ঈদের পর প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরুর আবেদন করবে কোয়াব

1
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

করোনা এখনো জেঁকে বসে আছে। ভয়াবহ ও কঠিন এই ভাইরাস সংক্রমণ কমার কোনোই লক্ষ্মণ নেই। জীবনযাত্রা পুরোপুরি স্থবির। বিশ্বে প্রায় সব দেশেই নাগরিক জীবন থেমে আছে। সব কিছুই বন্ধ। তবে এর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে ইউরোপে ফুটবল লিগ শুরু হচ্ছে। জার্মানিতে মধ্য মে থেকেই শুরু হচ্ছে বুন্দেসলিগা। স্পেনে বার্সার প্র্যাকটিসে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি যোগ দিয়েছেন। ফুটবলারদের অনুশীলন শুরু হয়েছে ইতালিতেও।
সেই পথে হেঁটে ক্রিকেট শুরুর আহ্বান জানিযেছে বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ‘কোয়াব’। ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে ঢাকা প্রিমিয়র লিগ শুরুর আবেদন জানিয়েছে কোয়াব।
কোয়াবের সদস্য সচিব দেবব্রত পাল গতকাল শনিবার পড়ন্ত বিকেলে বলেন, গতকাল বিকেলে কোয়াবের অনলাইন মিটিংয়ে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আমরা ঈদের পর স্বাস্থ্যবিধি মেনে প্রিমিয়ার ক্রিকেট লিগ চালুর আবেদন করবো।’ কোয়াবের প্যাডে আনুষ্ঠানিকভাবে আজ রবিবার এ ব্যাপারে প্রিমিয়ার লিগের আয়োজক ব্যবস্থাপক সিসিডিএমকে চিঠি দেয়া হবে বলে জানিয়েছেন দেবব্রত পাল। আমরা স্বাস্থ্যবিধি মেনে লিগ খেলার ইচ্ছে প্রকাশ করছি।
গতকাল অনলাইন বৈঠকে কোয়াব সভাপতি জাতীয় দলের সাবেক অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়, জাতীয় দলের সাবেক অধিনায়ক বোর্ড পরিচালক আকরাম খান, সহসভাপতি খালেদ মাহমুদ সুজন, সাবেক জাতীয় অধিনায়ক হাবিবুল বাশার সুমন, ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল, টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সিনিয়র ক্রিকেটার তুষার ইমরান, জহুরুল ইসলাম অমি, এনাম জুনিয়র, নুরুল হাসান সোহান প্রমুখ অংশ নেন।
কোয়াবের বৈঠকে করোনার সময় তিগ্রস্ত অস্বচ্ছল ক্রিকেটার, আম্পায়ার, স্কোরার, মাঠকর্মীসহ ক্রিকেট সংশ্লিষ্টদের মধ্যে সাময়িক অর্থকষ্টে থাকাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তও গ্রহণ করা হয়। পাশাপাশি ৫০০ থেকে ৭০০ পরিবারকে খাদ্য সরবরাহ করার সিদ্ধান্তও চূড়ান্ত হয়েছে।

বিসিসিআইয়ের সবুজ সংকেত পেল অস্ট্রেলিয়া

ক্রীড়া প্রতিবেদক

অক্টোবরে টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের দেশে ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি২০ সিরিজ আয়োজন করার কথা অস্ট্রেলিয়ার। এরপর ডিসেম্বরে টেস্ট সিরিজ ও জানুয়ারিতে ওয়ান-ডে সিরিজ দিয়ে ভারতের অস্ট্রেলিয়া সফর শেষ হওয়ার কথা। কিন্তু করোনার জেরে সৃষ্টি হওয়া উদ্ভূত পরিস্থিতিতে আদৌ কী সেই সিরিজ আয়োজন সম্ভব হবে, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। তবে করোনার কারণে ক্রিকেট বন্ধের জেরে ক্রিকেট অস্ট্রেলিয়া যে আর্থিক তির সম্মুখীন হয়েছে, সেই তি কিছুটা মেটানোর জন্য প্রয়োজনে কোহলি ব্রিগেডের জন্য আকাশপথ খুলে দিতে পারে অস্ট্রেলিয়া। তেমনই ইঙ্গিত মিলেছিল দিনকয়েক আগে।
তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের ম্মতির বিষয়টিও এেেত্র ভীষণই গুরুত্বপূর্ণ। অদূর ভবিষ্যতে দেশের মাটিতে ক্রিকেট চালু না করার বার্তা দেওয়া বিসিসিআই যদিও অক্টোবরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত প্রদান করেছে ক্রিকেট অস্ট্রেলিয়াকে। ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ডে’র রিপোর্ট জানাচ্ছে তেমনটাই। তবে সেেেত্র ভারতীয় ক্রিকেটারদের সেদেশে পৌঁছনোর পর ১৪দিনের আইসোলেশনের ব্যবস্থা করতে হবে বলে জানিয়েছেন বিসিসিআই কোষাধ্য অরুণ ধুমাল।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমটিকে ধুমাল জানিয়েছেন, ‘ক্রিকেট পুনরায় চালু করতে চাইলে এছাড়া কোনও বিকল্প নেই। দু’সপ্তাহ সময়টা বিশেষ লম্বা সময় নয়। এতদিন কোয়ারেন্টাইনে থেকে অন্য দেশে যাওয়ার পর ১৪দিনের আইসোলেশন আবশ্যিক।’ তবে ক্রিকেট ফেরার বিষয়টি নিশ্চিত হলে তবেই এইসব বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ধুমাল। পাশাপাশি ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের পরিবর্তে সংপ্তি ফর্ম্যাটের ক্রিকেটের পইে সায় বোর্ডের কোষাধ্যরে।

বিলম্বিত বিশ্বকাপ বাংলাদেশের জন্য আশীর্বাদ

ক্রীড়া প্রতিবেদক
প্রাণঘাতি করোনাভাইরাসের কারনে বিলম্বিত হতে পারে আগামী টি-২০ বিশ্বকাপ। আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ সুচি রয়েছে । তবে নির্ধারিত সুচির পরিবর্তে আসর পিছিয়ে গেলে বাংলাদেশের জন্যই সুবিধা হবে। তাতে দেশ সেরা খেলোয়াড় সাকিব আল হাসানের সেবা পাবে বাংলাদেশ।
চলতি বছরের অক্টোবরের তৃতীয় সপ্তাহে বিশ্বকাপ শুরুর কথা রয়েছে। প্রথম রাউন্ডে হবে বাছাই পর্বের খেলা। সেখান থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পাবে সরাসরি অংশ নেয়া আটটি দলের সাথে বাছাই পর্ব পেরোনো দল। বাছাই পর্বে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ। সেখানে তাদের লড়তে হবে, নামিবিয়া-নেদারল্যান্ডস ও স্কটল্যান্ডের সাথে। অক্টোবরের ১৯, ২১ ও ২৩ তারিখ ওই তিন প্রতিপরে বিপে খেলবে বাংলাদেশ। ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলংকার প্রতিপ আয়ারল্যন্ড, ওমান ও পাপুয়া নিউগিনি।
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। যদি নির্ধারিত সূচিতে বিশ্বকাপ শুরু হয়, তবে বিশ্বকাপে খেলার সুযোগ পাবেন না তিনি। টুর্নামেন্ট চলাকালীন সাকিবের নিষেধাজ্ঞা শেষ হলেও, আসরের মাঝপথে সাকিবকে খেলার অনুমতি দিবে না আইসিসি। তাই এ অবস্থায় টি-২০ বিশ্বকাপ যদি পিছিয়ে যায় বা সৃচিতে পরিবর্তন ঘটে, তবেই বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাবেন সাকিব।

টেস্টেও মোস্তাফিজ পারবে

ক্রীড়া প্রতিবেদক
মোস্তাফিজুর রহমান কি শুধুই সীমিত ওভারের বোলার? চোট থেকে বাঁচাতে তাকে সেভাবে টেস্ট খেলানোও হয়নি। তবে যতটুকুই খেলেছেন, নিজের নামের প্রতি আসলে সুবিচার করতে পারেননি ‘কাটার মাস্টার’।
১৩ টেস্টের ক্যারিয়ারে মোস্তাফিজের উইকেট মাত্র ২৮টি। ওয়ানডে আর টি-টোয়েন্টির পরিসংখ্যানের সঙ্গে যেটি একেবারেই বেমানান (ওয়ানডেতে ৫৮ ম্যাচে ১০৯ উইকেট, টেস্টে ৪১ ম্যাচে ৫৮ উইকেট)। মোস্তাফিজকে তাই টেস্টের বাইরে রেখেই পরিকল্পনা সাজাতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। তবে কি আর টেস্টের সাদা পোশাকে দেখা যাবে না বাঁহাতি এই পেসারকে? ঐতিহ্যবাহী এই ফরমেটকে দূরে রেখেই এগিয়ে যাবেন ‘দ্য ফিজ’? বাংলাদেশ দলের নতুন বোলিং কোচ ওটিস গিবসনের ভাবনাটা অন্যরকম। তিনি মনে করেন, মোস্তাফিজের পওে টেস্টে নিজেকে মেলে ধরা সম্ভব। শুধু বদলাতে হবে মানসিকতা।

প্রিমিয়ার লিগের ভাগ্য নির্ধারণী জরুরি সভা বাতিল

ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের ভাগ্যে কী আছে, তা নির্ধারণ করতে কাল জরুরি সভায় বসার কথা ছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির। স্থগিত হওয়া প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত- এই একটি মাত্র এজেন্ডায় জরুরী সভা ডেকেছিলেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
কিন্তু গতকাল শনিবার সেই সভা বাতিল ঘোষণা করা হয়েছে। বাফুফে জানিয়েছে, করোনাভাইরাসের কারণে যে ছুটি চলছে তা শেষ হলে এবং দেশের পরিস্থিতি অনুকূলে আসার পর ঐ সভা অনুষ্ঠিত হবে। স্থগিত হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে সিদ্ধান্ত নেয়ার কথা ছিল এই সভায়।

কাফি পেলেন ইয়ুথ একাডেমি কোচের সনদ

ক্রীড়া প্রতিবেদক
২০০৯ সাল থেকে বিকেএসপিতে কোচ হিসেবে কর্মরত আছেন সাবেক দ্রততম মানব আব্দুল্লাহ হেল কাফী। কাজ করার অভিজ্ঞতা আছে জাতীয় দলেও। তবে কোচ হিসেবে নিজেকে আরও এক ধাপ এগিয়ে নিলেন সাবেক এই অ্যাথলেট। পেয়েছেন ইয়ুথ একাডেমি কোচের সনদ।
অবশ্য সনদ পেতে কোর্স শেষ করতে হয়েছে তাকে। সম্প্রতি সিঙ্গাপুরে আন্তর্জাতিক অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন আয়োজিত চিফ কোচেস ইয়ুথ অ্যাকাডেমির কোর্স সম্পন্ন করেছেন। এর ফলে তিনি যে কোনও জায়গায় দেশের বাইরেও ইয়ুথ একাডেমির হেড কোচ হিসেবে কাজ করতে পারবেন। ২০১৭ সালে সিঙ্গাপুরে ১২জনের সঙ্গে পরীা দিয়েছিলেন কাফি। এরপর দেশের দ্রুততম মানব হাসান মিয়াকে নিয়ে প্রজেক্ট জমা দিয়েছিলেন। এরপর অতিবাহিত হয়েছে অনেকখানি সময়। গত দুই দিন আগেই ইয়ুথ চিফ কোচ পদে পাস করার সনদ হাতে পান তিনি।

প্রিয় ব্যাট নিলামে তুলছেন মোহাম্মদ রফিক

ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়তেই গৃহবন্দী হয়ে পড়েছেন অনেকেই। দেশে চলছে সাধারণ ছুটি। এ অবস্থায় কর্মহীন হয়ে পড়েছে সাধারণ মানুষ। ঘরেও নেই খাবার। তাদের পাশে থাকছেন সহৃদয়বান মানুষেরা। সেই অসহায়দের জন্য কিছু করতে চাইছেন মোহাম্মদ রফিক।
বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার নিলামে তুলছেন অনেক স্মৃতি জড়িয়ে থাকা তার একটি প্রিয় ব্যাট। তেমনটাই জানিয়েছেন রফিক। তিনি বলেন, ‘আমি রফিক। সারা বাংলাদেশের মানুষ করোনাভাইরাসের কারণে অসহায় অবস্থায় রয়েছেন। আমি আমার এই ব্যাটি নিলামের উঠাতে চাইছি। এই ব্যাটে অনেক স্মৃতি জড়িয়ে আছে। এখানে যে অর্থ আসবে সেটা গরিব মানুষের কল্যাণে ব্যয় করা হবে।’ শিগগিরই নিলামে উঠবে রফিকের ব্যাট। যদিও ব্যাটের ভিত্তি মূল্য এখনো ঠিক হয়নি।

এবার ৪ হাজার দিনমজুর পরিবারের পাশে শচিন

ক্রীড়া প্রতিবেদক
ক্রিকেট মাঠের তারকাদের অনেকেই নিজেদের জীবনের আদর্শ মানেন। বিভিন্ন সংকটময় পরিস্থিতিতে সেসব ক্রিকেটাররা সত্যিই কাজ করে আদর্শ ব্যক্তিত্বের মতোই। যেমনটা দেখা যাচ্ছে বর্তমানে উদ্ভূত করোনা পরিস্থিতির মধ্যেও।
ভারতের ক্রিকেট ধর্মের একমাত্র ঈশ্বর শচিন টেন্ডুলকার। তাকে ভালোবেসে পরম পূজনীয় স্থানে জায়গা দিয়েছে ভারতের শত কোটি মানুষ। সে ভালোবাসার প্রতিদান দিতে ভোলেন না শচিন। যেকোন জরুরি মুহূর্তে এগিয়ে আসেন অসহায় মানুষের সাহায্যের জন্য। ব্যতিক্রম নয় সবশেষ করোনা পরিস্থিতিও। তিনি আর্থিক সাহায্য দিয়েছেন ৪ হাজার দিনমজুর পরিবারকে। তবে সাহায্যের অর্থ্যরে পরিমাণ জানাননি শচিন। হাই ফাইভ নামক এক সামাজিক সংগঠনের মাধ্যমে এ সাহায্য দিয়েছেন তিনি। এর আগে প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর করোনা তহবিলে ২৫ লাখ করে মোট ৫০ লাখ রুপি দান করেছিলেন শচিন। এছাড়া মুম্বাইয়ের বিভিন্ন এলাকার অন্তত ৫ হাজার মানুষের এক মাসের খাবারের দায়িত্বও নিয়েছেন তিনি।

করোনা ধরা পড়লো আতলেতিকো ডিফেন্ডারের

ক্রীড়া প্রতিবেদক
কাতালান এক রেডিও দাবি করেছিল, স্প্যানিশ ফুটবলের পাঁচ খেলোয়াড় করোনাভাইরাসে আক্রান্ত। যার মধ্যে নাকি লা লিগা কাবের তিন খেলোয়াড়ও আছে! তখন থেকেই ফিসফাস, সেই তিনজন কারা? স্প্যানিশ ক্রীড়া দৈনিক এএসের খবরে জানা গেল একজনের নাম। করোনা পরীায় ‘পজিটিভ’ ধরা পড়েছে আতলেতিকো মাদ্রিদের ডিফেন্ডার রেনান লোদির।
অনুশীলনের অনুমতি পেয়েছে লা লিগার কাবগুলো। আতলেতিকোও শুরু করতে যাচ্ছে অনুশীলন, তার আগে বুধবার হয়েছে দলের সবার করোনা পরীা। সেখানে লোদির করোনা শনাক্ত হওয়ার খবর দিয়েছে এএস। মাদ্রিদভিত্তিক ক্রীড়া দৈনিকটির দাবি, গত মার্চেই করোনার উপসর্গ দেখা গিয়েছিল ২২ বছর বয়সী এই ব্রাজিলিয়ানের শরীরে। তবে গত সপ্তাহে প্রথমবার করোনা পরীা হয়েছে তার। আর সেখানেই জানা গেছে তিনি ‘পজিটিভ’।

কোমায় থাকা ক্রিকেটার এবার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক
নোভেল করোনাভাইরাস ইতিমধ্যেই প্রাণ কেড়েছে পাকিস্তানের প্রথম শ্রেণির প্রাক্তন এক ক্রিকেটারের। করোনার কবলে পড়েছেন একাধিক বিশ্বখ্যাত ফুটবলার। এবার দণি আফ্রিকার অলরাউন্ডারের শরীরেও মিলল ভাইরাসের হদিস। যে খবর নিজেই জানিয়েছেন ওই ক্রিকেটার।
সোলো এনকোয়েনি। দণি আফ্রিকার এই প্রথম শ্রেণির ক্রিকেটার দীর্ঘদিন ধরেই স্নায়ুর রোগে ভুগছেন। এবার তাঁর করোনা রিপোর্টও এল পজিটিভ। যা উদ্বেগ বাড়িয়েছে দণি আফ্রিকার ক্রিকেট মহলের। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বর্তমানে রয়েছেন স্কটল্যান্ডে। স্নায়ুর যে রোগে তিনি ভুগছেন তাতে শরীরের রোগ প্রতিরোধ মতা কমে যায়। এর মধ্যেই করোনার জীবাণু থাবা বসিয়েছে তাঁর শরীরে।

করোনামুক্ত রিয়ালের অনুশীলন কাল

ক্রীড়া প্রতিবেদক
কাল সোমবার আনুষ্ঠানিকভাবে রিয়াল মাদ্রিদ খেলোয়াড়দের ব্যক্তিগত অনুশীলন সেশন শুরুর আগে গত বুধবার স্কোয়াডের সব সদস্যের করোনাভাইরাস পরীা করা হয়েছে। আর পরীার পর রিয়াল মাদ্রিদ স্কোয়াডকে আপাতত করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। খেলোয়াড় বা স্টাফদের কেউই করোনায় আক্রান্ত না হওয়ায় যথা সময়েই অনুশীলন শুরু করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ।
এই সপ্তাহে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল এবং লা লিগার নিয়মানুযায়ী রিয়াল মাদ্রিদের ভালদেবেবাস ট্রেনিং গ্রাউন্ডকে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। পরে বুধবার স্কোয়াডের সব খেলোয়াড়, জিনেদিন জিদান এবং তার স্টাফদের গত বুধবার একসঙ্গে সেখানেই করোনাভাইরাস পরীা করা হয়। লা লিগার প্রটোকলে অনুশীলন শুরুর আগে দল সংশ্লিষ্ট সবার করোনা পরীার নিয়ম করা হয়েছিল। আর করোনামুক্ত হওয়ার ফলে কাল সোমবার থেকে শুরু হতে যাওয়া অনুশীলনে পুরো দলকেই পাবে রিয়াল মাদ্রিদ।

খাবারের বস্তা কাঁধে টেনে গরিবদের পাশে আফ্রিদি

ক্রীড়া প্রতিবেদক
চারপাশে রু পাথুরে প্রান্তর। অনেক দূরে দু-একটা জীর্ণ ঘর। দেখেই বোঝা যায়, আধুনিক সভ্যতার লেশমাত্র নেই, জীবন সেখানে নির্মম, বেঁচে থাকাটা লড়াই। এই প্রান্তরের লড়াকু মানুষদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন শহীদ আফ্রিদি। খাবারের বস্তা কাঁধে নিয়ে ছুটে গেলেন তাদের পাশে।
করোনাভাইরাস মহামারির শুরু থেকে নিজের ফাউন্ডেশনের মাধ্যমে পাকিস্তানে গরিব-দুঃখী মানুষের সাহায্য করছেন আফ্রিদি। লকডাউনের ফলে খেটে খাওয়া মানুষদের রোজগার বন্ধ হওয়ায় মানবেতর জীবন-যাপন করছেন তারা। তাদের জন্য ‘ফুড ড্রাইভ’ চালু করেছেন পাকিস্তানের সাবেক এ অলরাউন্ডার। দেশের নানা এলাকায় গিয়ে খাবার পৌঁছে দিচ্ছেন তাদের ঘরে। দিচ্ছেন টাকা-পয়সাও।

এখনো দোষ স্বীকার করতে রাজি নন আকমল

ক্রীড়া প্রতিবেদক
ম্যাচ পাতানো ও স্পট ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েও কর্তৃপকে জানাননি উমর আকমল। আইসিসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের দুর্নীতি বিরোধী বিভাগকে সহযোগিতা না করার শাস্তি জুটেছে তাঁর। তিন বছরের জন্য ক্রিকেটের সঙ্গে কোনোভাবেই সংশ্লিষ্ট হতে পারবেন না এই ব্যাটসম্যান। এত বড় শাস্তি পাওয়ার পেছনে কারণ একটিই, এখনো নিজের অপরাধের গুরুত্ব বুঝতে পারছেন না আকমল।
দুটি ভিন্ন ঘটনার জন্য তিন বছরের শাস্তি পেয়েছেন আকমল। ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও না জানানোর ঘটনা কিছুদিন আগেই ক্রিকেট বিশ্বকে ধাক্কা দিয়েছে। সাকিব আল হাসানকে যেমন দুই বছরের শাস্তি পেতে হয়েছে। বাংলাদেশের সাবেক অধিনায়কের শাস্তির এক বছর অবশ্য স্থগিত সাজা। ফলে এক বছর পরই ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। তথ্য না জানানোর অপরাধের েেত্র এর আগে সব সময় এমন স্থগিত সাজা দেওয়ার নজির আছে। কিন্তু আকমলের েেত্র স্থগিত শাস্তির কোনো ব্যবস্থা রাখা হয়নি।