স্টাফ রিপোর্টার
খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় আরও ৪৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে এখন পর্যন্ত খুলনা বিভাগে করোনা পজিটিভ শনাক্ত হলো ৩০১ জন এবং ৬ জনের মৃত্যু হলো। এই বিভাগে ১০ মার্চ থেকে করোনার হিসাব শুরু হয়ে ২৮ এপ্রিল ১১২ জন পজিটিভ শনাক্ত হয়। প্রথম একশ’ জন হতে সময় লাগে ৩৯ দিন। সেখান থেকে দুইশ’ হয় পরের ১২ দিনে। এরপর আরও একশ’ বেড়ে তিনশ’ হলো মাত্র সাত দিনে।
খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক রাশিদা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে ৪৬ জন নতুন করোনা পজিটিভ শনাক্ত হন। এর মধ্যে যশোরে ১১ জন ও চুয়াডাঙ্গায় ৩৫ জন রয়েছেন। পাশাপাশি এই ২৪ ঘণ্টায় এই বিভাগে ২২৯ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে তিন জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে। আর ১৮১ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আইসোলেশনে নেওয়া হয়েছে ৪৭ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ছয় জনকে।
তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে এখন পর্যন্ত খুলনা বিভাগে ৩০১ জন করোনা পজিটিভ শনাক্ত ও ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯০ জন করোনা পজিটিভ নিয়ে বিভাগের মধ্যে শীর্ষে রয়েছে যশোর জেলা। ৭৮ জন পজিটিভ ও একজন মৃত নিয়ে দ্বিতীয় স্থানে চুয়াডাঙ্গা জেলা। ৪৩ জন পজিটিভ নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ঝিনাইদহ জেলা। এছাড়া নড়াইল জেলায় ১৫ জন পজিটিভ ও একজন মৃত, কুস্টিয়া জেলায় ২২ জন পজিটিভ, খুলনা জেলায় ১৯ জন পজিটিভ ও দুজন মৃত, মাগুরা জেলায় ১৯ জন পজিটিভ, মেহেরপুর জেলায় ছয় জন পজিটিভ ও একজন মৃত, বাগেরহাট জেলায় সাত জন পজিটিভ ও একজন মৃত এবং সাতক্ষীরায় দুজন পজিটিভ রয়েছেন। এছাড়া এই বিভাগে এখন পর্যন্ত ২৯ হাজার ৮৯৫ জনকে কোয়ারেন্টিনে নেওয়া হয়েছে। এর মধ্যে ৩ হাজার ১৬২ জন রয়েছে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং ২৭ হাজার ১৬১ জনকে কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আর আইসোলেশনে নেওয়া হয়েছে ৩৩৭ জনকে। আইসোলেশন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে ১৩৭ জনকে।