বিনোদন ডেস্ক
চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন জনপ্রিয় অভিনেত্রী কবরী। এরইমধ্যে চিত্রগ্রাহক সমিতির তহবিলে ১ লাখ টাকা সহায়তা করলেন তিনি। করোনাভাইরাসের কারণে কষ্টে দিন কাটাচ্ছেন ঢাকাই সিনেমার অনেক শিল্পী ও কলাকুশললী। বিশেষ করে দিন মজুরের ভিত্তিতে যারা কাজ করেন তারা পড়েছেন বিপদে। শুটিং বন্ধ, বাইরে কাজ নেই, ঘরে তাই তৈরি হচ্ছে খাবারের সংকট। অনেকে মুখ ফুটে সাহায্যা চাইতেও পারছেন না। সিনেমার জন্য ক্যামেরার পেছনের মানুষরাই সব চেয়ে বড় ভূমিকা পালন করে থাকে। সেই ক্যামেরার পেছনের মানুষ চিত্রগ্রাহকদের পাশে দাঁড়ালেন মিষ্টি মেয়ে’ নায়িকা কবরী।
বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি চিত্রগ্রাহক আবদুল লতিফ বাচ্চু। তিনি বলেন, আমাদের সমস্যা হলো আমরা তো রিলিফের লাইনে দাঁড়াতে পারি না। হাত পাততে পারি না। কবরী ম্যাডামের কাছে আমরা কৃতজ্ঞ। তার কাছে পাওয়া অর্থ আমরা অসহায় ক্যামেরাপারসন ও সহকারীদের কাছে পৌঁছে দেব। জানা গেছে, চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির সদস্য ৮০ জন। এই অবস্থায় কষ্টে আছেন ২৫ জন সদস্য। বাংলাদেশ চলচ্চিত্র চিত্রগ্রাহক সমিতির তহবিলে এরই মধ্যে চলচ্চিত্র প্রযোজক সমিতিও অনুদান দিয়েছে।