সাংসদ সেখ জুয়েলের সহধর্মীনি শাহানা ইয়াসমিন শম্পার উদ্যোগে মহানগর মহিলা আওয়ামী লীগের ত্রাণ সামগ্রী বিতরণ

110
Spread the love

খবর বিজ্ঞপ্তি

খুলনা সদর আসনের সংসদ সদস্য সেখ সালাউদ্দিন জুয়েলের সহধর্মীনি শাহানা ইয়াসমিন শম্পার উদ্যোগে আজ বিকাল ৩টায় নগরীর ২২নং ওয়ার্ডের ১নং কাষ্টমঘাট এলাকায় গৃহবন্ধী অসহায় দরিদ্র মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন মহানগর মহিলা আওয়ামী লীগ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হোসনেয়ারা রুনু, কাউন্সিলর লুথফুন নেছা লুৎফা, নুরিনা রহমান বিউটি, মুক্তি, কাউন্সিলর কনিকা সাহা, রেজওয়ানা প্রধান, শিরিনা পারভীন, নাজমা ইসলাম প্রমূখ।