স্টাফ রিপোর্টার:
খুলনার কয়রা উপজেলায় মডেল মসজিদ নির্মাণের জন্য উপজেলা সদরের তিন রাস্তার মধুর মোড় সংলগ্ন নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। গত বুধবার দুপুরে মডেল মসজিদের নির্ধারিত স্থান পরিদর্শনকালে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার শিমুল কুমার সাহা, কয়রা উপজেলা আওয়ামী লীগ সভাপতি জি এম মোহসিন রেজা, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, চিফ ইনঞ্জিনিয়ার নাছির উদ্দিন খান, উপ বিভাগীয় ইঞ্জিনিয়ার রোকনুজ্জামান,ভাইস চেয়ারম্যান কমলেশ চন্দ্র সানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূর -ই আলম সিদ্দিকি, কয়রা থানা অফিসার ইনচার্জ মোঃ রবিউল হোসেন, ঠিকাদার শফিকুল ইসলাম মধু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ জাফরুল ইসলাম পাড়, উপজেলা ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, কয়রা সদর ইউপি চেয়ারম্যান এইচ এম হুমায়ুন কবির, মহারাজপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন লাভলু, উপাধ্যক্ষ এইচ এম নজরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, কেন্দ্রীয় ছাত্রলীগ সহ-সম্পাদক আফি আজাদ বান্টি, খুলনা জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মোঃ আবু সাঈদ খান, সাবেক ছাত্রলীগ নেতা আছাফুর রহমান, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে সারাদেশে ৫শতাধিকের উপরে মডেল মসজিদ নির্মানের উদ্যোগ নেওয়া হয়েছে।
১৪ কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন উপজেলা মসজিদটির ১৮ মাসে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। মডেল মসজিদে নামাজ পড়া ছাড়াও মহিলা ও পঙ্গুদের নামাজ পড়ার সু-ব্যবস্থা থাকবে। শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকবে। গাড়ি পার্কিং থাকবে। এখানে উপজেলা পর্যায়ের ইসলামিক ফাউন্ডেশনের অফিস থাকবে।
এখান থেকে ইসলামিক ফাউন্ডেশনের সকল কার্যক্রম পরিচালিত হবে। এই মসজিদ বহুমাত্রিক কার্যক্রমের মাধ্যমে ইসলামের প্রচার ও প্রসারে অনন্য ভূমিকা রাখবে। কয়রা উপজেলায় মসজিদ নির্মানের ভূমি জটিলতায় নির্মাণ কাজ অনেক দিন যাবৎ আটকে আছে। সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর হস্তক্ষেপে ও প্রশাসনের সহযোগিতায় ভূমি জটিলতা নিরসন করে অচিরেই নির্মাণ কাজ শুরু হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।