্বের বিমান ভ্রমণ ব্যবস্থা স্বাভাবিক হয়ে উঠবে বলে আশাবাদী কাতার বিশ্বকাপ আয়োজক কমিটি। বিশ্বকাপ আয়োজনের জন্য কাতারকে নানাভাবেই পরীা দিতে হচ্ছে। তিন বছর হলো, আঞ্চলিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোকে মদদ দেওয়ার অভিযোগে প্রতিবেশী আরব রাষ্ট্র বাহরাইন, মিসর, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছেদ করেছে। এ কারণে বিশ্বকাপ আয়োজনটা দেশটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। তবে থাওয়াদির দৃষ্টিতে এই কূটনৈতিক অবরোধ কাতারকে নিজেদের সামর্থ্যরে ওপর আস্থা রাখতে শেখাচ্ছে, ‘এটা আমাদের কাছে শাপেবর হয়েছে। আমরা আরও একাট্টা হতে পেরেছি, কোভিড-১৯ ভাইরাসের সঙ্গে কীভাবে লড়তে হবে সে ব্যাপারে আরও বেশি প্রস্তুত হতে পেরেছি।’
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বড় দুঃসংবাদ
ক্রীড়া প্রতিবেদক
অবশেষে শঙ্কাই সত্যি হতে যাচ্ছে! স্থগিতই হয়ে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ায় আগামী ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল বিশ্বকাপটি। তবে ‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে এসেছে, আগামী সপ্তাহেই বিশ্বকাপ স্থগিতের আনুষ্ঠানিক ঘোষণা দেবে আইসিসি।
প্রতিবেদন অনুযায়ী, টেলিকনফারেন্সে সদস্য দেশগুলোর সঙ্গে বসে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিকভাবে বিশ্বকাপ স্থগিত করার ঘোষণা দেবে আইসিসি। কেননা করোনার কারণে ১৬ দলের এই টুর্নামেন্টটি অস্ট্রেলিয়ার মাটিতে আয়োজন করার মতো পরিস্থিতি এখন নেই। করোনার বিস্তার ঠেকাতে অস্ট্রেলিয়া সরকার মধ্য সেপ্টেম্বর পর্যন্ত আন্তর্জাতিক সীমান্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে আগেই। তারপর যারা অস্ট্রেলিয়ায় যাবেন, তাদেরও দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে থাকতে হবে। আরও অনেক বিধি নিষেধের ব্যাপার আছে। তাই শিডিউল অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আইসিসি বরং কয়েকটি বিকল্প ভাবছে। একটি হলো, পরের বছরে বিশ্বকাপটি নিয়ে যাওয়া। অর্থাৎ অস্ট্রেলিয়ায় আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চের দিকে স্থগিত এই আসরটি আয়োজন করা যায় কিনা, সেটি নিয়েই সদস্যদের সঙ্গে কথা বলবে আইসিসি।
অথবা আয়োজক বদলবদলি করা। ২০২১ সালে ভারতে যে টি-টোয়েন্টি বিশ্বকাপটি হওয়ার কথা সেটি আয়োজন করবে অস্ট্রেলিয়া, সেেেত্র ভারতে বিশ্বকাপ হবে ২০২২ সালে। অথবা তৃতীয় আরেকটি বিকল্প হলো, ভারতে ২০২১ সালেই বিশ্বকাপ হবে, অস্ট্রেলিয়া বিশ্বকাপ আয়োজন করবে ২০২২ সালে।
করোনায় আক্রান্ত বিসিবি পরিচালক
ক্রীড়া প্রতিবেদক
দেশব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস এবার হানা দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। বিসিবি পরিচালক এবং বিসিবি উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার উপসর্গ থাকায় দুই দিন আগে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে তার করোনা পরীা করা হয়। বৃহস্পতিবার রাতে প্রাপ্ত রিপোর্টে আসে করোনা পজেটিভ।
জানা গেছে, সাংগঠনিক কাজেই বিভিন্ন জায়গায় যেতে হচ্ছিল শফিউল আলমকে। এক সপ্তাহ আগে তার সামান্য জ্বর হয়। ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ সেবনে সেই জ্বর কমেও যায়। তারপরেও সন্দেহ দূর করতে তিনি করোনা পরীা করান। বেশ অবাক করার মতোই ব্যাপার যে, জ্বর কমে গেলেও এবং কোনো উপসর্গ না থাকলেও তার করোনা পজেটিভ চলে আসে!
