আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত তুরস্ক

6
Spread the love

ক্রীড়া প্রতিবেদক

হুহু করে দেশটিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সে সঙ্গে বাড়ছে মৃত্যুও। তুরস্কে এরই মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত এক লাখ ৩১ হাজার ৭৭৪জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৫৮৪ জনের। এমন পরিস্থিতিতেও আগামী আগস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল আয়োজনে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে তুরস্ক।
গত মার্চে করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ইউরোপিয়ান লিগগুলো স্থগিত ঘোষণা করা হয়। একই সঙ্গে স্থগিত হয়ে যায় চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোও। মে মাসের শেষ দিকে এসে কথা ছিল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল অনুষ্ঠিত হওয়ার। কিন্তু করোনার কারণে সেই ফাইনাল স্থগিত করে দেয়া হয়। তুরস্কের ইস্তামবুলের আতাতুর্ক স্টেডিয়ামে চলতি মাসেই ৩০মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু স্থগিত হওয়ার কারণে কবে সেই ফাইনাল অনুষ্ঠিত হবে তার কোনো নিশ্চয়তা নেই। কারণ, ফাইনালের আগে এখনও কয়েকটা ধাপ পেরুতে হবে চ্যাম্পিয়ন্স লিগকে। এরপরই না ফাইনালের কথা। তবুও পরিবর্তিত পরিস্থিতিতে আগামী আগস্টেই চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজনে প্রস্তুত বলে দাবি করেছে তুরস্ক ফুটবল ফেডারেশন। অথচ উয়েফার প থেকে চ্যাম্পিয়ন্স লিগ পুনরায় শুরু করার বিষয়ে কোনো কিছু বলা হয়নি এখনও। যদিও আগামী ২৭ মে এ বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আগে থেকেই উয়েফার একটা পরিকল্পনা রয়েছে ২৯ আগস্ট চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল আয়োজন করা যায় কি না- এ ব্যাপারে।
একইসঙ্গে করোনা পরবর্তী সময় দেশে ফুটবল ফেরাতে উদ্যোগী তুরস্ক প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ পুনরায় চালু হচ্ছে আগামী ১২ জুন থেকে। বুধবার এক বিবৃতিতে সেকথা জানিয়েছেন তুরস্ক ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট নিহাত ওজদেমির। তিনি আরও জানান তুরস্কের প্রিমিয়র ডিভিশন ফুটবল লিগ ২৬ জুলাইয়ের মধ্যে শেষ করার ল্য নিয়ে এগোচ্ছেন তারা। গত মার্চেই বন্ধ হয়ে গিয়েছিল তুর্কি প্রিমিয়ার লিগ।

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বার্সা নারী দল

ক্রীড়া প্রতিবেদক

মরনঘাতী করোনভাইরাসের কারণে স্প্যাানিশ নারী ফুটবলের প্রিমিয়ার ডিভিশনের ২০১৯-২০ মৌসুম কেটে ছোট করা হয়েছে। আর তাতেই মৌসুম শেষে লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনা নারী দল।
বার্সেলোনা বর্তমানে এ্যাথলেটিকো মাদ্রিদের থেকে ৯ পয়েন্ট এগিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে। গত তিন মৌসুমে প্রিমিয়ার ডিভিশনের শিরোপা জিতেছিল এ্যাথলেটিকো নারী দল। করোনার কারনে গত মার্চে লিগ বন্ধ হবার আগ পর্যন্ত মৌসুম শেষ হতে আর ৯টি ম্যাচ বাকি ছিল। বার্সেলোনাকে চ্যাম্পিয়ন ঘোষনার সিদ্ধান্তের বিষয়টি স্প্যানিশ ফুটবল কর্তৃপ নিশ্চিত করেছে, কারন ইতোমধ্যেই নারীদের লিগ আর মাঠে গড়ানোর কোন সম্ভাবনা নেই বলেই তারা জানিয়ে দিয়েছে। ২০১৫ সালের পর এই প্রথমবারের মত লিগ শিরোপা জয় করলো বার্সা নারী দল। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিঁওর কাছে পরাজিত হয়ে রানার্স-আপ হয়েছিল। স্প্যানিশ ফুটবলের সর্বোচ্চ সংস্থা এই মুহূর্তে লিগের শীর্ষ দলকে চ্যাম্পিয়ন ঘোষনা সিদ্ধান্ত নিলেও নারীদের লিগে এবার কোন দল রেলিগেশনে যাবে না বলেই জানিয়ে দিয়েছে। এস্পানিয়ল ও ভ্যালেন্সিয়া রয়েছে তলানিতে।
আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের নামে খেলতে নামা সিডি ট্যাকন অভিষেকেই ১০ম স্থান লাভ করেছে। যদিও শীর্ষ লিগে উন্নীত হবার বিষয়টি থাকছে। আগামী মৌসুমে দল বাড়িয়ে ১৮ করা হয়েছে। যে কারনে এইবার ও সিডি সান্তা শীর্ষ লিগে খেলার সুযোগ পাচ্ছে। এদিকে পুরুষ ফুটবলের দুটি শীর্ষ বিভাগের লড়াই জুনে পুনরায় শুরু করার পরিকল্পনা করছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। চলতি সপ্তাহে কাবগুলো অনুশীলনে ফিরেছে। তবে অন্যান্য ঘরোয়া লিগগুলোর কিভাবে ইতি টানা যায় তা নিয়ে দু:শ্চিন্তায় রয়েছে স্প্যানিশ ফেডারেশন।

