স্টাফ রিপোর্টার:
সচেতনতা বৃদ্ধিতে এবং করোনা আক্রান্ত পরিবারের দূর্ভোগ লাঘবে কাজ করছে খুলনা মহানগর যুবলীগ। এর অংশ হিসেবে খুলনা মহানগরীর করোনা আক্রান্তদের পরিবার ও লক ডাউনকৃত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য করছেন তারা। পাশাপাশি উপজেলা পর্যায়ে যারা আক্রান্ত হচ্ছেন তাদের পরিবার এবং আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের পরিবারসহ লক ডাউনকৃত পরিবারদের খাদ্য সামগ্রী ও আর্থিক সাহায্য শুরু করেছে যুবলীগ।
যার অংশ হিসেবে বৃহষ্পতিবার সকালে খুলনার রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা আক্রান্ত স্বাস্থ্য কর্মী শাহারুল আসলাম, আব্দুল্লাহ আল মামুন, নাসরিন বেগমকে খাদ্য সামগ্রী পাঠানো হয়েছে। খুলনা মহানগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ উদ্যোগে এই খাদ্য সামগ্রী পৌছে দেওয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ:রাজ্জাক শেখ, ইউনিয়ন যুবলীগের আহবায়ক আ:মজিদ শেখ সহ দলীয় নেতাকর্মীরা।
নগর যুবলীগের ইফতার বিতরণ
স্টাফ রিপোর্টার:
পবিত্র মাহে রমজানে বর্তমান করোনা সংক্রমন পরিস্থিতিতে ন্মিম আয়ের মানুষকে ইফতার সামগ্রী বিতরণ করছে খুলনা মহানগর যুবলীগ। এর অংশ হিসাবে ৩০নং ওয়ার্ডে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বৃহষ্পতিবার ৩০নং ওয়ার্ড কউন্সিলরের কার্যালয়ে নিম্ম আয়ের মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড কাউন্সিলর এস এম মোজাফফর রশিদী রেজা, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন, কমরুল ভাই, আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, মসিউর রহমান সুমন, ওয়ার্ড যুবলীগের আহবায়ক মোঃ রিপন, ইলিয়াস হোসেন লাবু, ইমরুল ইসলাম রিপন, কে এম ”ঞ্চল, আসাদুজ্জামান, জুয়েল, ফরাজী প্রমূখ। ৩১নং ওয়ার্ড যুবলীগের কর্মী রফিকুল ইসলাম রফিক ও ইমাজ উদ্দিন রিপনের উদ্দ্যোগে প্রায় দুই শতাধিক নিম্ম আয়ের মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
৩১নং ওয়ার্ডে নগর যুবলীগের সবজি বিতরণ
স্টাফ রিপোর্টার:
নগর জুরে মহানগর যুবলীগের সবজি বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে আজ সকালে ৩১নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে সবজি বিতরণ করা হয়। ওয়ার্ড যুবলীগ নেতা রবিউল ইসলাম রবির উদ্যোগে রূপসা ব্রীজের নিচে ২৫০ জন মানুষের নিকট সবজি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, নগর যুলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, ৩১নং ওয়ার্ড কাউন্সিলর আরিফ হোসেন মিঠু, কামরুল ভাই, আব্দুল কাদের শেখ, অভিজিৎ চক্রবর্তী দেবু, শামীমুর রহমান শামীম, আরীফুর রহমান আরীফ, এনামূল হোসেন, রাশেদ, রাফী আহমেদ রণি, তাজমুল কবীর তাজু প্রমূখ।