স্টাফ রিপোর্টার
খুলনার ফুলতলা উপজেলা বাজারের নিরাপত্তার জন্য দায়িত্বরত নৈশ প্রহরীদের হাতে তুলে দেওয়া হয়েছে দেশীয় অস্ত্র ‘রামদা’। স্থানীয় বণিক সমিতি সম্প্রতি নৈশ প্রহরীদের হাতে তুলে দেন বিশেষ এ অস্ত্র। কিন্তু বিষয়টি বাজারেই সীমাবদ্ধ থাকেনি, রামদা হাতে নৈশ প্রহরীদের বিশেষ ফটো সেশন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা তৈরি করেছে। সূত্র মতে, খুলনা জেলার অন্যতম বৃহৎ বাজার ফুলতলা। পাশ্ববর্তী যশোরের অভয়নগর উপজেলাসহ কয়েকটি এলাকা থেকে প্রতিদিনই হাজার হাজার মানুষ ফুলতলা বাজারে আসেন কেনা-কাটার জন্য। এ বাজারের সার্বিক নিরাপত্তা বজায় রাখার স্বার্থে প্রতিদিনই নৈশ প্রহরীর পাশাপাশি থানা পুলিশ টহল দেয়। বাজারের মাত্র কয়েক গজের মধ্যেই ফুলতলা থানার অবস্থান। অনেকেই মন্তব্য করেন, হঠাৎ বাজারে কি এমন ঘটনা ঘটলো, যে দেশীয় অস্ত্র ব্যবহার করতে হবে?
এ বিষয়ে ফুলতলা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ জমাদ্দার বলেন, বাজারের নিরাপত্তার স্বার্থে ও ভাল দিক বিবেচনা করেই নৈশ প্রহরীদের হাতে ‘রামদা’ দেয়া হয়। তবে, এটা ব্যবহার বেআইনী, তা জানার পর বন্ধ রাখা হয়েছে।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নৈশ প্রহরীদের রামদা ব্যবহারের বিষয়টি জানতে পেরে বাজার কমিটির সাথে তাৎক্ষণিক কথা বলি এবং রাম-দা ব্যবহার করতে নিষেধ করি।