কয়রার ইউএনও এবং থানার ওসি’র নিকট সংসদ সদস্য বাবু’র মেডিক্যাল সামগ্রী বিতরণ

3
Spread the love


কয়রা প্রতিনিধি:

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু গত মঙ্গলবার দুপুরে কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও কয়রা থানা পরিদর্শন করেন। এ সময় তিনি কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিমুল কুমার সাহার নিকট ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রবিউল হোসেনের নিকট থার্মাল স্ক্যানার বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন কয়রা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান এ্যাডঃ  কমলেশ  কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বালা, কৃষি অফিসার মিজান মাহমুদ, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রশান্ত পাল, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ, মৎস্য কর্মকর্তা এস এম আলাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রশিদ খান, সমাজ সেবা কর্মকর্তা অনাথ কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরদার, ইউপি চেয়ারম্যান  আলহাজ্ব আমির আলী গাইন, আব্দুর সাত্তার পাড়, আলহাজ্ব সরদার নূরুল ইসলাম কোম্পানী, এইচ এম হুমায়ুন কবির, আব্দুল্লাহ আল মামুন লাভলু, খুলনা জেলা যুবলীগ নেতা শামীম সরকার, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, কয়রা উপজেলা ছাত্রলীগ সভাপতি শরিফুল ইসলাম টিংকু, সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) আমিনুল হক বাদল, সহ-সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।