গণপরিবহন বন্ধ থাকলেও একটি বাস ঢাকা থেকে ছেড়ে জয়পুরহাট যাচ্ছিল, পথের মধ্যে অসুস্থ এক ব্যক্তি তার মায়ের পাশেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপরে করোনায় মৃত্যু হয়েছে সন্দেহে ওই মরদেহসহ অসহায় মা’কে বাস থেকে নামিয়ে দেয়া হয় জয়পুরহাট-বগুড়া সড়কের হিচমি নামক স্থানে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে মৃতের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা ও মরদেহের বিষয়ে ব্যবস্থা নেয়া হয়েছে।
এর আগেও করোনা সন্দেহে বৃদ্ধ এক মা’কে জঙ্গলে ফেলে রেখে যাবার ঘটনা ঘটেছিল। আবার এক ব্যক্তি করোনা আক্রান্ত হবার পরে তার স্ত্রী-সন্তানরা তাকে বাড়িতে ঢুকতে না দেবার ঘটনাও ঘটেছে। করোনাকালে মানুষের প্রতি মানুষের এ কেমন আচরণ!
সংবাদে প্রকাশ, জয়পুরহাটের মৃত ওই ব্যক্তির স্ত্রী ঢাকায় শ্রমিকের কাজ করেন, তিনি তার স্ত্রীর সাথে দেখা করে বাড়ি ফিরছিলেন। সে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে তার মা সোহাগী বেগম তাকে নিয়ে গ্রামের বাড়ি আসার সময় রাস্তায় তার মৃত্যু হয়। এ সময় বাসের অন্য যাত্রীরা করোনা সন্দেহে মা’সহ তাদের বাস থেকে নামিয়ে দেয়। পরে প্রশাসন ওই বিষয়ে হস্তক্ষেপ করে।
দেশজুড়ে এরকম ছোটবড় অনেক ঘটনার পাশাপাশি করোনা আক্রান্তদের সঙ্গে প্রতিবেশীরাও খারাপ ব্যবহার করছেন। অথচ ‘বিপদের দিনে প্রতিবেশীরাই সবচেয়ে কাছের স্বজন’ বলে এ কথা এতদিন পরিচিত ছিল। তবে করোনায় মৃত্যুর ভয় আর আতঙ্ক সেই সহানুভূতির কথাটাও কেড়ে নিয়েছে। বিষয়টি খুবই চিন্তার।
বৈশ্বিক মহামারীর এই সময়ে একে অন্যের পাশে মানবিক দৃষ্টিভঙ্গী নিয়ে দাঁড়িয়ে পরিস্থিতি মোকাবিলা করা উচিত বলে আমরা মনে করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশের বিভিন্ন কর্তৃপক্ষও এবিষয়ে বিশেষ আহ্বান জানিয়ে আসছেন বিভিন্ন সময়ে। আরেকটা বিষয় মনে রাখা দরকার, যেকোনো ধরণের পরিস্থিতিতে যেকেউ পড়তে পারি আমরা। কাজেই নিজের নিরাপত্তা বজায় রেখে যতটা সম্ভব এ সময় আক্রান্ত প্রতিবেশীসহ অসুস্থদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। একটি মানবিক বলয়ের মধ্যে থেকে সবাই মিলে চেষ্টা করলে করোনাভাইরাস মোকাবিলা সময়ের ব্যাপার মাত্র।