ডুমুুরিয়া প্রতিনিধি:
ডুুমুরিয়ায় গলা কেটে হত্যার উদ্দেশ্যে সৎ ভাই ও ভাইপোর ছুরিকাঘাতে গুরত্বর জখম হয়েছে আরশাব আলী সরদার (৪৫) নামের এক কৃষক। এদিকে ওই কৃষককে বাঁঁচাতে গিয়ে একই পরিবারের ্আরো দুু‘মহিলা রক্তাত্ব জখম হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার হাসানপুর সরদার বাাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহত’র পরিবার সুত্রে জানা যায় উপজেলার হাসানপুর এলাকায় মৃত হানেফ সরদারের ছেলে আরশাব আলী সরদারের সাথে তার সৎ ভাই আনোয়ার ওরফে আনার সরদার ও ভাইপো মহিদুল সরদারের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। তারই জেরধরে ঘটনার রাতে আরশাব আলী সরদার রাত অনুমান ১২ টার দিকে নিজ মৎস্য ঘের থেকে বাড়ী ফেরা পথে ওৎ পেতে থাকা প্রতিপক্ষ পরিকল্পিতভাবে দা, ছুরি লাঠিসোঠা নিয়ে আরশাব আলীকে ধরে হত্যার উদ্দেশ্য তার গলা, মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে। এতে সে গুরুত্ব আহত হয়ে মাটিতে পড়ে যায়।
খবর পেয়ে আরশাব স্ত্রী নাসরিন বেগম ও শ্বাশুড়ী নাসিমা বেগম ঘটনা স্থলে এসে পৌছালে তাদের উপরও হামলা চালানো হয়। এ সময় তারা মা-মেয়েও গুরুত্বর জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই রাতে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিলো।