মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে যশোরের মণিরামপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন খুলনা বিভাগীয় কমিশনার ডক্টর আনোয়ার হাওলকদার। শুক্রবার (২২ মে) বিকেলে তিনি উপজেলার চালুয়াহাটি গ্রামের ক্ষতিগ্রস্থ মোশারেফ সরদারের বাড়িসহ ওই এলাকা পরিদর্শন করেন। এসময় যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ প্রমুখ উপস্থিত ছিলেন।ইউএনও আহসান উল্লাহ শরিফী বলেন, বিভাগীয় কমিশনার স্যার আমাদের নির্দেশনা দিয়েছেন আম্পানে গাছ চাপা পড়ে নিহত পাঁচ জনের পরিবারসহ উপজেলাজুড়ে যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন তারা যেন সঠিকভাবে সরকারি সহায়তা পান।ইউএনও বলেন, দাফন কাপন ও সৎকারের জন্য নিহত পাঁচ পরিবারকে জেলা পশাসকের পক্ষ থেকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। দ্রুত এই অর্থ নিহতদের স্বজনদের হাতে পৌঁছাবে।
এছাড়া ওই পরিবারগুলোসহ উপজেলাজুড়ে যাদের বসতঘর ভেঙেছে তাদেরকে সরকারি টিন ও নগদ অর্থ দেওয়া হবে। ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরির কাজ চলছে। মোবাইল নেটওয়ার্কের কারণে তালিকা এখনও হাতে আসেনি, বলেন ইউএনও।
ঘূর্ণিঝড় আম্পানে ফলে বুধবার (২০ মে) রাতভর চলা তাণ্ডবে গাছ চাপা পড়ে মণিরামপুরের মশ্মিমনগরের পারখাজুরা গ্রামের ঋষিপাড়ার খোকন দাস (৭০) ও তার স্ত্রী বিজন দাসী (৬০), দফাদারপাড়ার ওয়াজেদ আলী (৫০) ও তার ছেলে ইছা (১৫) এবং একই পাড়ার মৃত জবেদ আলীর স্ত্রী আছিয়া বেগমের (৭০) মৃত্যু হয়েছে। এছাড়া ঝড়ে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ক্ষতি হয়েছে কয়েকশ’ হেক্টর জমির কলা, পেঁপে, তিলসহ আমের।