মা হয়েছেন কোয়েল

3
Spread the love

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো মাতৃত্বের স্বাদ পেয়েছেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক। মঙ্গলবার ভোরে তার কোলজুড়ে আসে ফুটফুটে একটি পুত্র সন্তান। কোয়েলের মা স্থানীয় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। ভোর সাড়ে ৫টার দিকে দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে পৃথিবীর আলো দেখে কোয়েলের সন্তান। চিকিৎসকরা জানিয়েছেন, মা ও সন্তান দু’জনেই সুস্থ আছে।

ফেব্রুয়ারি মাসের শুরুতেই কোয়েল মল্লিক নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। স্বামী নিশপাল সিং রানের সঙ্গে নিজের একটি ছবি দিয়ে তৈরি পোস্টকার্ডের মাধ্যমেই জানালেন অন্তঃসত্ত্বা তিনি। ওই ঘোষণায় তিনি জানান, আমার মধ্যে এক নতুন জীবনের হৃদস্পন্দন শুনতে পাচ্ছি।…. আমাদের সন্তানের অপেক্ষায় রয়েছি। এই গ্রীষ্মেই সে আসতে চলেছে।

২০১৩ সালে পাঞ্জাবি এবং বাঙালি মতে নিশপাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল মল্লিক।