ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় এমপি বাবু’র সাথে পাইকগাছা উপজেলা প্রশাসনের মতবিনিময়

6
Spread the love

পাইকগাছা প্রতিনিধি:

ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র সাথে পাইকগাছা উপজেলা প্রশাসন এক মতবিনিময় সভা করেছে।

গত সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমপি আক্তারুজ্জামান বাবু প্রশাসনের সকল কর্মকর্তাকে ঘূর্ণিঝড় আম্পান মোকাবেলায় সতর্ক থাকতে বলেন এবং তিনি সর্বক্ষণ নিজে মনিটরিং করবেন বলে জানান।

এছাড়া এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, দূর্যোগকালীন সময়ে নির্বাচনী এলাকায় অবস্থান করে জনগনের পাশেই থাকবো। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস প্রমুখ।