নড়াইলের যুবক ফেনসিডিলসহ যশোরে গ্রেফতার
যশোর অফিস
লক ডাউনের মধ্যেও ফেনসিডিলের চালানসহ ধরা পড়েছে নড়াইলের ইয়াকুব ওরফে সোহেল ওরফে বাবুল মোল্যা। নড়াইল জেলার সদর উপজেলার ফেদিবাজার গ্রামের দাউদ মোল্যার ছেলে। সাজিয়ালী পুলিশ ক্যাম্পের এএসআই সুমারেশ কুমার সাহা শনিববার বিকেল সাড়ে ৫ টায় যশোর সদর উপজেলার আব্দুল্লাহপুর কলোনী পাড়া গ্রামস্থ চুড়ামনকাটি টু চৌগাছা রোড়ের বিপ্লব এর মুদী দোকানের সামনে থেকে তাকে একটি মোটর সাইকেলসহ গ্রেফতার করে। সে চৌগাছা থেকে একটি ব্যাগে করে ফেনসিডিল নিয়ে নড়াইলের উদ্দেশ্যে শনিবার বিকেলে আসছিল বলে পুলিশ জানিয়েছে। পরে তাকে গ্রেফতার করার পর তার মোটর সাইকেলে ঝুলানো ব্যাগ তল্লাশী করে ২৩ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। ইয়াকুব ওরফে সোহেল ওরফে বাবুল মোল্যাকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
যশোরের নরেন্দ্রপুরে পুকুর নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা
যশোর অফিস
যশোর সদর উপজেলা নরেন্দ্রপুর দফাদার পাড়ার একটি লিজকৃত পুকুরে মাছ মারাকে কেন্দ্র করে সংঘর্ষে দুই গ্রুপের কমবেশী ৬জন জখম হয়েছে। এ ঘটনায় পরস্পর উভয় উভয়কে দোষী করে কোতয়ালি মডেল থানায় দু’টি মামলা দায়ের করেছে।
একটি মামলার বাদি যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর দফাদারপাড়া মৃত খোকন শেখের ছেলে বাবুল হোসেন শনিবার দুুপুরে কোতয়ালি মডেল থানায় এজাহার দায়ের করেছেন। তিনি এজাহারে আসামী করেছেন, ওই এলাকার নুরু দফাদারের ছেলে রাসেল,মৃত আনোয়ার দফাদারের ছেলে বট্টু,মিঠু, মফিজুল দফাদারের ছেলে সোহেল দফাদার, মৃত নওশের দফদারের ছেলে হাবিবুর দফাদার,মৃত মানিক দফাদারের ছেলে সিরাজুল দফাদার, মফিকুল দফাদার। বাবুল হোসেন তার অভিযোগে বলেছেন, তার মালিক বিশ্বজিৎ আসামীদের কাছ থেকে ৩ বছরের জন্য লিজ নিয়েছে। বাবুল হোসেন পুকুরের কোনায় ঘর করে মাছ পাহারা দেয়।গত ১ বৈশাখ লিজ শেষ হয়ে গেলেও ১৫ দিনের অতিরিক্ত সময় চাওয়া হয় পুকুর হতে মাছ খালি করার জন্য। এরই মধ্যে গত ২৬ এপ্রিল সকাল ৯ টায় বট্টু বিনা টিকিকে ছিপ দিয়ে মাছ মারতে আসে। অন্যান্য দিন ছিপ দিয়ে জোরপূর্বক মাছ মেরে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। বট্টুকে ছিপ দিয়ে মাছ মারতে না দেওয়ায় বট্টুর হুকুমে সকল আসামীরা বাবুল হোসেনের উপর আক্রমন করে। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। বাবুল হোসেন প্রাণ ভয়ে পুকুরে ঝাপ দিয়ে চিৎকার দিলে তাকে উদ্ধার করতে লিটু,রানা,শহিদুলসহ অন্যান্যরা এগিয়ে আসলেও তাদেরকে মাররপিট করে জখম করে।পরবর্তীতে আসামীরা এলাকাবাসীর আগমন দেখে চলে যাওয়ার জন্য প্রাণ নাশের হুমকী দেয়। অপরদিকে, ওই গ্রামের মৃত আনোয়ার দফাদারের ছেলে আলমগীর হোসেন বট্টু শনিবার বিকেলে কোতয়ালি মডেল থানায় ৬জনের নামসহ অজ্ঞাতনামা ৫/৭জন উল্লেখ করে এজাহার দায়ের করেছেন। এজাহারে বট্টু বলেছেন, তাদের শরীরের ১৮/২০ বিঘা পুকুর নরেন্দ্রপুর দফাদার পাড়ার স্বপন বাংলার ছেলে বিশ্বর কাছে ৩ বছর লিজ দেয়। উক্ত লিজের সময় গত ১ বৈশাখ শেষ হয়ে যায়। বিশ্বকে পুকুর ছেড়ে দেওয়ার কথা বললে আসামী মৃত ইবাদ আলীর ছেলে মকবুল হোসেন, মকবুল হোসেনের ছেলে শহিদ, মৃত খোকনের ছেলে লিটু, লুৎফর রহমানের ছেলে রানা, মৃত খোকনের ছেলে বাবুল ও লুৎফর রহমান পুকুর না ছাড়ার জন্য পরিকল্পনা করতে থাকে। গত ২৬ এপ্রিল পুকুর মুক্ত (ছাড়ার) বিষয়টি জানাতে আলমগীর হোসেন বট্টু সকাল ১০ টায় পুকুরের দক্ষিণ পাড় নির্মিত ঘরে বলতে গেলে প্রতিমধ্যে আসামীরা তার গতিরোধ করে। তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে লুঙ্গীর কোচরে থাকা নগদ ৫২ হাজার টাকা ও গলায় থাকা ১ভরি ৪ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। উভয় পক্ষের আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় পক্ষের দায়ের করা মামলার তদন্তর ভার পড়েছেন নরেন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গোলাম মর্ত্তুজার উপর। এ রিপোর্ট লেখা পর্যন্ত নরেন্দ্রপুর দফদার পাড়ায় পুকুর নিয়ে বিরোধ এখন তুঙ্গে অবস্থান করছেন। যে কোন মুহুর্তে বড় ধরনের অঘটন ঘটার আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসীরা।
যশোরে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবকের মৃত্যু
যশোর অফিস
যশোরে সড়ক দুর্ঘটনায় টিটো সরদার (৩০) নামে এক যুবত নিহত হয়েছেন। সে যুবলীগের স্থানীয় পর্যায়ের নেতা বলে জানাগেছে। তিনি যশোরের ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর সরদার পাড়া গ্রামের মৃত রাশেদ সরদারের ছেলে।
নিহতের বন্ধু বাঁধন পুলিশ ও সাংবাদিকদের জানান, ২ মে শনিবার বিকেল সাড়ে ৫ টায় ওই উপজেলার হাঁড়িয়াদাড়া নিজ মাছের ঘের থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তেঁতুলতলা মোড়ে পৌঁছালে বিপরীত মুখি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা প্রেরন করেন। কিন্তু পরিবারের সদস্যরা টিটোকে যশোরের জনৈক চিকিৎকের পঙ্গু হাসপাতালে ভর্তি করে।সেখান চিকিৎসাধীন অবস্থা তার মৃত্যু হয়।
মহান মে দিবস উপলক্ষে যবিপ্রবি’র আর্থিক অস্বচ্ছল কর্মচারীদের সহযোগিতা
যশোর অফিস
সংক্রমন করোনা ভাইরাস প্রাদুর্ভাবে উদ্ভূত পরিস্থিতিতে যবিপ্রবিতে কর্মরত দৈনিক ভিত্তিক কর্মচারীদের আর্থিকভাবে অস্বচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর কর্মচারীরা। ইতিমধ্যে প্রাথমিকভাবে পরিচয় গোপন রেখে এ পর্যন্ত আর্থিকভাবে অসচ্ছল যবিপ্রতিতে কর্মরত প্রায় ৩৪ জন দৈনিক ভিত্তিক জনবলের নাম সংগ্রহ করে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
যবিপ্রবি সূত্রে জানাগেছে, যবিপ্রবিতে কর্মরত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বৃন্দের উদ্যোগে দেশের এই পরিস্থিতিতে কর্মরত আর্থিকভাবে অসচ্ছল কর্মচারীদের সহযোগিতার জন্য ‘ডঊ ভড়ৎ টঝ’ শিরোনামে একটি তহবিল গঠন করা হয়েছে।
যবিপ্রবি’র কর্মচারীদের এই মহৎ উদ্যোগের ব্যাপারে উপাচার্য ড. মোঃ আনোয়ার হোসেন বলেন, নিজ প্রতিষ্ঠানে আর্থিকভাবে অসচ্ছল কর্মচারীদের পাশে আর্থিক অনুদান দিয়ে সহযোগিতা করার জন্য এই কাজের সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাই। অপরদিকে,বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবিব এমন মহতী কাজের উদ্যোগ কে স্বাগত জানিয়ে বলেন, কর্মচারীদের মধ্যে একে অন্যের প্রতি যে আন্তরিকতা যা সত্যিই প্রশংসনীয়। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর আব্দুল্লাহ-আল-আহাদ এবং মাহমুদুল হোসেন বলেন দৈনিক ভিত্তিক জনবলের জন্য তাদের এই প্রচেষ্টা মানবতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে ।
অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এ.কে বড়াল জানান, যবিপ্রবিতে যারা দৈনিক ভিত্তিতে (কাজ নেই মজুরী নেই) কর্মরত আছেন তারা মূলত শ্রমিক শ্রেণীর কাতারে পড়ে। কম্পিউটার অপারেটরদের এই উদ্যোগ কোন সহযোগিতা নয় বরং সহকর্মী ভাইদের প্রতি আমাদের ভালোবাসার উপহার। দৈনিক ভিত্তিক কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে তারা সত্যিকার অর্থে অনেক কষ্টে জীবন যাপন করতে হচ্ছে। প্রতিমাসে মাস ডিউটি করলে সাপ্তাহিক বন্ধ ব্যতিত উপস্থিতির হিসাবে ২০/২২ এর অতিরিক্তে বেতন মেলেনা। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও কর্তৃপক্ষ চলতি মাসে ১৮ দিনের বেতন প্রদান করেছেন। নববর্ষের ভাতা অন্যান্য বছর পেলেও অফিস বন্ধ থাকায় এবছর কী হয়েছে তারা তা অবগত নন। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সহযোগিতার টাকা তারা বিকাশের মাধ্যমে পেয়েছেন।
শ্রমিকলীগ নেতার ইন্তেকাল
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলাধীন ১নং জলমা ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোঃ মনিরুল ইসলাম গাজী (৬৫) বার্ধক্যজনিত কারণে রবিবার সকাল ১১:৩০টায় নাজিরঘাটস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…..রাজেউন)। তাঁর মৃত্যু খবর শুনে সেখানে যেয়ে পরিবারবর্গকে সান্ত¦না দেনÑখুলনা জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী। এ সময়ে উপস্থিত ছিলেনÑখুলনা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, প্রচার সম্পাদক শেখ মোঃ মঈনুল ইসলাম মোহন, দপ্তর সম্পাদক কামরুল গাজী, বটিয়াঘাটা উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোঃ সোহাগ হাওলাদার, কার্যকরী সদস্য কামাল হোসেন প্রমুখ। এদিকে মোঃ মনিরুল ইসলাম গাজী’র মৃত্যুতে খুলনা জেলা শ্রমিক লীগের নেতৃবৃন্দ গভীরভাবে শোকাহত। মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেনÑখুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি এম জাফরসহ সকল নেতৃবৃন্দ।
মণিরামপুরে আজমীর বেকারির জরিমানা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
পণ্যের মোড়কে মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মণিরামপুর বাজারের আজমীর বেকারিতে অভিযান চালিয়ে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৩ মে) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার এই অভিযান চালান।
এসময় বেকারির মালিককে না পেয়ে ম্যানেজার বিপ্রজিৎকে তিন হাজার টাকা জরিমানা করেন তিনি। একই সময়ে দোকানের বাইরে পণ্য রেখে জনগণের চলাচল বাধাগ্রস্থ করায় বাজারের অলোক কুন্ডু নামে এক দোকানিকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে হেলমেট ব্যবহার না করায় এক মোটরসাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা করেছে আদালত।
আদালতের বেঞ্চ সহকারী সার্ভেয়ার আব্দুল মান্নান জরিমানার বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সেনা সদস্যরাসহ আনসার-ভিডিপির ওয়ার্ড দল নেতা সুমন হোসেন উপস্থিত ছিলেন।
চিতলমারীতে শেখ হেলাল উদ্দীনের উদ্যোগে ‘ডক্তরস সেফটি চেম্বার’ চালু
মো: কামরুজ্জামান, চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে মহামারি করোনা পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষ্পুত্র ও বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের উদ্যোগে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ‘ ডক্তরস সেফটি চেম্বার’ চালু করা হয়েছে। রবিবার দুপর সাড়ে ১২ টায় আনুষ্ঠানিক ভাবে এ ‘ ডক্তরস সেফটি চেম্বার’ এর উদ্বোধন করেণ চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মাহাতাবুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান সাবেরা বেগম স্বপ্না, সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শেখ নিজাম উদ্দীন, প্রেসকাব সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাফাসহ হাসপালের কর্মরত চিকিৎসকবৃন্দ। উদ্বোধন শেষে ডক্তর সেফটি চেম্বারের কর্তব্যরত চিকিৎসকরা চিতলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান অশোক কুমার বড়াল ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলমের স্বাস্থ্য পরীক্ষা করেণ। পরবর্তীতে সাধারণ রোগীদের সেবার জন্য এ চেম্বারটি উ¤েœাক্ত করে দেওয়া হয়।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মামুন হাসান জানান, মহামারি করোনা যুদ্ধে সম্মুখ যোদ্ধা হিসেবে ডাক্তার ও স্বাস্থ্য কর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই ডাক্তার ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষা নিশ্চিত করণের জন্য মাননীয় শেখ হেলাল উদ্দীন এমপি মহোদয়ের গৃহিত উদ্যোগটি অত্যন্ত সময় উপযোগি ও প্রশংসনীয়। এর ফলে ডাক্তাররা তাদের পেশাগত দায়িত্ব পালনে আরো বেশি আন্তরিক হবেন বলেও তিনি জানান।
এ সময় চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফুল আলম বলেন, ডক্তরস সেফটি চেম্বারের মাধ্যমে চিকিৎসকরা নিজেদের সুরক্ষা নিশ্চিত করেই রোগীদে চিকিৎসা সেবা প্রদান করতে পারবেন। এর ফলে হাসপাতালে এসে রোগীরা যেমন তার কাঙ্খিত সেবা পাবেন অন্য দিকে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরাও সুরক্ষিত থাকবেন।
ফকিরহাটে পিকআপের ধাক্কায় প্রাণ গেল শুপারি ব্যবসায়ির
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী হাইওয়ে থানার অদুরে অজ্ঞাত পিকআপের ধাক্কায় বাইসাইকেল চালক এক শুপারি ব্যবসায়ি নিহত হয়েছেন। রবিবার দুপুরে খুলনা-মংলা মহাসড়কের লখপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত সুনিল শীল (৬০) ফকিরহাটের পিলজংগ গ্রামের মৃতঃ শশি ভুষন শীলের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানান, বাইসাইকেলে করে খুলনা থেকে শুপারি বিক্রি করে বাড়ি ফিরছিলেন সুনিল। এসময় বেপরোয়া গতিতে খুলনা দিকে যাওয়া মিনি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এসময় বাইসাইকেল থেকে ছিটকে পড়ে মাথা ফেটে ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লেগে ঘটনা স্থালেই তিনি মৃত্যু বরণ করেন। ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করলেও ঘাতক অজ্ঞাত পিকআপ ও চালককে আটক করতে পারেনি পুলিশ। কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম সড়ক দূর্ঘটনায় সুনিল শীলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, অজ্ঞাত ঘাতক যানবাহন ও চালককে আটকের চেষ্টা চলছে।
বেতাগায় শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দীনের পক্ষ হতে নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় ফকিরহাটের বেতাগা ইউনিয়ন পরিষদ চত্তরে নিরাপদ দুরাত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রদান করা হয়। বেতাগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপরোক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান-১ নিমলেন্দু দেবনাথ, ইউপি সদস্য আসাদুজ্জামান তুহিন, জামাল উদ্দিন ফকির, অসিত কুমার দাশ, আব্দুর রাজ্জাক, মহিলা সদস্যা রাফেজহা বেগম ও মোছাঃ কারুন্নাহার নীপা প্রমুখ।
ফকিরহাটে বিষ প্রয়োগে মাছ চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি
ফকিরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরির ঘটনা চরম ভাবে বৃদ্ধি পেয়েছে। এতে মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পথে বসার উপক্রম হয়ে পড়েছেন। গত কয়েক দিনের বেশ কয়েকটি চুরির ঘটনায় জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সর্বশেষ শনিবার গভীর রাতে বেতাগা ইউনিয়নের বেতাগা গ্রামের মৃতঃ হরিপদ দাশ এর পুত্র জয়দেব দাশ এর চাঁদের ঢোন এলাকার সুরুলিয়া বিলে অবস্থিত মৎস্য ঘেরে এঘটনা ঘটে। তাঁর আড়াই বিঘার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে দেড় লক্ষ টাকার সাদা ও চিংড়ি মাছ চুরি করে। এর আগে পাখির মোড়ের মৃতঃ ইমান হাওলাদার এর পুত্র মনি হাওলাদার এর সোয়া বিঘার মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে লক্ষাধীক টাকার মাছ চুরি হয়। এছাড়া একই এলাকার শহিদুল ইসলামের দেড় বিঘা, শওকত এর দুই বিঘা, নাজিম শেখের ১বিঘা, কৃষ্ণপদ কুন্ডুর ২বিঘা ও দুলাল বাবুর ২বিঘা মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি করে অজ্ঞাত চোর। একের পর এক বিষ প্রয়োগে চুরির ঘটনা ঘটায় মৎস্য চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। এব্যাপারে তারা উর্দ্ধতন পুলিশ কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিএনপি নেতা মীর কায়সেদ আলীর ছোট ভাইয়ের ইন্তেকালে শোক
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানা বিএনপির সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলীর ছোট ভাই মীর লিয়াকত আলী (৫০) গত শনিবার সন্ধা ৬ টায় হৃদযন্ত্রেরক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্নালি…….রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। শনিবার ইশা এবং তারাবি নামাজ বাদ শিরোমনি পূর্বপাড়া জামে মসজিদের সামনে জানাযার নামাজ শেষে শেখ বাড়ি পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে মীর লিয়াকত আলীর জানাজায় ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন,মহানগর বিএনপি’র সহ সভাপতি শেখ ইকবাল হোসেন,দৌলতপুর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল হক নান্নু,আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মনিরুল ইসলাম,যোগীপোল ইউনিয়নের চেয়ারম্যান শেখ আনিসুর রহমান, শেখ বদিউজ্জামান,খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটি’র সভাপতি শেখ বদর উদ্দিন,কাজী আজাদুর রহমান হিরক,মোঃ শাকিল আহম্মেদ,সৈয়দ আলী রেজা নান্নু,কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, শেখ আল আমিন, মোঃ জাহিদুল ইসলাম,শাহজাহান মাষ্টার, আবু হেনা বাবলু, সুজন, নাহিদ, নজরুল ইসলাম আজাদ শেখ আনিসুর রহমান, সাংবাদিক গাজী মাকুল উদ্দীন,শেখ মশিউর রহমান,ইউপি সদস্য শেখ সোহরাব হোসেন, শেখ রুহুল আমিন, সোহেল শেখ,বাচ্চু শেখ,শেখ নাজমুল হোসেন,সেলিম হোসেন, আবুল কালাম আজাদ,বেগ ফেরদাউস,শেখ শাহিনুর রহমান, মনিরুল ইসলাম প্রিন্স,মীর আব্দুর রউফ,আনিসুর রহমান। বিএনপি নেতা মীর কায়সেদ আলীর ছোট ভাইয়ের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন যোগিপোল ইউনিয়ন বিএনপি সভাপতি আবু সাইদ হাওলাদার আব্বাস, সাধারন সম্পাদক মোঃ আলমগির হোসেন, আরিফুর রহমান মন্টু, আতাউর রহমান মোড়ল, শাহ আলম মেম্বার, শেখ আঃ কুদ্দুস, জাহাঙ্গীর হোসেন, শেখ হালিম , গোলজার হোসেন, আজমাল হোসেন, তৈয়বুর রহমান,শফিকুল ইসলাম,শওকত হোসেন, মোল্লা সোহাগ, মিজানুর রহমান প্রমুখ ।
পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর ঘটনায় বখাটে যুবক গ্রেপ্তার
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় গৃহবধুকে উত্যক্ত ও শ্লীলতাহানীর মামলায় রেজাউল সরদার (৩৫) নামে এক বখাটে যুবককে পুলিশ গ্রেপ্তার করে জেলহাজতে পাঠিয়েছে। আটক যুবক উপজেলার বাইশারাবাদ আবাসন প্রকল্পের মৃত নেয়ামত সরদারের পুত্র।
মামলার বিবরণ ও ভিকটিম জানায়, শুক্রবার বিকেলে কচুবুনিয়া গ্রামের সেলিম সরদারের স্ত্রী নিজ চিংড়ি ঘেরে যাওয়ার সময় ওয়াপদার রাস্তায় তার হাতে ধরে রেজাউল টানা হেচড়া করে। এ সময় সে তার শ্লীলতাহানী ঘটনায়। এ সময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। এ ঘটনায় সেলিমের স্ত্রী বাদী হয়ে পাইকগাছা থানায় যৌণ নিপীড়ন আইনে মামলা করেছে। ভিকটিম জানায়, রেজাউল প্রায় ১ বছর ধরে উত্যক্ত করে আসছে। টাকার লোভ ও বিয়ের প্রলোভন দেখায়। তাতে রাজি না হওয়ায় শুক্রবার জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ও শ্লীলতাহানী ঘটায়। ওসি এজাজ শফী জানান, যৌণ নিপীড়ন আইনে রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে। ইভজিটিংয়ের ব্যাপারে তাৎক্ষনিক ব্যবস্থা, কোন প্রকার ছাড় দেয়া হবে না।
মোড়েলগঞ্জ ইমামদেরকে অর্থ সহায়তা দিলেন যুবলীগ নেতা পলাশ
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা যুবলীগ নেতার নিজ উদ্যোগে ১৫টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন। রোববার জোহর নামাজ বাদ কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলার ১৫টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে নগদ অর্থ প্রদান করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের আহ্বায়ক ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, কেন্দ্রীয় মসজিদের ইমাম হাফেজ মতিউর রহমান, যুবলীগ নেতা আসাদুজ্জামান বিপু, আরিফুল ইসলাম আরিফ, যুবলীগ নেতা সাইফুল ইসলাম, ফেরীঘাট জামে মসজিদের হাফেজ আবুল হাসান, হাফেজ আ. কুদ্দুস জোমাদ্দার, থানা মসজিদ ইমাম আ. ছত্তার প্রমুখ।
মোড়েলগঞ্জে অগ্নিকান্ডে ব্যবসায়ীর দোকান পুড়ে ছাই;২লাখ টাকার ক্ষতি
মোড়েলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোড়েলগঞ্জে স্থানীয় কোন্দলে একটি মুদি দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার ভোর রাতে উপজেলার পঞ্চকরণ ইউনিয়নের উত্তর কুমারিয়াজোলা গ্রামে এ ঘটনাটি ঘটে। এতে ২ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক আব্দুর রাজ্জাক হাওলাদার।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজ্জাক হাওলাদার(৬৭) জানান, ঘটনারদিন শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে করোনাভাইরাস ছড়ানোর গুজব নিয়ে একই গ্রামের কাইয়ুম শিকদারের সাথে তার ছেলে সুজন হাওলাদারের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে কাইয়ুম লোকজন নিয়ে সুজনকে মারধর করে।
পরে প্রতিদিনের ন্যায় সুজন দোকান বন্ধ করে বাড়িতে যায়। ভোর রাতে স্থানীয়রা মসজিদে নামাজ পড়তে গেলে দেখতে পায় দোকানটিতে আগুন জ্বলছে। সন্ধ্যার ঘটনার জের ধরে দোকানটিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটতে পারে বলে ক্ষতিগ্রস্ত পরিবার দাবি করছেন।
এ বিষয়ে প্রতিবেশী কাইয়ুম শিকদারসহ ৫ জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। এসআই বিপ্লব হোসেনসহ পুলিশের একটি টিম সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ফুলতলায় ভ্রাম্যমান দুধ ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন
ফুলতলা প্রতিনিধি
ফুলতলা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে রোববার সাড়ে ১০টায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে শারীরিক দুরত্ব বজায় রেখে অসহায় খামারীদের সহায়তা প্রদানের লক্ষ্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মুরগি বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেল্ াপ্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায়, ডাঃ সুমাইয়া ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, খামারী জসিম ফারাজি প্রমুখ। এ সময় নির্বাহী কর্মকর্তা পারভীন সুলতানা বলেন, পর্যায়ক্রমে ফুলতলার ৪টি ইউনিয়নে স্বল্পমূল্যে খামারীদের মাঝে দুধ ও ডিম বিক্রয় করা হবে। উদ্বোধনী দিনে ফুলতলার দামোদর ইউনিয়নে খামারীদের নিকট ৫৪০ লিটার দুধ, ৩ হাজার ১শ’ ডিম এবং ৭শ’ ১০টি মুরগী বিক্রয় করা হয়। প্রথম দিনেই ১ লক্ষ ৯৭ হাজার, ৯শ’ ৫০ টাকা বিক্রয় হয়েছে বলে প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ স্বপন রায় জানান।
মণিরামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধার দাফন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে কফিল উদ্দিন (৬৭) নামে সাবেক সেনা সদস্য এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার জয়পুর গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জানান, কফিল উদ্দিনের আদি বাড়ি রংপুর জেলায়। তার পিতার নাম গোলাম রসুল (মৃত)। তিনি মণিরামপুরের জয়পুর গ্রামের আব্দুল গফফার মেম্বরের মেয়েকে বিয়ে করেন। সেই সূত্রে জয়পুর এলাকার বাসিন্দা হয়ে যান তিনি।দীর্ঘদিন ধরে কফিল উদ্দিন হার্টের সমস্যায় ভুগছিলেন। অবশেষে শনিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে দুই দফা গার্ড অব অনারের মাধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে জাতির এই বীর সন্তানের। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, সেনাবাহিনীর একটি টিম, থানার এসআই জহির রায়হানসহ পুলিশ সদস্যরা, আনসার-ভিডিপির দলনেতা সুমন হোসেন উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রী নিয়ে করোনা আক্রান্ত স্বাস্থ্যকর্মীকে দেখতে গেলেন সাতক্ষীরার জেলা প্রশাসক
সাতক্ষীরা প্রতিনিধি
