ডুমুরিয়ায় প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ারের ঈদ উপহার বিতরণ

4
Spread the love

স্টাফ রিপোর্টার:

খুলনার ডুমুরিয়ায় দৈনিক প্রবর্তন সম্পাদক আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা সরোয়ার করোনার প্রাদুর্ভাবে কর্মহীন ইজিবাইক শ্রমিক ইউনিয়নসহ অসহায় দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল থেকে ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় অসংখ্য দুস্থদের মাঝে তিনি এ ঈদসামগ্রী ও ঈদবস্ত্র বিতরণ করেন।

সর্বমোট ২ হাজার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আব্দুল গফ্ফার, বায়জিদ হালদার, মেহেদি হাসান মিন্টু, তরুণ কুমার তরফদার, যুবনেতা হারুন সরদার, সাবেক ছাত্রলীগ নেতা শামীম সরদার, শেখ ওয়াহিদুজ্জমান, রেজাউল হালদার, নজরুল ইসলাম সরদারসহ অসংখ্য নেতা কর্মীরা।