ক্রীড়া প্রতিবেদক
জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফেরানোর পরিকল্পনা করছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। আর সেেেত্র তারা নিজেদের দেশে ভারত ও বাংলাদেশকে আতিথেয়তা দিতে চাইছে। আর যদি এটা হয়, তবে করোনা পরবরর্তী সময়ে এটাই হবে প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে পদার্পণ।
শ্রীলঙ্কায় বর্তমানে করোনাভাইরাসের প্রভাব কিছুটা স্থিতিশীল আছে। করোনা ঠেকাতে দেশটিতে কারফিউ জারি করা হয়েছিল। কিন্তু গত দুই সপ্তাহ ধরে সেখানে নতুন রোগী তেমন না বাড়ায় কারফিউ উঠিয়ে নিয়েছে দেশটির সরকার। যদিও সেখানে এখনও ৫০০ রোগীর কোভিড-১৯ পজেটিভ। তবে তারাও আছেন আইসোলেশনে। ফলে বছরের মাঝামাঝিতে ক্রিকেট ফেরানোর চেষ্টায় আছে দেশটির ক্রিকেট বোর্ড।
এদিকে খেলা ফেরানোর জন্য দেশটির সরকারও জানিয়েছে, বাংলাদেশ বা ভারতের খেলোয়াড়দের আনার জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করবে তারা। এমনকি খেলার মাঠে খেলোয়ারদের সুরার বিষয়টিও নিশ্চিত করবে বলে আশ্বাস দিয়েছে। তবে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রস্তাবে এখনও সাড়া দেয়নি বাংলাদেশ কিংবা ভারতের ক্রিকেট বোর্ড। কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত আছে। খেলোয়াড়দের যথাযথ ভ্রমণ, কিংবা কোয়ারেন্টাইনে রাখা সবকিছু বিবেচনায় নিতে হচ্ছে বোর্ডগুলোকে।
শ্রীলঙ্কার মাটিতে বাংলাদেশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তিন ম্যাচের একটা সিরিজ খেলার কথা। আর ভারতের সঙ্গে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা শ্রীলংকার। আসন্ন এই সিরিজের জন্য প্রস্তাব দিয়ে এখনো উত্তর পাননি জানিয়ে লঙ্কান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেন, ‘আমরা ইতিমধ্যে ভারত এবং বাংলাদেশ দুই ক্রিকেট বোর্ডকে আসন্ন সিরিজ আয়োজন করার বিষয়ে জানিয়েছি। তবে এখনো কোনো উত্তর পায়নি।’ করোনার কারণে শ্রীলঙ্কা ইতিমধ্যে ঘরের মাঠের দুটি সিরিজ স্থগিত করেছে। বাংলাদেশও বাতিল করেছে পাকিস্তান ও আয়ারল্যান্ড সফর।
চ্যাম্পিয়নের মতোই ফিরল বায়ার্ন মিউনিখ
ক্রীড়া প্রতিবেদক
জার্মান বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়ন তারা। করোনাভাইরাসের কারণে খেলা স্থগিত হওয়ার আগেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ছিল তাদেরই দখলে। প্রায় দুই মাস বিরতি থাকার পরেও এর কোন ছাপ পড়েনি বায়ার্ন মিউনিখের খেলায়।