হকি খেলোয়াড়দের কল্যাণ সমিতির উপহার

ক্রীড়া প্রতিবেদক

হকির অনেক খেলোয়াড়ই আছেন যারা এখন সবচেয়ে বেশি তিগ্রস্ত। কারণ করোনাভাইরাসের লকডাউনে তাদের উপার্জনের সব পথই এখন বন্ধ। কেউ কেউ বেঁচে থাকার তাগিদে পাশে দাঁড়ানোর আকুতি জানিয়েছিলেন। অবশেষে তাদের পাশে এসে দাঁড়িয়েছে হকি খেলোয়াড় কল্যাণ সমিতি।
গতকাল বৃহস্পতিবার মওলানা হকি স্টেডিয়ামে অসহায় খেলোয়াড়দের ‘উপহার’ সামগ্রী তুলে দিয়েছেন এর কর্মকর্তারা। শুধু অসহায় বর্তমান খেলোয়াড়েরাই নন, সাবেকরাও এই উপহার পেয়েছেন। খেলোয়াড় কল্যাণ সমতিরি উপদেষ্টা আবু সায়েম শাহীন এসব উপহার তুলে দেন। কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল্লাহ টিটু এই উদ্যোগ সম্পর্কে বলেছেন, ‘আমরা আপাতত ঢাকায় থাকা অসহায় হকি খেলোয়াড়দের সাহায্য করতে পেরেছি। সব মিলিয়ে ২০০ খেলোয়াড়ের হাতে উপহার তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ঢাকার বাইরের খেলোয়াড়দেরও সাহায্য করার ইচ্ছা রয়েছে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণ হতে পারে আজ

ক্রীড়া প্রতিবেদক

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি আর মাত্র ৫ মাস। আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে কি হবে না তা নিয়ে এখনও রয়েছে ঘোর সংশয়। চারপাশ থেকেই দাবি উঠছে বিশ্বকাপটা পিছিয়ে দেয়ার জন্য। কিন্তু আইসিসি এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি।
করোনাভাইরাসের মহামারি শুরুর পর ভিডিও কনফারেন্সের মাধ্যমে যতবারই আইসিসি বৈঠক হয়েছে, সবগুলোতেই ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যালোচনা করেই তবে সিদ্ধান্ত নেবে। আপাতত সময় যেভাবে চলছে, চলতে থাকুক। তবুও শঙ্কা কাটছে না। চারদিক থেকে আইসিসির ওপরও চাপ তৈরি হচ্ছে। এমতাবস্থায় টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্য নির্ধারণে ভাবতে বাধ্য হচ্ছে আইসিসি। আজ শুক্রবার তারা টেলি কনফারেন্সে বৈঠক করবে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সাথে। একটাই এজেন্ডা, টি-টোয়েন্টি বিশ্বকাপের সম্ভাবনা নিয়ে আলাপ করা।

এবার মুক্তিযোদ্ধাদের পাশে তামিম-অপু

ক্রীড়া প্রতিবেদক

করোনা সংক্রমণে সবচেয়ে বেশি বিপর্যস্ত নারায়ণগঞ্জ জেলা। সেই জেলারই সন্তান, ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। সংক্রমণের শুরু থেকেই নিজ এলাকার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। তার সঙ্গে হাতে হাত রেখে কাজ করছেন জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবালও। এবার দুজনেই মুক্তিযোদ্ধাদের সাহায্যে এগিয়ে এসেছেন।
বুধবার নারায়ণগঞ্জের ফরাজিকান্দা এলাকায় ১৫ মুক্তিযোদ্ধাকে তারা স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিয়েছেন। দেশের মধ্যে রাজধানী ঢাকার পরেই নারায়ণগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তাই ভাইরাসের প্রাদুর্ভাব ছড়ানোর প্রায় শুরুর দিকেই জেলাটিকে লকডাউন ঘোষণা করে স্থানীয় প্রশাসন। সেই জেলার একজন বাসিন্দা হিসেবে করোনাকালে অসহায়দের পাশে ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন নাজমুল ইসলাম অপু। সঙ্গী হিসেবে পেয়েছেন এলাকার আরও ১৪ জনকে। অপুর এই উদ্যোগে পরে যোগ দিয়েছেন তামিম।

মিলিয়ন রুপিতে বিক্রি হলো আজহারের ব্যাট-জার্সি

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের মতো এবার পাকিস্তানের ক্রিকেটাররাও মানবতার ডাকে সাড়া দিয়ে নিলামে তুলছেন ব্যাট। করোনাভাইরাসে তিগ্রস্তদের পাশে দাঁড়াতেই এমন উদ্যোগ। আজহার আলি এই লড়াইয়ে বেশ চড়া মূল্যেই বিক্রি করলেন তার ব্যাট-জার্সি।
নিজের ট্রিপল সেঞ্চুরি হাঁকানো ব্যাট ও ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারতকে হারানো ম্যাচের জার্সি নিলাম তুলেন পাকিস্তানের টেস্ট অধিনায়ক আজহার আলি। তা থেকেই ২.২ মিলিয়ন পাকিস্তানি রুপি পেলেন তিনি। যা ব্যয় হবে দুস্থ মানুষের পেছনে। পাকিস্তান দলের স্বারসহ নিজের প্রিয় ব্যাট ও জার্সিটি নিলামে তুলতেই বেশ সাড়া পেয়েছেন আজহার আলি। ব্যাট ও জার্সি প্রতিটির ভিত্তিমূল্য ছিল ১ মিলিয়ন পাকিস্তানি রুপি।

ব্রাভোর ফ্র্যাঞ্চাইজি একাদশে সাকিব

ক্রীড়া প্রতিবেদক

সব ধরনের ক্রিকেট টুর্নামেন্ট এখন বন্ধ। নেই অনুশীলনের কোনো ব্যস্ততা। এক রকম ঘরে বসেই কাটছে ক্রিকেটারদের সময়। ডোয়াইন ব্রাভোও অন্য সবার মতো ঘরবন্দী। জিমের সঙ্গে ঘরে বসে গান লেখা ও গাওয়ার শখটাও পূরণ করছেন। লকডাউনে অলস সময় পার করতে শেন ওয়ার্ন ও আকাশ চোপড়ার মতো অনেকেই দিয়েছেন নিজের পছন্দের একাদশ।
এবার তাদের সঙ্গে যোগ দিলেন ডোয়াইন ব্রাভো। বেছে নিলেন সেরা ফ্র্যাঞ্চাইজি একাদশ। ক্যারিবিয়ান এই তারকা অলরাউন্ডারের একাদশে জায়গা করে নিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্রাভোর সেরা ফ্র্যাঞ্চাইজি একাদশ : শচীন টেন্ডুলকার, অ্যারন ফিঞ্চ, সুরেশ রায়না, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, রবি রামপল, কেন রিচার্ডসন ও স্যামুয়েল বদ্রি। রিজার্ভ বেঞ্চ: গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস ও ড্যারেন ব্রাভো।

