নগরীতে ইয়াবাসহ গ্রেফতার বাবু জেলহাজতে

1
Spread the love


স্টাফ রিপোর্টার:


নগরীর নাজিরঘাট রোড থেকে ইয়াবাসহ গ্রেফতার মো. রিয়াজুল ইসলাম বাবু (৩৮) কে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহীদুল ইসলাম এ আদেশ দিয়েছেন।

বাবু নগরীর ১৪, মুসলমান পাড়া মেইন রোডের বাসিন্দা মৃত. মকবুল হোসেন বকু মোল্লার ছেলে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. মনিরুল ইসলাম বাবুকে আদালতে হাজির করেন।
মামলার বিবরণে জানা যায়, ১১ মে রাত পৌনে ১০টার দিকে নগরীর নাজিরঘাট রোডে অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানার এসআই মো. সোবহান।

এসময় ফোরকানের আফিসের পাশে একটি এ্যাপাচি মোটরসাইকেলে বাবুকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তাকে ধাওয়া করে ফজলে রাব্বীর হেয়ার ফ্যাশানের সামনে থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ৬পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তার এ্যাপাচি মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এঘটনায় এসআই সোবহান বাদী বাবু’র বিরুদ্ধে সোনাডাঙ্গা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন যার নং-৬।