বিনোদন ডেস্ক
করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলছে। এ কারণে দেশটির সকল ইন্ডাস্ট্রির সিনেমা ও টিভি ধারাবাহিকের শুটিং বন্ধ। ঘরে বসে নানা কাজ করে সময় কাটাচ্ছেন অভিনয়শিল্পীরা। তবে দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা আক্কিনেনি নিজেকে অভিনয়ের মধ্যেই ব্যস্ত রেখেছেন। জনপ্রিয় ব্রিটিশ অভিনেত্রী হেলেন মিরেনের কাছে অভিনয় শিখছেন তিনি। ফটো শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে অনলাইনে হেলেন মিরেনের কাছে কাস করার একটি ছবি পোস্ট করেন সামান্থা। ক্যাপশনে লিখেছেন, ‘যখন আপনার এক ঘণ্টা এক হাজার গুণ বেশি ফলদায়ক হয়, সেটি দেখানো উচিত। অপেক্ষা করুন এবং দেখুন, আমি এখন সত্যিই অনেক ভালো অভিনয় করব। যদি না করি তাহলে এই পোস্ট মুছে ফেলব।’
তবে ভক্তদের মতে, এখনই অনেক ভালো অভিনয় করেন সামান্থা। অভিনয় গুণেই তামিল ও তেলেগু ইন্ডাস্ট্রিতে জায়গা করে নিয়েছেন তিনি। ইয়ে মায়া চেসাব, এগা, মেরসাল, রাঙ্গাস্থালাম সিনেমায় অভিনয় করে তিনি বিশেষ খ্যাতি পেয়েছেন। গত বছর সুপার ডিলাক্স সিনেমায় তার অভিনয় দর্শক-সমালোচকদের মুগ্ধ করেছে।