মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
ঈদকে সামনে রেখে মণিরামপুরে করোনায় গৃহবন্দি কর্মহীন ৬৫০ দুঃস্থ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে যুব সমাজ। রোববার দুপুরে উপজেলার ফকিররাস্তা যুবসমাজের উদ্যোগে শ্যামকুড় ইউপির দুই নম্বর ওয়ার্ডের ফকিররাস্তা, হাসাডাঙ্গা ও নাগোরঘোপসহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুঃস্থদের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
স্থানীয় নাগোরঘোপ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম।
অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহিনুর রহমান শাহীন, সমাজ সেবক ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন, যুবলীগ নেতা হোসেন আলী, আবুল কালাম প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
উদ্যোক্তা ইকরামুল কাবির বলেন, ফকিররাস্তা যুবসমাজের উদ্যোগে আমরা ইউনিয়নের করোনায় গৃহবন্দি ৬৫০টি দুঃস্থ পরিবারকে ঈদ উপলক্ষে তিনলাখ টাকা মূল্যের খাদ্য সামগ্রী দিয়েছি। প্রতি পরিবার পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু ও আধা লিটার ভোজ্য তেল পেয়েছেন।