উহানে টেনিস ফিরেছে

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বব্যপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে পরিচিত উহানে ধীরে ধীরে জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করেছে। আর তারই ধারাবাহিকতায় এ মাসের শুরু থেকে খুলে দেয়া হয়েছে উহান ওপেনের ভেন্যু উহান টেনিস কোর্টটি।
পোস্টটিতে বলা হয়েছে, ‘আমাদের কোর্ট ১মে থেকে খুলে দেয়া হয়েছে। এখানে ব্যপক হারে টেনিস, সকার ও বাস্কেটবল খেলা শুরু হবে। ডব্লিউটিএ ট্যুরে শীর্ষ ৫টি টুর্নামেন্টের মধ্যে উহান ওপেন একটি। ২০১৪ সাল থেকে এই টুর্নামেন্ট শুরু হয়। মধ্য চীনের সবচেয়ে জনবহুল শহর হুবেই প্রদেশের রাজধানী উহান, দুইবারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী লি না’র জন্মভূমি।’ ২০১৯ সালের সর্বশেষ টুর্নামেন্টটি জিতেছিলেন বেলারুশের আরিয়ান সাবালেঙ্কা।

মহারাজ হতে চান দণি আফ্রিকার অধিনায়ক

ক্রীড়া প্রতিবেদক

গত ফেব্রুয়ারিতে দণি আফ্রিকার অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান ফাফ দু প্লেসি। তার জায়গায় ওয়ানডে ও টি-টোয়েন্টিতে স্থায়ী অধিনায়ক করা হয়েছে উইকেটরক ব্যাটসম্যান কুইন্টন ডি কককে। তবে এখনও খালি রয়েছে টেস্ট অধিনায়কের পদ।
আর এ দায়িত্বের জন্য নিজেকে যোগ্য মনে করছেন বাঁহাতি স্পিনার কেশব মহারাজ। পেসারদের আধিপত্যের মধ্যে দণি আফ্রিকার স্পিন ডিপার্টমেন্টে সবেধন নীলমণি হিসেবে রয়েছেন মহারাজ। যিনি এরই মধ্যে খেলে ফেলেছেন ৩০টি টেস্ট। তবে শুধু টেস্ট ফরম্যাটেই নয়, দণি আফ্রিকাকে তিন ফরম্যাটেই এগিয়ে নিতে চান মহারাজ। যদিও সম্ভাব্য অধিনায়কের তালিকায় নেই তার নাম। এখনও পর্যন্ত প্রোটিয়াদের সম্ভাব্য অধিনায়ক হিসেবে শোনা গিয়েছে টেম্বা বাভুমা, ডিন এলগার এবং এইডেন মারক্রামের নাম।

করোনাভাইরাসে আক্রান্ত সলো কুইনিকে

ক্রীড়া প্রতিবেদক

একের পর এক দুঃসংবাদ যেন পিছুই ছাড়ছে না দণি আফ্রিকান অলরাউন্ডার সলো কুইনিকে। গত ১২ মাসে তার জীবনে ঘটে গেছে নানান অসুখ-বিসুখের আবির্ভাব। সবশেষ তিনি আক্রান্ত হলেন মহামারী করোনাভাইরাসে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে কোভিড-১৯ পজিটিভ হওয়ার খবর নিজেই দিয়েছেন কুইনি। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে করোনা আক্রান্ত হলেন কুইনি। তার আগে পাকিস্তানের জাফর সরফরাজ এবং স্কটল্যান্ডের মাজিদ হক কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন।

করোনা কেড়ে নিলো রিয়ালের আরো এক সাবেক কর্মকর্তার প্রাণ

ক্রীড়া প্রতিবেদক

স্পেনে মৃত্যুর মিছিলে যোগ হলেন রিয়াল মাদ্রিদের আরো এক সাবেক কর্মকর্তা। অ্যামাডোর সুয়ারেজ ভিয়া নামের সাবেক এই সহ-সভাপতি ৪০দিন হাসপাতালে থেকে করোনাভাইরাসের সঙ্গে লড়াই করলেন। শেষ পর্যন্ত লড়াইতে হেরে গেলেন তিনি।
মৃত্যুকালে অ্যামাডোরের বয়স হয়েছিল ৭৬ বছর। ২০০৬ থেকে ২০০৯ সালে রিয়াল সভাপতি র্যামন কালদেরনের সময়কালে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। করোনা আক্রান্ত হয়ে এর আগে মৃত্যু বরণ করেছিলেন লরেঞ্জো স্যাঞ্জ। তারও মৃত্যু হয়েছিল ৭৬ বছর বয়সে। এছাড়া আরো এক সাবেক প্রেসিডেন্ট ফার্নান্দো মার্টিন আলভারেজ খুব সিরিয়াস অবস্থায় চলে গিয়েছিলেন। আইসিইউতে গিয়ে বলতে গেলে মৃত্যুর দরজা থেকে ফিরে এসেছিলেন তিনি।

