খুলনায় জেলা আওয়ামীলীগ সম্পাদকের ত্রাণ বিতরণ অব্যাহত

4
Spread the love

স্টাফ রিপোর্টার:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনার প্রাদুর্ভাবে কর্মহীন মানুষদের মাঝে খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারীর নিজস্ব অর্থায়নে বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন। গতকাল শুক্রবার খুলনার বটিয়াঘাটা, তেরখাদা, দিঘলিয়া ও ডুমুরিয়া উপজেলার গুটুদিয়া ইউনিয়নের কর্মহীন ৬০০টি পরিবারের মাঝে তিনি ঈদের উপহার সামগ্রী বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক প্রবর্তন সম্পাদক আওয়ামী লীগ নেতা মোঃ মোস্তফা সরোয়ার, জেলা আওয়ামী লীগ নেতা নব কুমার চক্রবর্তী, এমএ রিয়াজ কচি, ফারহানা আলিম, আলী রিয়াজ বাচা, উপজেলা আওয়ামী লীগ নেতা শফিকুর রহমান, ওবায়দুর শেখ, মোশারেফ হোসেন, শাহাবুদ্দীন শেখ, ইকবাল হোসেন, আব্দুস সালাম মোল্লা, বিঞ্চুপদ মেম্বর, তরিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা তুহিন মোল্লা, মুকুল শেখ, চেয়ারম্যান জিয়া গাজী, জুয়েল ইসলাম,

ঝিলু মুন্সি, আলমগীর মল্লিক, ছাত্রনেতা রাসেল ভুলুসহ অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সহধর্মিনী রমা অধিকারী গাজীরহাট এলাকায় ত্রাণ বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা অমিও অধিকারী। উল্লেখ্য, করোনার প্রাদুর্ভাবের শুরু থেকে তিনি খুলনার বিভিন্ন উপজেলার কর্মহীন ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন।