মন্দিরের পুরহিতদের মাঝে খুলনা ব্লাড ব্যাংক ও ফুড ব্যাংকের খাদ্য সামগ্রী বিতরণ

15
Spread the love

খবর বিজ্ঞপ্তি:

খুলনা মহানগরীর শিতলাবাড়ি সার্বজনীন মন্দির ও ছোট বয়রা কালীবাড়ি সার্বজনীন মন্দির চত্ত্বরে ব্রাহ্মণ পুরোহিত ও সেবায়েতদের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন খুলনা ফুড ব্যাংক ও ব্লাড ব্যাংক এর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

রবিবার (১৫ মে) বিকাল ৩টায় খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দের সার্বিক তত্ত্ববধানে প্রদেয় তালিকানুযায়ি ৫৫ জন ব্রাহ্মণ পুরোহিত ও সেবায়েতদের মাঝে ২০ দিনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে খুলনা জেলা স্টেডিয়ামে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে এ সংগঠন।

শিতলাবাড়ি মন্দির ও ছোট বয়রা কালীবাড়ি মন্দিরে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক প্রশান্ত কুন্ডু। স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সালেহ উদ্দিন সবুজ ও সম্পাদক সৌরভ গাইনের তত্ত্বাবধানে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন নগর পূজা পরিষদ নেতা রতন কুমার নাথ, রজত কান্তি দাস, বিশ^জিৎ দে মিঠু, বিপ্লব মিত্র, রাম চন্দ্র, রনজিৎ মুখোপাধ্যায়, সুরেশ চক্রবর্তী, নিতাই সরদার, খুলনা জেলা যুব ঐক্য পরিষদ সভাপতি স্বপন রায় ও ছাত্র ঐক্য পরিষদ আহবায়ক কানাই মন্ডল।

খাদ্য সামগ্রী বিতরণ ও পরিবহণে সংগঠটির পক্ষ থেকে সহযোগিতা করেন আসাদ শেখ, ফারদিন ইসলাম অনিক, সুরভী লাইজু, আলী আমজাদ রকি, রাজু আহমেদ, তুহীন হোসেন, রমজান, আনিসুর রহমান, লিমন, শাহানুর, স্বাধীন, শিরীন, মাসুদ, জুয়েল, আরমান, সিফাত, সাগর প্রমূখ।