দুস্থ নারী ফুটবলারদের ঈদ উপহার দিচ্ছেন সাবেকরা
ক্রীড়া প্রতিবেদক
সাবেক নারী ফুটবলারদের সংগঠন ‘বাংলাদেশ এক্স উইমেন্স ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন’ করোনাভাইরাসের তিগ্রস্থ নারী ফুটবলারদের পাশে দাঁড়িয়েছে ঈদ উপহার নিয়ে। এ সংগঠন দেশের প্রত্যেকটি জেলা থেকে ৫ থেকে ৭ জন দুস্থ নারী ফুটবলার বেছে তাদের কাছে ঈদ সামগ্রী পাঠিয়ে দিচ্ছে।
দুই বছর আগে আত্মপ্রকাশ করা নারী ফুটবলারদের এই সংগঠনের সাধারণ সম্পাদক মাহমুদা শরিফা অদিতি। তিনি বতর্মানে নারী ফুটবল লিগে বসুন্ধরা কিংসের কোচ। সাবেক এ ফুটবলার বলেছেন, ‘আমি নিজের উদ্যোগে এবং কিছু বন্ধু-বান্ধব ও সহকর্মী এই কাজে সহায়তা করেছেন। সব মিলিয়ে আমরা পুরো দেশে যতটুকু সম্ভব দুস্থ নারী ফুটবলারদের ঈদ উপহার দেয়ার চেষ্টা করছি।’ ৬৪ জেলা থেকে বাছাই করা দুস্থ নারী ফুটবলার সব মিলিয়ে ৪০০ জনের মতো হবে। তাতে দেড় লাখ টাকার মতো লাগবে।
অসহায় ক্রীড়াবিদ-কোচদের পাশে বাফুফে সদস্য সেলিম
ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহি উদ্দিন আহমেদ সেলিম তার নিজ জেলা সিলেটে করোনাভাইরাসে তিগ্রস্থ ফুটবলার, কোচ, সংগঠক মিলিয়ে ২০০ জনকে নগদ অর্থ দিয়ে সহায়তা করেছেন।
করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে সংকটে থাকা নগরী ও জেলার ১৩ উপজেলার ক্রীড়া পরিবারের প্রত্যেককে তিনি ব্যক্তিগতভাবে ৫ হাজার টাকা করে অনুদান দিয়েছেন। বুধবার বিকেলে জেলা স্টেডিয়ামে ফুটবল, ক্রিকেট, হকি, ভলিবল, অ্যাথলেটিকস, কাবাডি ও ব্যাডমিন্টনের সঙ্গে সম্পৃক্ত সাবেক, বর্তমান খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
বিসিবির ঈদ বোনাস পেল ১৬০০ ক্রিকেটার
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে অস্বচ্ছল ক্রিকেটারদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঈদুল ফিতরের আগে অস্বচ্ছল ক্রিকেটারদের আর্থিক সহযোগিতা দেয়ার ঘোষণা আগেই দিয়েছিল বিসিবি।
তারই প্রেেিত প্রিমিয়ার লিগ, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের মোট ১৬০০ ক্রিকেটারকে আর্থিক সহায়তা প্রদান করল বিসিবি। ঢাকা প্রিমিয়ার লিগ ও প্রথম বিভাগের ক্রিকেটারদের ১০হাজার এবং আর দ্বিতীয়-তৃতীয় বিভাগের খেলোয়াড়রদের ৮ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। ক্রিকেটের বাইরের অন্যান্য ডিসিপ্লিনের ক্রীড়াবিদদেরও সহযোগিতা করেছে বিসিবি। দেশের ২৩টি ফেডারেশনের ক্রীড়াবিদদের জন্য ১০ হাজার টাকার ৫০১টি চেক প্রদান করেছে বিসিবি।
লকডাউনের পর অবশেষে মাঠে ফিরল ক্রিকেট
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে লকডাউনে থাকার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ক্রিকেট মাঠে ফিরেছেন খেলোয়াড়রা। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যক্তিগত অনুশীলন পরিকল্পনায় আওতায় বৃহস্পতিবার প্রথমবারের মতো অনুশীলন করেছেন ইংল্যান্ডের দুই পেসার স্টুয়ার্ট ব্রড এবং ক্রিস ওকস।