রবিবার রাতে ইউনিয়ন বার্লিনের মাঠ থেকে ২-০ গোলের সহজ জয় নিয়েই ফিরেছে হ্যানস ডিয়েটের শিষ্যরা। মজার বিষয় হলো, বার্লিনের বিপে প্রথম দেখায় যে দুজন গোল করেছিলেন, দ্বিতীয় সাাতেও গোল করেছেন সে দুজনই। গত অক্টোবরে একই প্রতিপরে বায়ার্নের জয়টা ছিল ২-১ গোলের। সে ম্যাচে গোলদাতা ছিলেন বেনজামিন পাভার্দ এবং রবার্তো লেওয়ানডোস্কি। রবিবার রাতেও এ দুজনের গোলেই জয় দিয়ে লিগে ফিরল বায়ার্ন। একইসঙ্গে মজবুত করল নিজেদের শীর্ষস্থান। তুলনামূলক দুর্বল ইউনিয়ন বার্লিনের বিপে সহজ জয়ই কাম্য ছিল বায়ার্নের। তবু ম্যাচের প্রথম গোলের জন্য অপো করতে হয়েছে ৪০ মিনিট পর্যন্ত। সেটিও এসেছে পেনাল্টি থেকে। চলতি লিগে নিজের ২৬তম গোলটি করে দলকে এগিয়ে দেন লেওয়ানডোস্কি। পরে দ্বিতীয় গোলের জন্যও প্রায় একই পরিমাণ সময় অপো করতে হয়েছে তাদের। ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের উদীয়মান তারকা পাভার্দ। জশুয়া কিমিচের কর্ণার কিক থেকে লাফিয়ে উঠে হেডের মাধ্যমে স্কোরশিটে নাম তোলেন তিনি।
মৌসুম পরিত্যক্ত হওয়ায় শঙ্কিত ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
প্রায় ছয় মাস বাকি থাকতেই ঘরোয়া মৌসুম পরিত্যক্ত ঘোষণা হওয়ায় নিজেদের ক্যারিয়ার নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন জাতীয় ফুটবলাররা। করোনাভাইরাস পরিস্থিতি সহসা স্বাভাবিক না হলে এবং খুব দ্রুত খেলা মাঠে না ফিরলে, সামনে কী হবে তা বুঝে উঠতে পারছেন না তারা।
বাফুফের মৌসুম পরিত্যক্ত ঘোষণার সিদ্ধান্তের পর বেশ কয়েকজন ফুটবলারের সঙ্গে আলাপ করে বোঝা গেছে, অনিশ্চিত এক ভবিষ্যতই দেখছেন তারা। অন্ধকার ছাড়া এখন আর কিছুই নেই তাদের সামনে। অনেকে বলেন ফুটবলারই ৮০-৯০ ভাগ পারিশ্রমিক অগ্রিম নিয়েছে। তবে বাস্তবতা হলো, তা নিলেও হাতে গোনা অল্প কয়েকজন। বিশেষ করে যাদের গায়ে তারকার লেবাস লেগেছে, যারা জাতীয় দলে খেলেন- এমন কিছু ফুটবলার কাব থেকে ভালো টাকা অগ্রিম পেয়েছেন। কিন্তু প্রিমিয়ার লিগে খেলা ৯০ ভাগ ফুটবলারের অবস্থাই ভালো নয়।
মেয়েদের লিগ বাতিল করবে না বাফুফে
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘ ৬ বছর পর গত ফেব্রুয়ারিতে মেয়েদের ফুটবল লিগ শুরু হয়েছিল। কিন্তু সাত দলের এই প্রতিযোগিতার প্রথম পর্ব শেষ হতে না হতেই করোনাভাইরাসের থাবায় তা বন্ধ হয়ে যায়।
বর্তমান অবস্থায় স্থগিত থাকা লিগ শিগগিরই শুরু করাটা কঠিন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ধারণা, আগামী সেপ্টেম্বরের মধ্যে করোনা-পরিস্থিতির উন্নতি হবে এবং সেপ্টেম্বরেই আবার মাঠে নামানো যাবে মেয়েদের ফুটবল লিগ। মেয়েদের লিগে বসুন্ধরা কিংস ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাসরিন স্পোর্টিং কাব।
১৬০০ ক্রিকেটারকে ঈদ বোনাস দিচ্ছে বিসিবি
ক্রীড়া প্রতিবেদক
