স্টাফ রিপোর্টার
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা দৃঢ় পদক্ষেপ গ্রহণ করেছেন। মানবিক সাহায্য হিসেবে তিনি দেশব্যাপী পর্যাপ্ত খাদ্যসামগ্রী বিতরণসহ আর্থিক সহায়তা প্রদান করছেন। বিনা প্রয়োজনে ঘরের বাইরে না আসার জন্য নগরবাসীর প্রতি আহবান জানিয়ে সিটি মেয়র বলেন, প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাভাবিক কাজকর্ম করতে হবে। বিশেষ করে ঈদ প্রাক্কালে শপিং মল ও বাজারসমূহে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে বিষয়টির ওপর সর্বাধিক গুরুত্ব দিতে হবে।
সিটি মেয়র আজ সোমবার বেলা ১১টায় নগরীর নতুন বাজারে ২২নং ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে দু:স্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সিটি মেয়র ওয়ার্ডের ৪’শ ২৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন।
খুলনা মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, কেসিসি’র কাউন্সিলর কাজী আবুল কালাম আজাদ বিকু, ফকির মো: সাইফুল ইসলাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর কনিকা সাহা, সাবেক কাউন্সিলর হালিমা ইসলামসহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে সিটি মেয়র নগরীর ২৯নং ওয়ার্ড কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল-এর পক্ষ থেকে ওয়ার্ডের অসহায় ও নিম্নআয়ের পরিবারে মাঝে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন।