করোনায় কর্মহীন শীতলামাতার সেবকবৃন্দের পাশে অ্যাড. সাইফুল ইসলাম

6
Spread the love

স্টাফ রিপোর্টার

শীতলা বাড়ী মন্দির প্রাঙ্গনে শুক্রবার সকাল ১১টায় কর্মহীন মানুষের মাঝে শীতলা মাতার সেবকবৃন্দ কর্তৃক আয়োজিত উপহার সামগ্রী বিতরণ করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ মোঃ সাইফুল ইসলাম

এবং জেড. এ. মাহমুদ ডন, কাউন্সিলর, ২৭নং ওয়ার্ড, খুলনা সিটি কর্পোরেশন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুজিত সাহা, তপন ব্যানার্জী, অরবিন্দ সাহা, উত্তম সাহা, বাবলা সাহা, অশোক সরকার, গৌতম লস্কর, অসিত বরন বিশ্বাস, অসিত চক্রবর্তী, লিটন ঘোষ,

দিনেশ দাস, বিপ্লব গং, প্রবীর সাহা, সুবোধ দাস, ইঞ্জিনিয়ার অশোক কুমার দাস, তাপস সাহা, সমীর চক্রবর্তী, কালু সাহা, ভজন সাহা, সন্তোষ দাস, আনন্দ দাস, সিদ্ধাত ব্যানার্জি প্রমুখ।