ঈদ সামনে রেখে ক্রিকেটারদের আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারী ক্রিকেটার ছাড়াও প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভাগের মোট ৭৬ কাবে খেলা ১৬০০ ক্রিকেটারকে দেওয়া হবে এই উৎসব ভাতা। উৎসব ভাতা সর্বোচ্চ ১০ হাজার টাকা এবং সর্বনিম্ন ৫ হাজার টাকা।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী বলেছেন, ‘এর আগেও আমরা চুক্তির বাইরের ক্রিকেটারদের আর্থিক সহায়তা দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার কাব পর্যায়ের ক্রিকেটারদের সহায়তা করা হচ্ছে। সহায়তার পরিমাণটা খুব বেশি না হলেও আমরা ঈদের আগে সবার কাছে তা পৌঁছানোর ব্যবস্থা করব।’
৪২ লাখ ব্যয় করবে মাশরাফির ফাউন্ডেশন
ক্রীড়া প্রতিবেদক
রবিবার রাতেই নিলামে বিক্রি হয়েছে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার ঐতিহাসিক ব্রেসলেট। মাশরাফির নামখচিত ব্রেসলেটটি বিক্রি হয়েছে ৪২ লাখ টাকায়।
আর এই পুরো অর্থই যাচ্ছে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনে। যা ব্যয় হবে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষদের কল্যাণে। সোমবার এ তথ্য জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক।
জুনের শুরুতেই ক্রিকেট ফিরছে অস্ট্রেলিয়ায়
ক্রীড়া প্রতিবেদক
ফুটবলের পর ক্রিকেট। করোনাকে বৃদ্ধাঙুলি দেখিয়ে জার্মানিতে শনিবার থেকে শুরু জয়েছে বুন্দেসলিগা। এবার ফুটবলের দেখাদেখি মাঠে ফিরতে চলেছে ক্রিকেট। নিয়ম বদলে অস্ট্রেলিয়ার কাব ক্রিকেট শুরু হতে যাচ্ছে জুনের প্রথম দিকে।
ডারউইন অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৬ জুন থেকে। যা মূলতঃ একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট। এর এক সপ্তাহ পর শুরু হবে ওয়ানডে টুর্নামেন্টও। ১৯ সেপ্টেম্বর হবে ফাইনাল। বলে ঘাম বা থুতু ব্যবহার করা যাবে না, তা খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন স্থানীয় টুর্নামেন্ট কর্তৃপ। মোমের সাহায্যে বলের উজ্জ্বলতা বজায় রাখা যায় কি না তা নিয়ে চিন্তা-ভাবনা করছে ডারউইন ক্রিকেট ম্যানেজমেন্ট গ্রুপ। সে েেত্র আম্পায়ারদের নজরদারিতেই এটা করার নিয়ম করা হচ্ছে।
ভারতে খুলছে স্টেডিয়াম
ক্রীড়া প্রতিবেদক
করোনার কারণে ভারতে চতুর্থ দফা বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই ঘোষণার সঙ্গে কিছুটা স্বস্তির সুবাতাসও বইতে শুরু করেছে ক্রীড়াঙ্গনে। কারণ কিছুটা শিথিলতা আনা হয়েছে ক্রীড়ােেত্র। খেলাধুলা শুরুর অনুমতি মিললেও স্টেডিয়ামগুলো দর্শকশূন্যই থাকছে। মানে ইভেন্টগুলো হতে হবে রুদ্ধদ্বার স্টেডিয়ামে। এতে করে আইপিএল মাঠে গড়ানোর একটা সম্ভাবনা দেখা দিয়েছে।
ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) অবশ্য এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তবে এখনই আইপিএল নিয়ে কোনও ধরনের সিদ্ধান্ত নিতে নারাজ বিসিসিআই। কারণ আইপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিত রয়েছে। নতুন করে আয়োজন করতে হলে আবার সূচি নির্ধারণ প্রয়োজন। তাছাড়া শিথিল করতে হবে ভ্রমণ নিষেধাজ্ঞার বিষয়টিও।
আগস্টেই মৌসুম শেষ করতে চায় উয়েফা
ক্রীড়া প্রতিবেদক
আগস্ট থেকে শুরু হতে পারে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ এমন সম্ভাবনার কথা শোনা যাচ্ছে অনেক দিন ধরেই। একই সম্ভাবনার কথা বলেছেন উয়েফার সভাপতি আলেক্সান্ডার সেফেরিনও। জানিয়েছেন, আগস্টেই ইউরোপিয়ান মৌসুম শেষ করতে বাস্তবধর্মী পরিকল্পনা নিয়ে এগুচ্ছে উয়েফা।
ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান বিইন স্পোর্টসকে দেওয়া সাাৎকারে বলেছেন, এখন পর্যন্ত পরিস্থিতি যেমন, তাতে আমি নিশ্চিত যে ইউরোপিয়ান মৌসুম শেষ করা সম্ভব। অবশ্য তিনি এই বিষয়ে ঠিকই একমত যে ম্যাচগুলো হতে হবে দর্শকশূন্য স্টেডিয়ামেই। এমনকি ঘরোয়া মৌসুমগুলোও শেষ করার ব্যাপারে তিনি আশাবাদী।
গ্রুপ ট্রেনিং করতে পারবে লা লিগার ফুটবলাররা
ক্রীড়া প্রতিবেদক
আগামী মাসে মৌসুম পুনরায় শুরু করার পরিকল্পনা থেকে লা লিগার কাবগুলোকে গ্রুপ ট্রেনিংয়ের অনুমতি দেয়া হয়েছে। স্প্যানিশ সরকার এ সংক্রান্ত ঘোষণায় জানিয়েছে প্রতিটি কাব নির্ধারিত প্রোটোকল মেনেই গ্রুপ ট্রেনিংয়ে অংশ নিতে পারবে।
প্রতি গ্রুপে সর্বোচ্চ ১০জন খেলোয়াড় অংশ নিতে পারবে। লা লিগা ইতোমধ্যেই কাবগুলোকে বিষয়টি জানিয়ে দিয়েছে। এর অর্থ হচ্ছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ এখন থেকে ১০জনের গ্রুপে ট্রেনিং শুরু করতে পারবে।
এই তিনটি বড় দল ছাড়াও এস্পানিয়ল, লেগানেস, গেতাফে ও রিয়াল ভায়াদোলিদও বড় গ্রুপে অনুশীলনে বিশেষ অনুমতি পেয়েছে। এর মাধ্যমে মধ্য জুনে লা লিগা মাঠে ফেরার পরিকল্পনা আরো একধাপ এগিয়ে গেলো।
৪০ হাজার আসনের স্টেডিয়াম বানাচ্ছে শ্রীলংকা
ক্রীড়া প্রতিবেদক
দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম নির্মাণ করতে যাচ্ছে শ্রীলঙ্কা সরকার। হোমাগামায় শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সহায়তায় হতে যাওয়া সেই স্টেডিয়ামের আসন সংখ্যা হবে ৪০ হাজার। রোববার এমনটাই জানিয়েছে দেশটির সরকার।
শ্রীলংকার সবচেয়ে বেশি আসনের স্টেডিয়াম হচ্ছে গল। যার আসন সংখ্যা ৩৫ হাজার। তবে হোমাগামার স্টেডিয়াম শুরুতে ৪০ হাজার আসন নিয়ে শুরু হলেও পরবর্তীতে ২০ হাজার বাড়িয়ে ৬০ হাজারে উন্নীত করা হবে। নতুন স্থাপিত হতে যাওয়া স্টেডিয়ামটি আসন সংখ্যায় ছাড়িয়ে যাবে গল, ডাম্বুলা, কলম্বো ও হাম্বানটোটাকেও। ২৬ একর জমিতে হতে যাওয়া স্টেডিয়ামটিতে ফাডলাইটের আলোয় দিবা-রাত্রির ম্যাচ চালানোর সুবিধা থাকবে। এটি নির্মাণে সময় লাগবে প্রায় তিন বছর। নতুন স্টেডিয়ামটি হবে দেশটির রাজধানী বা কলম্বো জেলার দ্বিতীয় স্টেডিয়াম।