তবে সামাজিক দূরত্ব বজায় রেখে, স্বাস্থ্যবিধি মেনে অনুশীলনের কারণে দুজনকে নামতে হয়েছে দুই মাঠে। ব্রড গিয়েছিলেন নটিংহ্যামের ট্রেন্টব্রিজ ও ওকস নেমেছেন বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে। স্কাই স্পোর্টসকে ওকস নিশ্চিত করেছেন তার মাঠে ফেরার কথা। ইসিবির এ অভিনব অনুশীলন পরিকল্পনার আওতায় নেয়া হয়েছে ১৮ জন পেসারকে। তাদের ভিন্ন ভিন্ন সময়ে ৭টি ভিন্ন স্টেডিয়ামে ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করানো হবে। বোলারদের অনুশীলন ঠিকঠাক চললে দুই সপ্তাহ পর আনা হবে ব্যাটসম্যানদের।
জার্মান লিগে আরো একজন করোনা আক্রান্ত
ক্রীড়া প্রতিবেদক
করোনার মধ্যে ঝুঁকি নিয়ে ফুটবল লিগ বুন্দেসলিগা চালু করে দিয়েছে জার্মানি। গত শনিবার পূনরায় শুরু হয় বুন্দেসলিগার খেলাগুলো। শুরুর আগেই দ্বিতীয় বিভাগের (বুন্দেসলিগা-২) কাব ডায়নামো ড্রেসডেনের চারজন ফুটবলার করোনা পজিটিভি ছিল। যে কারণে, পুরো কাবকেই রাখা হয়েছিল কোয়ারেন্টাইনেই। এরই মধ্যে কাবটির আরো এক ফুটবলার করোনা আক্রান্ত হয়েছে বলে জানানো হয়েছে।
ডায়নামো ড্রেসডেন তাদের ওয়েবসাইটে জানিয়েছে, বুধবার পঞ্চমবারেরমত কাবের ফুটবলারদের টেস্ট করা হয়। তাতেই আরো একজনের করোনা পজিটিভ হিসেবে পাওয়া গেছে। কাবের প থেকে জানিয়ে দেয়া হয়েছে, সেই খেলোয়াড়, তার সংস্পর্শে আসা কোচিং স্টাফ, তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইনে চলে যেতে হবে। ৯ মে ডায়নামো ড্রেসডেনের খেলোয়াড়দের ১৪ দিনের কোয়ারেন্টাইনে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। ওই সময় দুই ফুটবলারের শরীরে করোনাভাইরাস পাওয়া গিয়েছিল।
পাকিস্তানকে বিশেষ বিমানে উড়িয়ে আনবে ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক
করোনার জন্য দেরি করেই শুরু হচ্ছে ইংল্যান্ডের গ্রীষ্মকালীন মৌসুম। কর্তৃপ সরকারি ভাবে জানিয়েছে, মাঠে পুনরায় ক্রিকেট চালু করা যাবে জুনে। তাই জুনে ওয়েস্ট ইন্ডিজের সফর করার কথা থাকলেও তারা আসবে জুলাইয়ে। এর পরেই পাকিস্তানের সঙ্গে ঘরের মাঠে সিরিজ খেলবে ইংল্যান্ড।
বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, তাদের টেস্ট ও টি-টোয়েন্টি দল এক সঙ্গেই চার্টার্ড বিমানে ইংল্যান্ড যাবে। যার পুরো ব্যবস্থা করছে ইসিবি। একই সঙ্গে স্বাস্থ্য সুরার বিষয়টিও নিশ্চিত করবে তারা। একারণেই দুটি দল এক সঙ্গে যাবে বলে একটি সূত্র দ্য টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছে, ‘কারণটা আসলে এটাই, পাকিস্তানের টেস্ট ও টি-টোয়েন্টি দল এক সঙ্গে সফর করবে।’ তবে সিরিজের বিষয়ে এখনও সরকারি নির্দেশনার অপোয় আছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি।
২০২১ সালই টোকিও অলিম্পিক আয়োজনের শেষ সুযোগ
ক্রীড়া প্রতিবেদক
আগামী বছর টোকিও অলিম্পিক অনুষ্ঠিত না হলে ভবিষ্যতে আর পেছানোর কোনো সম্ভাবনা নেই বলে শঙ্কা প্রকাশ করেছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি প্রধান থমাস বাখ।
বিবিসি স্পোর্টসকে দেয়া এক সাাৎকারে বাখ বলেছেন, আগামী বছর যদি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে তবে গেমস আয়োজনে জাপানের সাথে তারও সন্দেহ সৃষ্টি আছে। বিশ্বজুড়ে ভয়ঙ্কর করোনা মহামারীর কারণে মার্চে ২০২০ টোকিও অলিম্পিক পিছিয়ে আগামী বছর ২৩ জুলাই থেকে শুরু করার তারিখ নির্ধারণ করা হয়। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান বলেছেন, ‘সত্যি বলতে কি আমি জাপানের কিছু কিছু পরিস্থিতি বুঝতে পারছি। কারণ কোনো আয়োজক কমিটিই অনির্দিষ্ট একটি সময়ের জন্য তিন হাজার থেকে পাঁচ হাজার মানুষকে চাকুরিতে বহাল রাখতে পারে না। বিশ্বজুড়ে প্রতি বছর প্রতিটি ফেডারেশনের জন্য পুরো স্পোর্টস ক্যালেন্ডার পরিবর্তন করা সম্ভব নয়। ক্রীড়াবিদদেরও এভাবে অনিশ্চয়তায় রাখাটা ঠিক নয়। তার উপর ভবিষ্যতের গেমসগুলোর উপরও এর বিরুপ প্রভাব পড়বে।’
মারা গেলেন টেনিস কিংবদন্তি কুপার
ক্রীড়া প্রতিবেদক
টেনিসের ইতিহাসে এক বর্ষপঞ্জিতে তিনটি গ্র্যান্ডস্ল্যাম জিততে পেরেছেন মাত্র ১১জন টেনিস তারকা। অস্ট্রেলিয়ার অ্যাশলে কুপার তাদেরই একজন। অস্ট্রেলিয়ার এই টেনিস কিংবদন্তি গতকাল শুক্রবার শারীরিক অসুস্থতা জনিত কারণে পরপারে পাড়ি জমালেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
১৫ বছরের টেনিস ক্যারিয়ারে জিতেছেন ২৭টি মেজর টুর্নামেন্ট। এরমধ্যে আটটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছেন এই কিংবদন্তি টেনিস তারকা। চারটি করে একক ও ডাবল। ১৯৫৭ সালে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপে বন্ধু নিয়াল ফ্রেসারকে হারিয়ে প্রথম গ্র্যান্ডস্ল্যাম জেতেন তিনি। পরের বছরই জেতেন বাকী তিনটি গ্র্যান্ডস্ল্যাম। এরমধ্যে রয়েছে অস্ট্রেলিয়ান চ্যাম্পিয়নশিপ, উইম্বলডন ও ইউএস ন্যাশনাল। উইম্বলডন ট্রফিতেও বন্ধু নিয়াল ফ্রেসারকে হারান কুপার।
আইসিসির নেতৃত্বে গাঙ্গুলীকে চান স্মিথ
ক্রীড়া প্রতিবেদক
চলতি মাসেই শেষ হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বর্তমান চেয়ারম্যান শশাঙ্ক মনোহরের মেয়াদ। নতুন করে ওই আসনে কে বসবে তা নিয়ে চলছে আলোচনা। অনেকেই মনে করছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি সৌরভ গাঙ্গুলী আইসিসির পরবর্তী চেয়ারম্যান হচ্ছেন।
এদিকে দণি আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ মনে করেন, আইসিসির দায়িত্ব গ্রহণের গাঙ্গুলীর এখনই সেরা সময় এবং চেয়ারম্যানের আসরে গাঙ্গুলীই এ মুহূর্তে যোগ্য লোক। স্মিথ পরবর্তী চেয়ারম্যান হিসেবে গাঙ্গুলীকেই দেখতে চান। তিনি বলেন,‘করোনার পরবর্তী সময়ে আইসিসিতে যোগ্য নেতৃত্ব দরকার। এ সময়ে গাঙ্গুলীর মতো যোগ্য নেতৃত্ব প্রশাসনে খুব প্রয়োজনীয়। সেখানে এমন একজনকে দায়িত্ব দেওয়ার দরকার যার আধুনিক ক্রিকেটের সংস্পর্শ আছে, আবার যার মধ্যে নেতৃত্ব দেওয়ার গুণটাও আছে।’
মেসিদের লা লিগা ফিরছে ১২জুন
ক্রীড়া প্রতিবেদক
করোনা ভাইরাসের কারণে স্থগিত থাকার দুই মাসেরও বেশি সময় পর ধীরে ধীরে ইউরোপে ফিরতে শুরু করেছে ফুটবল আসর। ইতোমধ্যে ফের শুরু হয়েছে জার্মান বুন্দেসলিগা। ইতালিয়ান সিরি’আ শুরু নিয়েও জল্পনা-কল্পনা চলছে। আর ১২জুন সেভিয়া ডার্বি দিয়ে শুরু হচ্ছে লা লিগা।
নতুন সূচিতে ১২জুন প্রথম ম্যাচে এস্তাদিও র্যামন সানচেজ স্টেডিয়ামে মুখোমুখি হবে সেভিয়া বনাম রিয়াল বেতিস। বাকি ১১ম্যাচের দিনগুলির সম্পূর্ণ সময়সূচি ২৮মে শীর্ষ বিভাগের ২০টি কাবকে জানানো হবে। লা লিগা প্রেসিডেন্ট হাভিয়ের তেভাসের কাছে শীর্ষ লিগ ফেরানোর এটি আদর্শ সময়সূচি হলেও এই সূচিকে বাস্তবায়নের জন্য অবশ্যই স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ) এবং স্পেন সরকারের কাছে এটি গৃহীত হতে হবে।
