রূপসায় মাছ কোম্পানীর শ্রমিকদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ

6
Spread the love


মোস্তাফিজুর রহমান, রূপসা:


সোমবার বেলা আড়াইটায় রূপসার বাগমারা এলাকায় অবস্থিত ব্রাইট সি ফুড লিমিটেড এর শ্রমিকরা ঈদ বোনাস এর দাবীতে রুহুল আমীন সড়ক (কোম্পানীর মূল গেইট এর সামনের ) রাস্তা বন্ধ করে দেয়। দীর্ঘ ২০মিনিট বন্ধ থাকার পর থানা পুলিশ এসে শ্রমিকদের সাথে কথা বলে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক করে।


শ্রমিকদের দাবি ঈদের আগে তাদের বোনাস দিতে হবে। কিন্তু মালিক পক্ষ দিতে টালবাহানা করায় এ আন্দোলন করে বলে জানা যায়। রূপসা থানা অফিসার ইনচার্জ মালিক ও শ্রমিক পক্ষের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন এবং মালিক পক্ষ ঈদের আগেই সকল শ্রমিকদের বোনাস পরিশোধ করে দিবেন বলে আশস্ত করেন।