করোনা মোকাবিলার ফায়ারকর্মীদের সরঞ্জাম দিলো মার্কিন দূতাবাস

1
Spread the love

ঢাকা অফিস

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সম্মুখসারির কর্মীদের কোভিড-১৯ মোকাবিলায় ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী দিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস। সোমবার (১১ মে) দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের প্রতিনিধিরা বাংলাদেশের কোভিড-১৯ মোকাবিলায় সহায়তার অংশ হিসাবে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা এবং উন্নয়ন) লে. কর্নেল জুলফিকার রহমান এবং সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল মোমেনের কাছে অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) হস্তান্তর করেন।

সুরক্ষা সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে ১ হাজার পিস কেএন৯৫ সার্জিক্যাল মাস্ক, ২০০ মিলিলিটারের ৮০০ বোতল হ্যান্ড স্যানিটাইজার, ৫শ জোড়া সার্জিক্যাল গ্লাভস, ৩শটি ঝুঁকিপূর্ণ উপকরণরোধক (হ্যাজম্যাট) স্যুট, ১শটি সুরক্ষামূলক মাস্ক এবং ৫০টি মেডিক্যাল গগলস। এসব উপকরণ ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানীয়ভাবে বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে সংগ্রহ করেছে।

হস্তান্তরের সময় রাষ্ট্রদূত মিলার বলেন, ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস স্থানীয় পর্যায়ে এলাকাবাসীর মধ্যে কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধে কর্মরত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স (এফএসসিডি)-এর সম্মুখসারির কর্মীদের অত্যাবশ্যকীয় ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) দিতে পেরে গর্বিত। বর্তমান সংকট মোকাবিলায় এফএসসিডি’র সম্মুখসারির কর্মীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তিনি বলেন, ‘আপনারা সবাই সত্যিকারের নায়ক- আমাদের সশ্রদ্ধ কৃতজ্ঞতা আপনাদেরই প্রাপ্য।’