উপহার সামগ্রী নিয়ে করোনা আক্রান্ত যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের টেকনেশিয়ান মাহমুদুল হক সুমনকে দেখতে গেলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। রোববার বিকাল ৩টায় সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ তার ভাড়া বাড়িতে আইসোলেশনে থাকা স্বাস্থ্য কর্মী সুমনকে তিনি দেখতে যান। এ সময় নিরাপদ দূরত্বে অবস্থান করে জেলা প্রশাসক সুমনের সাথে কথা বলেন এবং তার শারীরিক অবস্থাসহ পরিবারের সদস্যদের খোঁজখবর নেন। জেলা প্রশাসক তাকে সাহস যুগিয়ে বলেন, গোটা সাতক্ষীরাবাসী তোমার সাথে আছে। মনোবল দৃঢ় রাখ। অবশ্যই আমরা এই বিপর্যয় থেকে মুক্তি পাবো। জেলা প্রশাসক তাকে স্বাস্থ্য অধিদপ্তর নির্দেশিত পন্থা অবলম্বনের পরামর্শ দিয়ে দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা করেন।
এ সময় জেলা প্রশাসকের পক্ষ থেকে স্বাস্থ্য কর্মী মাহমুদুল হক সুমনের ছেলেকে চকোলেট, বিস্কুট ও ফলসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। জেলা প্রশাসকের সাথে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ চৌধুরী।
কেশবপুরে ধান কেটে কৃষকের সহযোগিতা করলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক নেতৃবৃন্দ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে করোনা ভাইরাসের কারণে ধান কাটা শ্রমিকের সংকট দেখা দেয়ায় প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহ্বানে রবিবার উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির শিক্ষক নেতৃবৃন্দ কৃষকের ধান কেটে সহযোগিতা করেছেন।
কেশবপুর উপজেলার খতিয়াখালি গ্রামের দুলাল সরকার জানান, করোনা ভাইরাস প্রতিরোধে লগডাউনে শ্রমিক সংকট ও বৃষ্টি-সহ ঝড়ো হাওয়ার কারণে ক্ষেতের পাকা ধান নিয়ে তিনি খুবই চিন্তিত ছিলেন। বিষয়টটি অবগত হয়ে উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার, সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মকবুল হোসেন, সহ-সভাপতি প্রধান শিক্ষক বাসুদেব সেনগুপ্ত, সহ-সম্পাদক (অর্থ) প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু, প্রধান শিক্ষক নিখিল চন্দ্র দাস, শিক্ষক রবি সাহা, হাতেম আলী, তরুণ পাল, জি.এম. শাহিন, আব্দুল আহাদ, বিশ্বজিৎ সরকার, ওলিয়ার রহমান-সহ শিক্ষক নেতৃবৃন্দ রবিবার তাঁর ক্ষেতের পাকা ধান কেটে আমাকে সহযোগিতা করেছেন।
এব্যাপারে উপজেলা নিন্ম মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি সুফলাকাটি ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ মাষ্টার বলেন, প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার আহ্বানে আমরা ধান কেটে কৃষকের সহযোগিতা করছি। তিনি উপজেলার সকল শিক্ষকদেও ধান কেটে কৃষকের সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরতœ শেখ হাসিনার নিকট সকল মাধ্যমিক বিদ্যালয়কে জাতীয় করণের দাবী জানান। সাথে সাথে করোনা তিনি ভাইরাস থেকে দেশ-সহ বিশ্ব বাসিকে মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামীনের নিকট দোয়া প্রার্থনা করেন। তাছাড়া তিনি দেশের যে কোন সংকটে দেশবাসির পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তালায় গণধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
ইলিয়াস হোসেন,তালা
সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটায় গণধর্ষণের ৩ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলার মির্জাপুর গ্রামের মৃত মোমিন সরদারের পুত্র মমতাজ সরদারর(৪৫), একই এলাকার শহিদুল সরদারের পুত্র সবুজ সরদার(২২) ও মোঃ বিল্লাল সরদার(৩৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৭ এপ্রিল জগদানন্দকাটি গ্রামের আল্লাদ বেগম(৩৮) নামের এক নারী গণধর্ষণের শিকার হয়ে আসমীদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর আসামীরা আত্মগোপনে থাকার কারনে শনিবার রাতে পুলিশ তাদেরকে গ্রেফতার করা হয়।
পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় একটি গণধর্ষণ মামলা(নং-৮) রয়েছে। রবিবার তাদেরকে জেল হাজতে সোপার্দ করা হয়েছে।
তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
তালা প্রতিনিধি
সাতক্ষীরার তালায় পুকুরের পানিতে ডুবে মোহাম্মদ উল্লাহ(৩) নামের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রবিবার (৩ মে) সকালে উপজেলার জালালপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। সে ঐ গ্রামের মোঃ ফারুক মোড়লের ছেলে।
নিহতের স্বজনরা জানান, রবিবার সকালে জালালপুর শিশু মোহাম্মদ উল্লাহ খেলা করার সময় পানিতে পড়ে যায়। পরে পুকুর থেকে তাকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তালা থানার ওসি মেহেদী রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কয়রার বাগালীতে কৃষকের ধান কেটে বাড়ী তুলে দিলেন কলেজের উপাধ্যক্ষ
কয়রা প্রতিনিধি
চলতি বোরো ধান কাটা মৌসুমে শ্রমিকের অভাবে ধান কাটা বিলম্ব হওয়ায় কৃষকের পাকা ধান কেটে বাড়ী তুলে দিলেন, কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্য। জানা গেছে, রবিবার সকাল ৭ টা থেকে দিন ভর উপাধাক্য এইচএম নজরুল ইসলামের নেতৃত্বে বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামের একদল যুবক ও যুব মহিলা ধান কাটায় অংশ নেয়। সরেজমিনে দেখা যায় বামিয়া গ্রামের নুরুজ্জামান গাজী বর্গাকৃত বামিয়া মৌজার ১০ বিঘা জমির পাকা ধান কেটে দিনের মধ্যেই তার বাড়ীতে তুলে দিয়েছেন। কেননা ঘন ঘন ঝড় বৃষ্টির কারনে নুরুজ্জামান তার পাকা ধান কাটতে নিদিষ্ট পরিমান শ্রমিক পাচ্ছিল না এবং শ্রমিকের পারিশ্রমিক বেশি থাকায় তিনি দিশেহারা হয়ে পড়েন। খবর পেয়ে কয়রা সরকারি মহিলা কলেজের উপাধাক্য ও বামিয়া গ্রামের নজরুল ইসলাম গ্রামের প্রায় অর্ধশতাধীক যুবক ও নারীদের সংগঠিত করে এবং উপাধাক্য নিজেই ধান কাটায় অংশ নিয়েছেন। তারা রবিবার দিনভর ১০ বিঘা জমির সমুদয় ধান কর্তন করে বয়ে নিয়ে নুরুজ্জামানের বাড়ীতে পৌছে দিয়েছেন। এ বিষয় উপাধাক্য নজরুলের সাথে কথা বললে তিনি জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং স্থানীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্জ মোঃ আকতারুজ্জামান বাবু ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজার পরামর্শে সম্পূর্ণ সে¦চ্ছাশ্রমে এ পথে নেমেছেন। তিনি বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের কারনে শ্রমিক সংকট দেখা দেওয়ায় গ্রামের কিছু সংখ্যক যুবক ও যুব মহিলাদের সংগঠিত করে পিছিয়ে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দেওয়ার চিন্তা করেছেন। যে কারনে আজ থেকে কৃষকের ধান কাটা শুরু হয়েছে এবং প্রতিদিন এ কার্যক্রম চলবে। কৃষক নুরুজ্জামান আবেগে আপ্লুত হয়ে জানান, আমি অন্যেরে বর্গাকৃত ১০ বিঘা জমিতে বোরা ধান রোপন করেছি ধানের ফলনও ভাল হয়েছে কিন্তু শ্রমিক সংকট, শ্রমিকের পারিশ্রমিক বেশি থাকায় পাকাধান কাটতে পারছিলাম না। আকাশের অবস্থা খারাপ প্রতিদিন ঝড়, বৃষ্টি হচ্ছে। বড় ঝড় বৃষ্টি হলে ধানের ব্যপক ক্ষতি হবে। তাই বাধ্য হয়ে নজরুল ইসলাম সাহেবের সাথে যোগাযোগ করা হয়। তারা কোন টাকা পয়সা ছাড়াই ধান কেটে দিতে রাজী হন। নজরুল ইসলাম একদল যুবক ও যুব মহিলা যে ভাবে আমার ধান কাটতে সাহায্য করেছে তা ভোলার নয়। এ মহান কাজের জন্য আমি কৃতজ্ঞ তাদের প্রতি এবং ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কয়রা পাইকগাছার এমপি আলহাজ্ব মোঃ আকতারুজ্জামান বাবু ও মোহসিন রেজাকে। তার এমন ব্যতিক্রমধর্মী কার্যক্রমকে স্বাগত জানিয়েছেন অনেকে। এ সময় উপাধাক্যের সাথে ধান কাটায় অংশ নেন, আ,লীগ নেতা নুরুজ্জমান, ফুটবলার জিয়া,রজিবিুল, যুবলীগ নেতা আসলাম, বোরহান, আকরাম,জাহিদ, শিক্ষক সমীরোন, তুহিন,আলামিন,সাদ্দাম,শফিকুল, কালাম, শাহিনুর, মর্জিনা, সালমা সহ প্রমুখ।
কর্মহীন দুইশত পরিবারে শহীদ শেখ আবু নাসের স্মৃতি সংসদের খাদ্য সামগ্রী বিতরণ
খবর বিজ্ঞপ্তি
কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে শহীদ শেখ আবু নাসের স্মৃতি সংসদ। গতকাল সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেস কাব চত্বরে ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ফয়েজুল ইসলাম টিটো উদ্যোগে খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা দুইশত পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন, সদর থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, খুলনা মহানগর যুবলীগ আহবায়ক সফিকুর রহমান পলাশ, ২৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি চৌধুরী মিনহাজ উজ জামান সজল, আওয়ামী লীগ নেতা বিপ্লব সাহা লব, শেখ আব্দুল কাদের, অভিজিৎ চক্রবর্তী দেবু, রাজিব সাহা, মাসুমুর রশিদ, বিপুল মজুমদার, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম সুমন, জহির আব্বাস, প্রণব চক্রবর্তী, বাপ্পী রায়, রফিকুল ইসলাম সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের পাশাপাশি ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধেও কাজ করতে হবে: সিটি মেয়র
স্টাফ রিপোর্টার
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত কার্যক্রম বাস্তবায়নের পাশাপাশি খুলনা মহানগরী এলাকায় ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধেও কাজ করতে হবে। ড্রেন পরিস্কার ও জলাবদ্ধতা নিরসনের ওপর গুরুত্বারোপ করে সিটি মেয়র বলেন, সংকটকালে কেসিসি’র সকলকে নগরবাসীর পাশে দাড়াতে হবে।
সিটি মেয়র রবিবার দুপুরে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে কেসিসি’র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা মহানগরীতে ডেঙ্গুর সংক্রমণ প্রতিরোধে এখনি কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এ সভা আহবান করা হয়। সভায় সিটি মেয়র কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং নিষ্ঠা ও আন্তরিকতার সাথে স্বীয় দায়িত্ব পালনের নির্দেশ দেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, সহকারী কঞ্জারভেন্সী কর্মকর্তা নুরুন্নাহার এ্যানী, মো: আব্দুর রকিব, এস এম আব্দুল ওয়াদুদ, মোল্লা মো: মারুফ-অর-রশীদ ও মো: জিয়াউর রহমান সভায় উপস্থিত ছিলেন।
খুলনা শহরের বিভিন্ন স্থানে নৌবাহিনীর ইফতার সামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার:
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা ভাইরাস এর সংক্রমণ রোধকল্পে বাংলাদেশ নৌবাহিনী সামাজিক দূরত্ব নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদান করে আসছে। বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে নৌবাহিনী। অসহায় ও দুস্থ পরিবারে ঘরে ঘরে ইফতার সামগ্রী পৌছানোসহ জনসাধারণের মাঝে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় নৌ ঘাঁটি তিতুমীর কর্তৃক খালিশপুরের নিউজপ্রিন্ট পোড়া মসজিদ সংলগ্ন এলাকায় ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া নৌ ঘাঁটি সোলাম কর্তৃক পুথিমারি এলাকায় ১০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। একইসময়ে নৌ ঘাঁটি মংলা কর্তৃক বনিগ্রাম এলাকায় ৫২ গরীব ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।অপরদিকে মোতায়েনকৃত নৌবাহিনী কন্টিনজেন্ট বরগুনা জেলার বিভিন্ন এলাকায় টহলের পাশাপাশি জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে। এসময় ৭৬৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা ও ১০০টি জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। এছাড়াও ভ্রাম্যমান আদালত পরিচালনায় স্থানীয় প্রশাসনকে সহায়তা প্রদান করে। এসময় মুদি দোকান খোলা রাখার জন্য ম্যাজিস্ট্রেট কর্তৃক এক হাজার দুইশত টাকা জরিমানা করা হয়। সাধারণ জনগণকে কাঁচা বাজার, ঔষধের দোকান ও মসজিদ ব্যবহারে সরকারী নীতিমালা অনুসরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে অনুমোদিত নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দোকান নির্দিষ্ট রুটিন সময়ের পর বন্ধ রাখার বিষয়টি নিশ্চিত করে। নৌ কন্টিনজেন্ট মংলা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিগরাজ বাজার, মংলা বন্দর, চিলা, বুড়িরডাঙ্গা, মামারঘাট ও চরকানাই এলাকায় টহল পরিচালনা করে। এ সময় ৩৪৫টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে সহায়তা প্রদান করা হয়।
খুলনায় অ্যাড. মো. সাইফুল ইসলামের মৎস্য শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
স্টাফ রিপোর্টার
রবিবার দুপুর সাড়ে ১২টায় সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম পবিত্র রমজান উপলক্ষে ও করোনাভাইরাসে কর্মহীন মৎস্য শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. কেএম ইকবাল হোসেন, জি, পি খুলনা অ্যাড. আইয়ুব আলী শেখ, জেলা পিপি অ্যাড. এনামুল হক, ইউসুফ আলী, রিয়াজ হোসেন, মো. আজিজুল রহমান, ইশতিয়াক রাজু, মনিরুল ইসলাম সোহাগ, সেলিম রেজা প্রমুখ।
খুলনা জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জলমা ইউনিয়নে কৃষকের ধানকাটা
স্টাফ রিপোর্টার
রবিবার খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ ও সাধারণ সম্পাদক অ্যাডঃ সুজিৎ অধিকারীর নির্দেশনায় জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জলমা ইউনিয়নে অসহায় কৃষক ওয়াজেদ আলী শেখ এর ১বিঘা জমির ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন যুগ্ম-আহবায়ক হাজী সাইফুল খান। এসময় উপস্থিত ছিলেন মো. ফেরদাউস রহমান, বিএম মনি, শেখ রেজাউল করিম রেজা, রবিউল ইসলাম রবি, মো. আজিম মিয়া, জাহিদুর রহমান সজল, সিরাজুল ইসলাম সোহেল, নুর আলম, আরিফ জাহান সবুজ, মাহামুদুল ইসলাম, রুবেল হোসেন, মো. সোহাগ, আব্দুস সবুর শেখ প্রমুখ।
স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত খামারী ব্যবসায়ীদের তালিকায় প্রণোদনার দাবী
খবর বিজ্ঞপ্তি
ক্ষুদ্র, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থানের অন্যতম সম্ভাবনায় খাত পোল্ট্রি শিল্প। বাংলাদেশের অর্থনীতিতে ইমার্জিং টাইগার পোল্ট্রি শিল্প দেশ গঠনে নীবর বিপ্লবের গর্বিত অংশিদার। ব্যাপক ভূমিকা ও অবদান থাকা সত্বেও বার বার হোচট খাচ্ছে বিকশিত এ পোল্ট্রি শিল্প। বিভিন্ন রোগ-ব্যাধি, বার্ড ফুসহ অন্যান্য ভুল সিদ্ধান্তের কারণে প্রান্তিক খামারী-ব্যবসায়ী ও উদ্যোক্তরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাদের বিনিয়োগও হুমকির মধ্যে আছে। এরপর ভয়ঙ্কর করোনা ভাইরাসে মহাসর্বনাশ ঘটেছে প্রণিজ আমিষের যোগানদাতা বিকশিত পোল্ট্রি শিল্পের। বিশ্বব্যাপী করোনার প্রভাবের ছোঁয়া বাংলাদেশে আঘাত হেনেছে সর্বক্ষেত্রে। প্রাণিসম্পদের পোল্ট্রি ও ডেয়ারী শিল্প কৃষিজ আমিষের ডিম, মুরগির মাংস, গরুর দুধের উৎপাদন ও সরবরাহে ব্যাঘাত ঘটছে। মুরগির মাধ্যমে করোনা ছড়ায়Ñএই গুজব ও লকডাইনে সরবরাহ ও দোকানে বিক্রী বন্ধ থাকায় এবং মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে বলে এক বিবৃতিতে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রান্তিক খামারী-ব্যবসায়দের পক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশন একটি খোলা আবেদন জমা দিয়েছেন। উক্ত আবেদনে পোল্ট্রি উদ্যোক্তারা তাদের মুরগির বাচ্চা বিক্রী হ ্যচ্ছে না, ডিম, ব্রয়ালার মাংস ও তরল দুধের মূল্য নেইÑএতে ব্যাপক ক্ষতির মুখে। সুতরাং খামারী ব্যবসায়ীদের ক্ষতি কাটাতে নগদ ভর্তুক্তি, প্রণোদনা ও সুযোগ-সুবিধা প্রদানের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা করে বিতরণের আহ্বান জানান। বিবৃতিদাতারা হলেন, সংগঠনের সভাপতি শাহ হাবিবুল হক ও সেক্রেটারী জেনারেল ডাঃ মঞ্জুর মোরশেদ খান। তাঁরা গত ২৫ মার্চ ও ৫ এপ্রিল জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী পোল্ট্রি ও ডেইরী শিল্পের নাম উচ্চারণ ও প্রাণিজ আমিষ মুরগির মাংস, ডিম ও দুধে করোনা প্রতিরোধে স্বাস্থ্য-শরীর সমুন্নত রাখতে সর্বসাধারণকে গ্রহণের আহ্বান জানান এবং ৭২ হাজার ৭৫০ কোটি টাকা আর্থিক প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও ৩০ হাজার কোটি টাকার একটি ঋণ সুবিধার ঘোষণা দেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। নেতৃদ্বয় ক্ষতিগ্রস্ত সকল খামারী-ব্যবসায়ীদের নগদ সহায়তা প্রদানের ঘোষণা ও বাস্তবায়নের আহ্বান জানান। অপর এক বার্তায় সংগঠনের উপজেলা, জেলা ও বিভাগীয় শাখা কমিটির নেতৃবৃন্দকে করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা বাস্তবায়নে সহায়তা ও প্রাণিসম্পদ দপ্তরের স্বচ্ছ তালিকা প্রণয়ন ও প্রণোদনা বিতরণে সার্বিক সহযোগিতা প্রদানে স্ব-স্ব উপ-পরিচালক, ডিএলও, টিএলও-এর সাথে যোগাযোগ করার আহ্বান জানান।
চিতলমারীতে হত্যা মামলা দায়েরের ২৪ ঘন্টর মধ্যে আসামী গ্রেফতার
চিতলমারী প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীতে নিখোঁজের দুইদিন পর খাল থেকে মাহামুদ শেখ (৩০) নামের এক যুবকের লাশ উদ্ধারের একদিন পর নিহতের স্ত্রী পপি আক্তার বাদি হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামালা দায়ের করেন। মামলার ২৪ ঘন্টার মধ্যে চিতলমারী থানা পুলিশ অভিযান চালিয়ে গোপালগঞ্জ জেলা থেকে এজাহার ভুক্ত আসামী সুমন শেখ নামের এক যুবককে গ্রেফতার করেছেন।
চিতলমারী থানার অফিসার ইনচার্জ মীর শরিফুল হক জানান মামলার ২৪ ঘন্টার মধ্যে মামলার এজাহার ভুক্ত আসামী সুমন শেখকে গোপালগঞ্জ জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার কৃত আসামী শনিবার বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফো: কা: বিধির ১৬৪ ধারায় স্বীকার উক্তি মুলক জবান বন্দি প্রদান করেছেন। বাকি আসামীদের গ্রেফতারের জন্য ইতো মধ্যে পুলিশের ব্যাপক অভিযান শুরু করেছে।