প্রস্তুতি শুরু অস্ট্রেলিয়ার

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের বিরুদ্ধে সতর্ক হয়েই এ মাসের শেষে অস্ট্রেলিয়া দলের প্রাক-মৌসুম প্রস্তুতি শুরু করে দিতে চলেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। সিডনি মর্নিং হেরাল্ডের প্রতেবদন অনুযায়ী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. জন অর্চার্ড এবং স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের প্রধান অ্যালেক্স কুন্টুরিসের পর্যবেণ মতোই অনুশীলন সূচি সাজাচ্ছে সিএ। আর এই দুজন অন্য ক্রিকেট খেলুড়ে দেশের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে কাজ করছেন, অস্ট্রেলীয় সরকারের বিভিন্ন কমিটিতে আছেন, আবার আইসিসির সঙ্গে মিলেও ক্রিকেট মাঠে ফেরানোর উপায় খুঁজছেন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার স্পোর্টস সায়েন্স ও স্পোর্টস মেডিসিনের প্রধান মনে করেন, যেহেতু কোভিড-১৯ উত্তর বিশ্বে শারীরিক দূরত্ব বজায় রাখার বিষয়টি সমাজে বাধ্যতামূলক হয়ে উঠতে যাচ্ছে, সেজন্য ক্রিকেট মাঠে উদযাপনেরও অন্য ধরন খুঁজতে হবে। ‘আপনি আর হয়তো হাই-ফাইভ দেখতে পাবেন না, আর হয়তো দেখবেন না সতীর্থরা কোনও খেলোয়াড়ের চুলে হাত বুলোচ্ছে। খেলোয়াড়দের হাডলও হবে দূরত্ব মেনে। যতদিন পর্যন্ত না টিকা বা কোনও প্রতিষেধক আসছে, এই নিয়মই মেনে চলতে হবে।’
কুন্টুরিস জানেন, অনেক বিষয়ই আছে যা রাতারাতি বদলে ফেলা কঠিন, তবে নতুন কিছুর চর্চা শুরু হলে মানুষ আস্তে আস্তে অভ্যস্ত হয়ে ওঠে, ‘আমি মনে করি উদযাপনের ভিন্ন উপায় আমাদের খুঁজে বের করতে হবে, এ ব্যাপারে তাদের আরও সৃষ্টিশীল হতে হবে।’

ওয়ার্নারের আইপিএলের সেরা একাদশে নেই ওয়াটসন-মালিঙ্গা

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট বিশ্বের বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন তিনি। তবে পরিস্থিতির দাবি মিটিয়ে খেলতেও জুড়ি নেই ডেভিড ওয়ার্নারের। ২০০৯ সাল থেকে খেলছেন আইপিএলে। অসংখ্য খেলোয়াড়ের সঙ্গে কিংবা বিপে খেলেছেন তিনি। সেখান থেকে অস্ট্রেলিয়ান ওপেনার বেছে নিয়েছেন তার আইপিএলের সেরা একাদশ।
ওয়ার্নারের সেরা আইপিএল একাদশ: ডেভিড ওয়ার্নার, রোহিত শর্মা, বিরাট কোহলি, সুরেশ রায়না, হার্দিক পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, মহেন্দ্র সিং ধোনি, মিচেল স্টার্ক, জসপ্রিত বুমরা, আশীষ নেহরা, কুলদীপ যাদব/যুজবেন্দ্র চাহাল।

