বাবুল আক্তার, পাইকগাছা
সুন্দরবন ঘেষাউপকূলীয়এলাকা পাইকগাছা ঘুর্নিঝড় আম্ফানের তান্ডবে উপজেলা লন্ড-ভন্ড হয়ে ব্যাপক ক্ষয়-ক্ষতির ঘটনা ঘটেছে। ঘুর্নিঝড় আম্ফানের তান্ডবে রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপির কৃষ্ণনগর গ্রামে মামার বাড়ীতে মিরাজ নামে এক শিশু ইটের দেওয়ার চাপায় নিহত হয়। এ সময় তার মা শাবনুর বেগমও আহত হয়। নিহত শিশু যশোর জেলার শার্শা উপজেলার বিশোরীপুর গ্রামের জহুরুল শেখের ছেলে। ঝড়ের প্রভাবে ও অ-স্বাভাবিক জোয়ারের চাপে একাধিক স্থানে পানিউন্নয়ন বোর্ডের বেঁড়িবাধ ভেঙ্গে এলাকার শত-শত মৎস্য ঘের,হাজারো বিঘার কৃষি ক্ষেত তলিয়ে ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ের মধ্যেদিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অনেক স্থানে ভাঙনে ক্ষতিগ্রস্ত বেঁড়িবাধ মেরামত করা হয়েছে।
সংশ্লিষ্ট সুত্র জানিয়েছেন, ঝড়ের প্রভাবে নদ- নদীতে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৩ থেকে সাড়ে ৩ ফুট জলের উচ্চতা বুদ্ধি পেয়ে অনেক স্থানের ঝুঁকিপূর্ণ ওয়াপদার বেঁড়ি ছাপিয়ে পোল্ডারে পানি ঢুকেছে এবং অনেক স্থানে ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত সোলাদানা ইউপির বয়ারঝাপায় ভাঙ্গন কবোলিত এলাকা সংস্কার করেছে ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক। এবং পানিবন্ধি মানুষের খাবার পরিবেষণ করেছে।
গড়ইখালীর ক্ষুতখালীতে প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু স্থানীয়দের সহয়তায় ঝুঁকিপূর্ণ বেধিবাধে বালির বস্তা ও মাটি দিয়ে মেরামত করেন। এদিকে কালীনগরে ২ ফুটের উর্ধে ঝুকিপূর্ন বেঁড়িবাধ ভেঙে গোটা এলাকা লবন পানিতে প্লাবিত হয়েছে। লস্করের খেয়াঘাট সংলগ্ন স্থানে ১৫ ফুট ও কড়ুলিয়ার আনিছ খার ঘের সংলগ্ন স্থানে ৪০ফুট বেঁড়িবাধ ভেঙে পোল্ডারে পানি প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বিকল্প বাঁধ দেওয়ায় খেয়াঘাটের ভাঙন রক্ষা পায়।
লবন পানিতে ২শ একর তরমুজ ক্ষেত, কাচা ঘরবাড়ি, পুকুর ও ফসলের ক্ষেত তলিয়ে মারাত্মক ক্ষতি হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে উপজেলা চেয়ারম্যন গাজী মোহাম্মদ আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলিয়া সুকায়না ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ছাড়া গাদইপুরের বাইশার অাবাদ, রাড়ুলীর কাঠিপাড়া,গড়ইখালীর বাজার, শান্তা গংরক্ষি,দেলুটির গেবুবুনিয়া, মধুখালী,পারমধুখালী, কপিলমুনির শ্রীফলতলা, লতার ইউপির কাঠামারী,লতা,হাড়িয়া, পানা, হালদার চকে ওয়াপদার নিচু বাঁধ ছাপিয়ে পোল্ডারে পানি প্রবেশ করেছে বলে স্থানীয় বাসিন্দ ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন।