পাইকগাছার কপিলমুনিতে কর্মহীনদের মাঝে সাংসদ বাবু ত্রাণ বিতরণ

5
Spread the love

পাইকগাছা প্রতিনিধি:


পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের ৫টি গ্রামের (গোয়ালবাতান, তালতলা, চিনেমলা, কানাইডাঙ্গা, শ্রীফলতলা) চাকুরীজীবীদের উদ্যোগেও খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র পৃষ্ঠপোষকতায় করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ১৩৫টি পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) বিকালে এ ত্রাণ বিতরণের উদ্বোধন করেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। 

এ সময় করোনার কারণে শ্রমজীবী মানুষ এখন দুর্বিসহ জীবনযাপন করছে উল্লেখ করে এমপি আক্তারুজ্জামান বাবু বলেন, করোনা সংকটে পাইকগাছা-কয়রার কোন মানুষ না খেয়ে থাকবে না। করোনা ভাইরাসের উদ্ভূত পরিস্থিতির শুরু থেকে কর্মহীনদের জন্য ব্যক্তিগত তহবিল থেকে আমি খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছি। তিনি বলেন, যারা বিত্তবান, যাদের সামার্থ্য আছে এমন বিভিন্ন পেশার মানুষ যদি শক্তি-সামর্থ্য অনুযায়ী প্রত্যেকের নিজের আশপাশের গরীব দুঃখী ও শ্রমজীবী মানুষের পাশে এভাবে দাঁড়ায়, তাহলে এরচেয়ে বড় কাজ আর কিছু হতে পারে না।

তিনি করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকটে নিম্ন আয়ের মানুষের কথা চিন্তা করে তাদের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের প্রতিও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কওছার আলী জোয়ার্দার, কপিলমুনি ইউনিয়ন অাওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকন, আওয়ামী লীগ নেতা দীপক কুমার মন্ডল, লতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, উপাধ্যক্ষ তৃদ্বীপ কান্তি মন্ডল, যুবলীগ নেতা মৃগাঙ্ক মন্ডল, ফেরদাউস হোসেন, ছাত্রলীগ নেতা শেখ মোঃ শাকিল, মীর ছদরুল আমিন, আজমল হোসেন বাবু, ইমরান মোল্লা প্রমুখ।