স্টাফ রিপোর্টার:
২৭৭ মসজিদের ৮৩১ জন ইমাম ও মুয়াজ্জিন ও খাদেমদের পাশো দারিয়েছে মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। খুলনা তিন আসনের সংসদ সদস্য ও শ্রম কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নির্দেশনায় যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের উদ্যোগে এই কর্মসূচী বাস্তবায়ম করা হয়।
খুলনা মহানগর যুবলীগের সদস্য আব্দুল কাদের শেখ এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন, শুক্রবার সকাল থেকে যুবলীগের নেতা কর্মীরা খালিশপুর ও দৌলতপুর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেম দের বাড়ী বাড়ী গিয়ে এই খাদ্য সামগ্রী পৌছে দেন। খাদ্য সামগ্রীর মাঝে রয়েছে চাল, ডাল, তেল, ছোলা, চিড়া, চিনি, দুধ, সেমাই, লাউ, কুমড়া, ইত্যাদি।
পর্যায় ক্রমে মহানগরীর অন্যান্য এলাকার ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাঝেও খাদ্য সামগ্রী বিতরন করা হবে বলে জানান, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক, শেখ শাহজালাল হোসেন সুজন।
তিনি আরো বলেন, বর্তমান পরিস্থিতিতে আমরা নগরী জুড়ে বিভিন্ন ত্রাণ কার্যক্রম শুরু করেছি। যার অংশ হিসেবে এই কার্যক্রম চলছে।