খবর বিজ্ঞপ্তি
কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, প্রতিদিন করোনা ভাইরাসে সংক্রামনের সংখ্যা বাঁড়ছে। কর্মহীন হয়ে পড়ছে হাজার হাজার মানুষ। খাদ্য অভাবে পরিবার-পরিজন নিয়ে মানবতার জীবন-যাপন করছে গৃহবন্ধি মানুষ। মানব ধর্ম পালন করাই এখন সকল মানুষের দায়িত্ব হওয়া উচিত। এ দুর্যোগকালে ধর্ম বর্ণ জাত-পাত্র দেখা মানুষের কাজ নয়।
সারা দেশে দুর্ভিক্ষের ছায়া নেমে এসেছে। যারা দিন আনে দিন খায়, গরীব অসহায় মানুষ, কর্মহীন মানুষ অনেক কষ্টে আছে। অথচ জনগণের টাকায় কেনা ত্রাণ চেয়ারম্যান, মেম্বার ও আওয়ামীলীগের নেতারা চুরি করছে, আত্মসাৎ করছে, কি অদ্ভুত ব্যাপার।
রবিবার দুপুর ২টায় নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় ৮নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে ক্রিসেন্ট জুট মিল আনসার ক্লাবের সামনে হতদরিদ্র শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথা বলেন তিনি।
সাবেক সংসদ সদস্য মঞ্জু আরও বলেন, মানুষ মরছে, হাহাকার করছে, কাজে যেতে পারছে না, আর সরকারের লোকরা ত্রাণ চুরির মহোৎসবে মেতেছে শাসক দলের নেতাকর্মীরা। বিএনপি নেতা-কর্মিরা পকেটের টাকা দিয়ে সারা দেশে অসহায় গরীব মানুষকে ত্রাণ দিচ্ছে। এই অবস্থার মধ্যেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যতই বিপদ আসুক অসহায় মানুষের পাশে থাকতে হবে এবং সাহায্য সহযোগিতার কর্মক্রম অব্যাহত রাখতে হবে।
এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, অ্যাডভোকেট ফজলে হালিম লিটন, স ম আব্দুর রহমান, শেখ জাহিদুল ইসলাম, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, বিপ্লবুর রহমান কুদ্দুস, কাজী আব্দুল লতিফ, আহসানউল্লাহ, ম শ আলম, আসাদুজ্জামান আসাদ, সালাম হাওলাদার, ইকবাল হোসেন, আল আমিন হাওলাদার প্রিন্স, শাহাদাৎ হোসেন, শেখ ফরিদ হোসেন, দেলোয়ার হোসেন খান, মিজানুর রহমান, শানু মিয়া, আবু কাইয়ুম, হারুন আর রশিদ সুমন, এ আর রহমান, নজরুল ইসলাম, মো. জাকির হোসেন, ইমরান হোসেন সবুজ, আল আমিন হোসেন রনি প্রমুখ।
এর আগে দুপুর দেড়টার দিকে নগর বিএনপি’র সার্বিক সহযোগিতায় দৌলতপুর থানার ১নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে মানিকতলা রানা ক্রীড়া চক্র ক্লাব চত্বরে লকডাউনে থাকা গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ কারেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক মেয়র মনিরুজ্জামান মনি, শেখ মোশারেফ হোসেন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, সাজ্জাদ হোসেন তোতন, বেলায়েত হোসেন, আবুল কালাম শিকদার, সাহাজি কামাল টিপু, মাজেদুল ইসলাম, শাহাজাহান মল্লিক, জলিল হাওলাদার, মো. সাত্তার, আনোয়ার হোসেন প্রমুখ।