শিষ্যদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট জিদান
ক্রীড়া প্রতিবেদক
গত মার্চ থেকে খেলাধুলা বন্ধ। লকডাউনের লম্বা সময় খেলোয়াড়রা ছিলেন ঘরবন্দি। তবে ধীরে ধীরে চেষ্টা চলছে ফুটবল ফেরানোর। অবশ্য অনেক দেশের খেলোয়াড়রা এরই মধ্যে অনুশীলন শুরু করে দিয়েছে। অনুশীলন চলছে রিয়াল মাদ্রিদেরও।
লম্বা ছুটির পর শিষ্যদের সঙ্গ পেয়েছেন দলটির কোচ জিনেদিন জিদান। দলীয় অনুশীলন শুরুর পর জিদান জানালেন, লম্বা সময় ঘরে থেকেও খেলোয়াড়রা ফিটনেস ধরে রাখায় তিনি সন্তুষ্ট। আর সফল্য নিয়েই মৌসুম শেষ করতে আশাবাদী জিদান। আগামী জুনের মাঝামাঝিতে আবার মাঠে গড়াতে পারে লা লিগা। গত ৮মে থেকে লা লিগার খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়। এখন দলীয় অনুশীলন হয়েছে। চলতি লিগের শিরোপা জয়ের দিকে এগিয়ে আছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে লড়াইয়ে আছে রিয়ালও। ২০১৬-১৭ মৌসুমে লিগ জেতা দলটির কোচ এবার ভালো কিছুরই অপোয়। এ ব্যাপারে জিদান বলেন, ‘আমাদের এখনো ১১ ম্যাচ বাকি। ভালোভাবে মৌসুম শেষ করতে প্রস্তুত আমরা। গুরুত্বপূর্ণ বিষয় হলো, শিরোপা জয়ের জন্য সবকিছু উজাড় করে দেওয়া।’
পোলার্ড-আশরাফের চুক্তি বাতিল
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত রয়েছে। এই পরিস্থিতি স্বাভাবিক হবে কি-না তা নিশ্চিত নয়। তাই কাউন্টি মৌসুম ও টি-টোয়েন্টি ব্লাস্ট মাঠে গড়ানোর সম্ভাবনা কম।
ফলে ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড ও পাকিস্তানের ফাহিম আশরাফের সঙ্গে আগামী মৌসুমের চুক্তি বাতিল করলো কাউন্টি কাব নর্দাম্পটনশায়ার। তবে আয়ারল্যান্ডের ব্যাটসম্যান পল স্টার্লিংয়ের সঙ্গে চুক্তি অব্যাহত রেখেছে নর্দাম্পটনশায়ার। চলমান বছরে কাউন্টি মৌসুমের প্রথম ভাগে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার কথা ছিলো আশরাফের। টি-টোয়েন্টি ব্লাস্টে নর্দাম্পটনশায়ারের হয়ে খেলার জন্য চুক্তি ছিলো পোলার্ডের।
আগস্টেই আন্তর্জাতিক ক্রিকেট শুরুর সম্ভাবনা
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে কয়েক মাস ধরেই বন্ধ সব ধরণের খেলা। ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। তবে ভক্তদের জন্য খুশির খবর, খুব শিগগিরই মাঠে ফিরতে পারে আন্তর্জাতিক ক্রিকেট। ভারত-দণি আফ্রিকা সিরিজ দিয়েই শুরু হতে পারে করোনা পরবর্তী যুগে আন্তর্জাতিক ক্রিকেটের পথচলা।
এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রতিনিধি ও ক্রিকেট দণি আফ্রিকার (সিএসএ) প্রধান নির্বাহী জক ফলের আলোচনায় ক্রিকেট সিরিজ খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে দণি আফ্রিকার সংবাদমাধ্যম স্পোর্টস ২৪-কে ফল বলেন, ‘আমরা বিসিসিআইয়ের প থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। ভারত তার চুক্তিতে সম্মান করতে চায় এবং আগস্টের শেষদিকে তিনটি টি-টোয়েন্টি খেলতে সম্মত হয়েছে।’