খবর বিজ্ঞপ্তি:
বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র ও ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল এর পক্ষে খুলনা মহানগরীতে অসহায় ও কর্মহীন পথচারীদের মাঝে ইফতার বিতরণ অব্যাহত রয়েছে। সেই ধারাবাহিকতায় মঙ্গলবার (১২ মে) নগরীর শেরে বাংলা রোডে ইফতার বিতরণ চলে। অনুষ্ঠানে অন্যতম অতিথি থেকে ইফতার সামগ্রী অসহায় মানুষের হাতে তুলে দেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় কাজী নুরুল হাসান সোহান ও তরুন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান পরশ বিশ্বাস।
সোনাডাঙ্গা থানা যুবলীগের যুগ্ম-আহবায়ক শেখ শহীদ আলী আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে ছিলেন সোনাডাঙ্গা থানা যুবলীগের সদ্য সাবেক যুগ্ম-আহবায়ক মনিরুজ্জামান সাগর ও হাফেজ মো: শামীম। আরও ছিলেন এসএম আকিল উদ্দিন, আমিরহোসেন, মুন্সী নাহিদুজ্জামান, মামুন কবির কচি, মৃধা হুমায়ন কবীর,মোয়াজ্জেম খান, আল-আমিন, আমিন ঢালী,মোহসীন প্রমুখ।
এছাড়া মহানগর তাতী লীগের আহবায়ক সাব্বির আহমেদ শুভ ও বঙ্গবন্ধু পরিষদ নেতা এম মুন্নাসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।