ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপার লিচু পাড়াকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা খুন। আজ সনধ্যায় উপজেলার হরড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নজির জোয়ারদার ওই গ্রামের তছির জোয়ারদারের ছেলে।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, জেলার শৈলকুপা উপজেলার হড়রা গ্রামে গাছের লিচু পাড়াকে কেন্দ্র করে আজ দুপুরে পরিবারের মধ্যে ঝগড়া লাগে।
এ সময় চাচাতো ভাই ছনু জোয়ারদারের ছেলে রজন জোয়ারদার লাঠি দিয়ে চাচা নজির জোয়ারদারের মাথায় ও ঘাড়ে আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় সনধ্যায় মারা যায়।
লাশ ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।