পাইকগাছা-কয়রায় করোনা সংকট নিরসনে সাধ্যমত চেষ্টা করছি: সাংসদ বাবু

2
Spread the love

স্টাফ রিপোর্টার:


মহামারী নভেল কােভিড-১৯ মোকাবেলায় নির্বাচনী এলাকায় কর্মহীন ঘরবন্দী মধ্যবিত্ত, দরিদ্র পরিবারের মাঝে মানবিক খাদ্য সহায়তা প্রদানকালে খুলনা-৬ আসনেরএমপি আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেন, উপকূলীয় পাইকগাছা-কয়রা’র অনগ্রসর এ অঞ্চলে অভাবি মানুষের সংখ্যা বেশী হওয়ায় সংকট নিরসনে সাধ্যমত চেষ্টা করছি।

তিনি বলেন, করোনার কারণে কর্মহীন অনেক মানুষ প্রকাশ্যে সাহায্য চাইতে লজ্জা পান। তাদের উদ্দেশ্যে বলেন,আমাদের হটলাইনে ১১টি মোবাইল নম্বর দেওয়া আছে। ফোন দিলে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা গোপনে আপনাদের কাছে খাদ্য পৌঁছে দেবে। তিনি দুঃসময়ে গরীব ও কর্মহীন পরিবারের মাঝে সরকারের পাশাপাশি বিত্তশালী ব্যক্তি উদ্যোগেও খাদ্য সহয়তা তুলে দেওয়ার অনুরোধ করেছেন। গত বুধবার সকালে লক্ষ্মীখোলায় লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিনের উদ্যোগে তার বসতবাড়ীতে ৩শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরোও জানান, দেশের এ সংকট মুহুর্তে শেখ হাসিনার সরকারের পাশাপাশি বে-সরকারী প্রতিষ্ঠান,স্থানীয়  জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী সংগঠন ও সমাজের দানশীল ব্যক্তিরা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়ে অবদান রাখছেন। এমপি আক্তারুজ্জামান বাবুর উপস্থিতিতে বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল আতপ চাউল ৫ কেজি, ডাউল ১ কেজি, তেল ৫০০, পেয়াজ- ১ কেজি, লবন- ১ কেজি, আলু ২ কেজি, মিষ্টি কুমড়া দেড় কেজি, ঝাল-২৫০ গ্রাম, উচ্ছে ৫০০ গ্রাম, পুইশাক ২ কেজি, ঢেড়শ ১ কেজি ও ১ টি সাবান সহ মোট ১২ প্রকারের খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ।

লস্কর ইউপি চেয়ারম্যন কেএম আরিফুজ্জামান তুহিনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণকালে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, উপজেলা আ’লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টু, ইউনিয়ন আ’লীগের সদস্য সচিব বিভূতিভূষণ সানা,  প্যানেল চেয়ারম্যান আঃ ছালাম কেরু, আ’লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, স্নেহেন্দু বিকাশ, শিক্ষক সরকার গোপাল চন্দ্র, চিত্তরঞ্জন মন্ডল, জেলা যুবলীগ নেতা শামিম সরকার, আমীর আলী, প্যানেল চেয়ারম্যান জি এম তাজউদ্দীন, দীপংকর মন্ডল, উপজেলা যুবলীগ নেতা এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, প্রভাষক বাবলু, উত্তম ঢালী, শফি মোড়ল, করিম গাজী, প্রসেন ঢালী, দেব্ব্রত মন্ডল,  তছলিম হুসাইন তাজ, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আফি আজাদ বান্টি, জেলা ছাত্রলীগ নেতা পার্থপ্রতীম চক্রবর্তী, মাসুদুর রহমান মানিক, মীর ছদরুল আমিন, পৌরসভা ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, নয়নসহ বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ।