বাবুল আক্তার, পাইকগাছা:
পাইকগাছার গদাইপুর ইউনিয়নের করোনা ভাইরাসে ঘর বন্দি কর্মহীন অসহায় পালপাড়ার অধিবাসীরা মানবেতর জীবন যাপন করছে। সামান্য সরকারি সহযোগিতা পেলেও সংসার নির্বাহ করা দুরহ হয়ে পড়েছে। এমতাবস্থায় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন তারা।
জানা যায়, হিতামপুরের পালপাড়ার ৫০ পরিবার মৃৎশিল্পের সাথে জড়িত। হাঁড়ি, পাতিল, কলস তথা মাটির তৈরী জিনিসপত্র বিক্রি করে তারা জীবন-জীবিকা নির্বাহ করেন। বর্তমানে প্লাস্টিক, মেলামাইন ও স্টিলের যুগে মাটির তৈরী আসবাবপত্র প্রায়ই বিলুপ্তের পথে। বর্তমান ৫০টি পরিবারের মধ্যে ১৬টি পরিবার শুধুমাত্র গাছের চারা তৈরীর পাত্র ছাড়া তেমন কোন কাজ নেই বলে নরেন্দ্রনাথ পাল জানান। মহামারী করোনা ভাইরাসের সময়ে তাদের মাটির তৈরী কোন কিছুই বিক্রি হচ্ছে না। ফলে তারা মানবেতর জীবন-যাপন করছে। ইতোমধ্যে সরকার ৭নং গদাইপুর ইউনিয়নে সাড়ে ৬ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সরকারি ও স্থানীয়ভাবে অনেকেই ত্রাণ সামগ্রী বিতরণ করলেও তা দিয়ে জীবকা নির্বাহ করা সম্ভব হচ্ছে না। এ পরিবারগুলোর দিকে কেউ কোন বিত্তশালীরা এগিয়ে আসেনি বলে বিধান পাল ও সুব্রত পাল জানান। এ অবস্থায় সরেজমিনে দেখা যায়, ১১২ বছরের বৃদ্ধা বেহুলা পাল নিজ হাতে মাটির জিনিসপত্র তৈরী করছে এবং আমাদের এ প্রতিনিধিকে বলেন, আমাদের এই চরম দুর্দিনে কেউ খোঁজ-খবর নিচ্ছে না। তারা সমাজের বিত্তশালদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য শেখ জাকির হোসেন লিটন বলেন, সরকারিভাবে যে সাহায্য সহযোগিতা পেয়েছি তা সমহারে আমার ওয়ার্ডে বন্ঠন করে দিয়েছে। এখনও কিছু পরিবার বাকী রয়েছে। যা পরিবর্তীতে দেয়া হবে।
ত্রান কমিটিকে জড়িয়ে একটি অনলাইলনে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে পাইকগাছায় সংবাদ সম্মেলন
পাইকগাছা প্রতিনিধি:
করোনা সংকট মুহুর্তে “এসডব্লিউ নিউজ” অনলাইনে “পাইকগাছায় গদাইপুর ইউপি চেয়ারম্যন ও ত্রান কমিটিকে জড়িয়ে চাঁদা তোলার কথিত অভিযোগ” শিরোনামে ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পাইকগাছা প্রেসকাবে লিখিত সংবাদ সম্মেলনে করোনা প্রতিরোধে ইউনিয়ন ত্রান কমিটির আহবায়ক ব্যবসায়ী অশোক কুমার ঘোষ কমিটি সংশ্লিষ্টদের উপস্থিতে জানান, দেশের এই দুর্যোগ মুহুর্তে সরকারের পাশাপাশি, রাজনৈতিক, ব্যক্তি ও বিভিন্ন সংগঠন গরীব মানুষদের খাদ্য সহয়তা করছেন। সেই বিবেচনায় আমরা গদাইপুরের চেয়ারম্যান চাকুরী জীবি, ব্যবসায়ী, সমাজকর্মীদের নিয়ে ত্রান কমিটি গঠন করে নিজেরাই অর্থ সংগ্রহ করছি। ইতোমধ্যে পাইকগাছা সোনালী ব্যাংকে ২৭১৮৫০১০১৯০০৬ হিসাব নম্বরে টাকা জমা ও উত্তোলন করা হচ্ছে। ১শ বস্তা চাল ক্রয় করা হয়েছে। কিন্তু এই সুন্দর উদ্যোগকে বিনষ্ট করার জন্য প্রকাশ ঘোষ বিধান চাঁদা তোলার কথিত অভিযোগে নিজে “এসডব্লিউ নিউজ” পোর্টালে অত্যন্ত নোংরা ও ভিত্তিহীন ভাবে সংবাদ প্রকাশ করে আমাদের ভাবমুর্তি ও প্রত্যেকের সুনাম নষ্ট করেছে। আমরা এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যন গাজী জুনায়েদুর রহমান, অধ্য শেখ ফারুক উদ্দীন, প্রভাষক শামিম আজাদ লিটু, প্রভাষক আবু সালেহ মুহাম্মদ ইকবাল, কাজী হেদায়েত উল্লাহ, সাবেক বাংক্যার প্রজিৎ রায়, বাংক্যার আসাদুজ্জামান সহ অনেকে।
পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় আটক ২
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় দুজনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার চাঁদখালী ইউপির গড়েরডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ মালীর ছেলে রহিম মালী (৫০) ও কাওয়ালী নতুন গুচ্ছগ্রামের হান্নান সরদারের স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত ছিল। স্থানীয়রা টের পেয়ে তাদেরকে আটক করে পুলিশে সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। ওসি এজাজ শফী জানান, অসামাজিক কাজে লিপ্ত থাকায় ধৃত দু’জনকে বুধবার সকালে আদালতে পাঠানো হয়েছে।