১৬মে থেকে আবার মাঠে বুন্দেসলিগা

ক্রীড়া প্রতিবেদক

কথা ছিল গতকালই সিদ্ধান্ত হবে কত তারিখ থেকে আবার মাঠে নামবে করোনাভাইরাসের কারণে থেমে থাকা বুন্দেসলিগা। অবশেষে ১৬ মে দর্শকশূন্য বুন্দেসলিগা পুনরারম্ভের সিদ্ধান্ত হলো। প্রথম দিনেই আছে ‘ডার্বি’ ম্যাচ, বরসিয়া ডর্টমুন্ডের মুখোমুখি শালকে। চার পয়েন্টের ব্যবধানে শীর্ষে থাকা বায়ার্ন মিউনিখ রবিবার খেলতে যাবে ইউনিয়ন অব বার্লিনে। এখনও বেশিরভাগ দলের ৯টি করে ম্যাচ বাকি আছে। ইউরোপের বড় লিগগুলোর মধ্যে বুন্দেসলিগাই আবার শুরু হতে যাচ্ছে প্রথম এবং এটি শেষ হবে ২৭-২৮ জুন।
জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফএল) জানিয়েছে, কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণ করেই আবার শুরু হচ্ছে এই লিগ। স্টেডিয়ামে দর্শক নিষিদ্ধ এবং সব খেলোয়াড়কেই কোভিড-১৯ পরীা দিয়ে পেতে হবে খেলার ছাড়পত্র। ম্যাচের দিন অবশ্য স্টেডিয়ামের ভেতর ও বাইরে মিলিয়ে মোট তিন অঞ্চলে ১০০জন করে মোট ৩০০ ব্যক্তির প্রবেশাধিকার থাকবে। গত ১৩ মার্চ থেকে স্থগিত আছে বুন্দেসলিগা। কাবগুলো ছোট ছোট দলে ভাগ হয়ে আবার অনুশীলন শুরু করেছে এপ্রিলের মাঝামাঝি থেকে।

অনুশীলনের আগে করোনা টেস্ট করালেন মেসি-বেলরা

ক্রীড়া প্রতিবেদক

দুই মাস ধরে ঘরবন্দী ছিলেন লিওনেল মেসি। বৈশ্বিক কোভিড-১৯ মহামারীর কারণে ১৩ মার্চের পর প্রিয় কাবের ট্রেনিং গ্রাউন্ডে যাওয়া হয়নি তার। অবশেষে করোনা লকডাউনে অবরুদ্ধ আর্জেন্টাইন এই সুপারস্টার ফিরলেন অনুশীলন গ্রাউন্ডে।
স্থানীয় সময় বুধবার সকালে মাস্ক ও হ্যান্ড গ্লাভস পরে ন্যু ক্যাম্পের অনুশীলন গ্রাউন্ডে হাজির হন বার্সার এ প্রাণভোমরা। করোনাভাইরাস টেস্ট করাতে রক্তের নমুনা দেন কাতালান এই ফুটবল জাদুকর। করোনা টেস্ট করান লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচ কেমেন্ট লেঙ্গলেট, মার্ক-আন্দ্রে টার স্টেগেন, সার্জি রবার্তো, ফ্রেঙ্কি ডি জং, নেলসন সেমেডো, আর্থার মেলো ও মার্টিন ব্রাফেট।

করোনাকে হারিয়ে সুস্থ পাওলো দিবালা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাস কিছুতেই পিছু ছাড়ছিল না তার। প্রাণঘাতী এ ভাইরাসে ভুগেছেন এক মাসেরও বেশি সময়। তবেই মিলেছে মুক্তি। জুভেন্টাসের তারকা ফুটবলার পাওলো দিবালা এখন পুরোপুরি সুস্থ।
ইতালিয়ান জায়ান্ট কাব জুভেন্টাস বুধবার এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টাইন ফরওয়ার্ডের সর্বশেষ দুইবারের কোভিড-১৯ পরীার রিপোর্টই নেগেটিভ এসেছে। সুস্থ হয়ে উঠায় ২৬ বছরের এই সুপারস্টারকে এখন আর হোম আইসোলেশনে থাকতে হবে না। ২১ মার্চ দিবালা প্রথম নিশ্চিত করেন, তিনি এবং তার প্রেমিকা ওরিয়ানা সাবাতিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের তিন ফুটবলার করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

ব্রাজিলিয়ান কাব ফামেঙ্গোর তিন ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের একজনের মধ্যেও কোভিড-১৯-এর কোনো লণ দেখা যায়নি।
কোপা লিবের্তাদোরেস চ্যাম্পিয়ন কাবটির প থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হয়েছে। তারা জানিয়েছে, কাবটির ফুটবলার, তাঁদের পরিবার ও বাসায় কাজ করা লোকসহ মোট ২৯৩ জনের কোভিড-১৯ পরীা করানো হয়। এর মধ্যে ৩৮ জনের করোনা পজিটিভ এসেছে। যাতে তিনজন ফুটবলার রয়েছেন। অবশ্য ফুটবলারদের পরিচয় জানায়নি রিও দে জেনেইরোর কাবটি।