পিয়ানিচকে দলে ভেড়াচ্ছে বার্সা
ক্রীড়া প্রতিবেদক
গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিলো, গ্রীষ্মকালীন দলবদল মৌসুমে জুভেন্টাসের মিডফিল্ডার মিরালেম পিয়ানিচকে দলে ভেড়াচ্ছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। গুঞ্জন সত্যি করে ক্যাম্প ন্যুয়ে পাড়ি জমাচ্ছেন এ তারকা। এমনটাই জানিয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যম স্পোর্ট।
হু স্কোর্ড ডটকম’ নামক ফুটবল বিষয়ক এক সংবাদমাধ্যম জানায়, পিয়ানিচের সঙ্গে বার্সায় পাড়ি জমাচ্ছেন ম্যাথিউজ ডি লিটও। আর স্প্যানিশ লা লিগা চ্যাম্পিয়নরা তুরিনে পাঠাচ্ছে ডিফেন্ডার নেলসন সেমেদোকে। সিরি’আ স্থগিত হওয়ার আগে জুভরা হুয়ান কুয়াদ্রাদোকে রাইট-ব্যাক হিসেবে খেলিয়েছিল। তবে সে জায়গায় এখন সেমেদোকে নিয়ে চিন্তা করছে জুভেন্টাস। কিন্তু পর্তুগিজ তারকা তার সম্ভাব্য ঠিকানা হিসেবে তাকিয়ে আছেন ম্যানচেস্টার সিটির দিকে।
গ্রুপ অনুশীলনে ইপিএলের ক্লাবগুলো
ক্রীড়া প্রতিবেদক
অনুশীলনে ফেরার প্রথম ধাপ নিয়ে একমত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের কাবগুলো। আজ মঙ্গলবার থেকে ছোট ছোট গ্রুপে ভাগ হয়ে অনুশীলন করতে পারবে তারা।
লিগ পুনরায় শুরুর পরিকল্পনায় সোমবারের বৈঠকে একমত হয়েছে ইংল্যান্ডের শীর্ষ লিগের ২০টি কাব। খেলোয়াড়, কোচ, কাব চিকিৎসক, বিশেষজ্ঞ ও সরকারের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে লিগ কর্তৃপ। অনুশীলনে খেলোয়াড়দের অবশ্যই সামাজিক দূরত্বের বিধিনিষেধ মেনে চলতে হবে এবং পরস্পরের সংস্পর্শে আসা যাবে না। খেলোয়াড়রা আগে থেকেই ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন করে আসছিলেন। নতুন সিদ্ধান্তের ফলে লিগ পুনরায় শুরুর সম্ভাবনা বাড়ল। স্থগিত হওয়ার আগে লিগের সবশেষ ম্যাচ হয়েছিল গত ৯ মার্চ। ৩ এপ্রিল অনির্দিষ্টকালের জন্য লিগ স্থগিত করা হয়।
পিছিয়ে গেল সেরি আর ক্লাবগুলোর দলীয় অনুশীলন
ক্রীড়া প্রতিবেদক
ঘরোয়া ফুটবল মৌসুম পুনরায় চালু করার জন্য সরকারের দেওয়া শর্ত মানতে নারাজ ইতালিয়ান শীর্ষ লিগের কাবগুলো। শর্ত অনুযায়ী, কোনো দলের একজন খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত হলে পুরো দলকে থাকতে হবে কোয়ারেন্টিনে। যা মানতে রাজি নয় তারা।
সরকারের অনুমোদন সাপে,ে আগামী ১৩জুন সেরি আ মাঠে ফেরানোর পরিকল্পনা করেছিল লিগ কর্তৃপ। কয়েকটি কাব প্রস্তাবিত তারিখের সঙ্গেও একমত নয়। এবার দলীয় অনুশীলন পিছিয়ে যাওয়ায় লিগের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তাও বাড়ল। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গত ৯ মার্চ থেকে স্থগিত আছে সেরি আ। আসরে সব কাবের এখনও বাকি ১২টি করে ম্যাচ। কয়েকটি কাবের একটি করে ম্যাচ বেশি বাকি।
জুলাইয়ে ইংল্যান্ড সফরে যাবে পাকিস্তান
ক্রীড়া প্রতিবেদক
পাকিস্তান ক্রিকেট দল আগামী জুলাইয়ে ইংল্যান্ড বলে নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম খান। করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত বেশক’টি দ্বিপাীক সিরিজ স্থগিত হয়েছে। ভবিষ্যতের সিরিজগুলো নিয়েও শঙ্কা ছিল। কিন্তু দ্রুত মাঠে ক্রিকেট ফেরানোর পথ তৈরি করছে ইংল্যান্ড। তাই আগামী জুলাইয়ে ইংল্যান্ড সফরে দল পাঠাতে রাজি হয় (পিসিবি)।
স্থানীয় একটি নিউজ চ্যানেলকে ওয়াসিম বলেন, ‘ইসিবির সাথে সফর নিয়ে আমাদের বিশদ আলোচনা হয়েছে। সফরে খেলোয়াড়দের কি নিরাপত্তা দেয়া হবে, কিভাবে পরিকল্পনা করা হবে, সবকিছুই আলোচনা হয়েছে। তাই জুলাইতে ইংল্যান্ডের সফরে দল পাঠাতে রাজি হয়েছে পিসিবি।’ রুদ্ধদার স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজটি। এতে কোন আপত্তি করেনি পিসিবি। ওয়াসিম বলেন, ‘বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে, দর্শক ছাড়া সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছে ইংল্যান্ড। এতে আমাদেরও কোন আপত্তি নেই।’
১৮ বছর পর স্লেজিংয়ের জবাব দিলেন কাইফ
ক্রীড়া প্রতিবেদক
২০০২ অভিজাত লর্ডসে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল। আনকোরা এক তরুণ ব্যাটসম্যানের ধ্রুপদী ব্যাটিংয়ে মেগা ফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল ইংরেজদের। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে রান তাড়া করে সেরা পাঁচটি জয়ের তালিকায় নিঃসন্দেহে থাকবে ৩২৬ রান তাড়া করে ভারতের সেই জয়। কিন্তু ব্যাট হাতে ভারতের ম্যাচ জয়ের নায়ক সেদিন ব্যাট হাতে ক্রিজে নামার আগে স্লেজিংয়ের শিকার হয়েছিলেন তৎকালীন ইংরেজ অধিনায়ক নাসের হুসেনের।
মোহাম্মদ কাইফকে ওই ম্যাচে ‘বাস ড্রাইভার’ বলে সম্বোধন করেছিলেন ওই ম্যাচের একমাত্র শতরানকারী নাসের। জীবনের প্রথম এবং শেষ ওয়ানডে শতরান করে ইংরেজ অধিনায়কের সেলিব্রেশন নজর কেড়েছিল অনুরাগীদের। সম্প্রতি স্কাই স্পোর্টসের একটি ক্রিকেটীয় পোডকাস্টে স্মরণীয় সেই ম্যাচের স্মৃতিতে ডুব দিয়েছিলেন বর্তমানে জনপ্রিয় ধারাভাষ্যকার নাসের হুসেন। ফিরে দেখা সেই মেগা ফাইনালের স্মৃতি রোমন্থন করে নাসের হুসেন বলেন, কাইফ যখন ব্যাট হাতে নামছিল ওইদিন, ওকে ‘বাস ড্রাইভার’ বলে সম্বোধন করেছিলাম। প্রাক্তন ইংরেজ অধিনায়কের কথায়, ‘ছেলেটা (কাইফ) ওইদিন জীবনের সেরা ইনিংসটা খেলেছিল। ওই ইনিংসটার জন্য ও সারাজীবন মনে থাকবে।’