৪র্থ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীকে গণধর্ষণ মামলার আসামী আটক করতে পারেনি পুলিশ
ফুলবাড়ীগেট(খুলনা)প্রতিনিধি
খানজাহান আলী থানাধীন যোগীপোল বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া ৪র্থ শ্রেণীর মাদ্রাসার শিক্ষার্থী(১৪)এর ৩ মে রবিবার মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে ও ভিকটিম আদালতে ম্যাজিষ্ট্রেটের নিকট স্বীকারোক্তিমুলক জবানবন্ধী প্রদান করেছে । মামলার ২দিন অতিবাহিত হলেও এজাহার ভুক্ত ৩ আসামীর কাউকে আটক করতে পারেনি পুলিশ। গত ৩০ এপ্রিল সন্ধায় বিল্লালের বাড়ীর ভাড়াটিয়া (১৪)কে একই বাড়ীর অপর ভাড়াটিয়া নাহিদের পুত্র আমিনুল(১৭),যোগীপোল ৭নং ওয়ার্ডের মৃত শহিদের পুত্র আজিজুল (২১) ও জাব্দীপুর এলাকার আব্দুর রাজ্জাকের পুত্র পারভেজ(২৫) সুকৌশলে ডেকে নিয়ে পাশ্ববর্তী মুফতী মানসুরুর রহমানের পরিত্যাক্ত বাসভবনে নিয়ে এসে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে। মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি তদন্ত) মোঃ কবির হোসেন বলেন, আসামীদের আটকের ব্যাপারে সাড়াশী অভিযান অব্যাহত রয়েছে। গত ২দিন কোন আসামী আটক না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এছাড়া ভিকটিমের মা মামলার বাদী হেলেনা বেগমের উপর আসামী পরিবার ও প্রভাবশালী মহলের পক্ষ থেকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দেয়া হচ্ছে বলে বাদী জানান। উল্লেখ্য এঘটনায় ভিকটিমের মা হেলেনা বেগম বাদী হয়ে খানজাহান আলী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। যার নং- ০১, তারিখ- ০২/০৫/২০২০।
সাতক্ষীরায় মোট ৩ হাজার ৬২৭ জন হোম কোয়ারেন্টাইনে
খান নাজমুল হুসাইন, সাতক্ষীরা
সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ৩ হাজার ৬২৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড় পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫৫৭ জনকে। এছাড়া, জেলা থেকে এ পর্যন্ত মোট ৩৮৩ জনের নমুনা সংগ্রহ করে আইইডিসিআর ও পিসিআরল্যাবে পাঠানো হয়েছে। ইতিমধ্যে ২০৫ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতক্ষীরা সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছেছে। এর মধ্যে ২০৪ টি রিপোর্ট নেগেটিভ ও একটি পজিটিভ এসেছে। পজিটিভ ব্যক্তি তালা উপজেলার নগরঘাটাার এনজিও কর্মী সঞ্জয় সরকার। তিনি বর্তমানে হোম আইসোলেশনে রয়েছেন।
উল্লেখ্য, এর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোশিয়ান মাহমুদুর রহমান সুমন তার কর্মস্থল থেকে করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা শহরের উত্তর কাটিয়াস্থ ভাড়া বাড়িতে হোম আইসোলেশনে আছেন। এনিয়ে সাতক্ষীরায় বর্তমানে দুই জন করোনা আক্রান্ত ব্যক্তি হোম আইসোলেশনে রয়েছেন।
অভিযোগ দিয়েও কোন প্রতিকার মিলছে না: মোংলায় ১৩ সিন্ডিকেটের নিয়ন্ত্রণে প্রধান কাঁচাবাজার
আবু হোসাইন সুমন, মোংলা
পবিত্র মাহে রমজান ও করোনা পরিস্থিতিতেও সাধারণ মানুষের রেহাই মিলছে না মোংলার প্রধান কাঁচা বাজারের ১৩ সিন্ডিকেট চক্রের কবল থেকে। করোনা প্রাদূর্ভাবে শ্রমিক অধ্যুষিত এখানকার মানুষগুলো যখন কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছে, তখনই মোংলার প্রধান এ কাঁচা বাজারের পণ্যের উর্দ্ধগতিতে স্থানীয়রা আরো অসহায় হয়ে পড়েছেন। সিন্ডিকেট চক্রের বেপরোয়া বাজার নিয়ন্ত্রণই ভোগাচ্ছেন তাদের। এ নিয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। বরং এতে সিন্ডিকেট চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে।
খোঁজ খবর নিয়ে জানা গেছে, মোংলা পৌর শহরের অন্তত ২০ হাজার মানুষ প্রতিদিন কাঁচা বাজার করে থাকেন। করোনা ভাইরাস সংক্রমণ রোধে রোজার কয়েকদিন আগে কাঁচা বাজারটি স্থানীয় প্রশাসন স্থানান্তরিত করে শহরের খোলা জায়গায় হ্যালিপ্যাডে সরিয়ে আনে স্থানীয় প্রশাসন। বাজারটি সরিয়ে আনার আগে কাঁচা পণ্যের দাম ঊর্দ্ধগতির মধ্যে কিছুটা সহনশীল থাকলেও সম্প্রতি তরিতরকারির দাম বেপরোয়াভাবে বৃদ্ধি পেয়েছে। এতে করে এই মাহে রমজান ও করোনা দূর্যোগের সময় ক্রেতা সাধারণের নাভিশ্বাস উঠেছে।
করোনার সংক্রমণ থেকে রক্ষায় সরকারী নির্দেশনায় মোংলা বাজারের নিত্য প্রয়োজনীয় দোকানপাট ছাড়া অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। বাণিজ্যিক জাহাজ, ইপিজেড ও শিল্পকলকারখানায় কমে গেছে কর্মসংস্থান। লবণ পানি অধ্যুষিত মোংলায় সবজি চাষ না হওয়ায় রমজান ও করোনা দুর্যোগ পরিস্থিস্থিতিতেও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বিশেষ করে কাঁচা তরিতরকারির অতিরিক্ত বাড়তি দামের কারণে অসহায় হয়ে পড়েছে গরীব আর নি¤œমধ্যবিত্ত পরিবারের মানুষগুলো। ক্রেতা সাধারণের অভিযোগ, কাঁচা বাজার কেন্দ্রিক গড়ে ওঠা ১৩ সিন্ডিকেট চক্রের কাছে জিম্মি হয়ে পড়েছেন তারা। আর খুচরা ব্যবসায়ীরা বলছেন, তারাও অসহায় সিন্ডিকেট চক্রের কাছে। সিন্ডিকেটের বেঁধে দেয়া দামের চেয়ে কোন খুচরা দোকানদার কম দামে পণ্য বিক্রি করতে পারে না। বর্তমান সময়ে প্রান্তিক চাষীরা সবজির তেমন দাম না পেলেও অভিযোগ উঠেছে মোংলার ১৩ জনের সংঘবদ্ধ দু’টি পৃথক সিন্ডিকেট আড়ৎদার চক্র কেনার চেয়ে কয়েকগুন বেশী দামে মোংলার প্রধান বাজারে কাঁচা পণ্য খুচরা দোকানদারদের কাছে বিক্রি করছে। আইনশৃংখলারক্ষাকারীর সদস্যদের হাত থেকে রক্ষা পেতে সিন্ডিকেট চক্র পণ্যের কেনার মুল রশিদ পরিবর্তন করে বেশী দাম লেখিয়ে ডপ্লুকেট স্লিপ তৈরী করে থাকে বলেও অভিযোগ রয়েছে।
অনুসন্ধানে জানা গেছে, এ সিন্ডিকেট চক্রের অন্যতম সদস্য হলো রফিক, কামরুল, জাহিদ, সুমন, বাদল, জামাল, নাসির, কবির, ফিরোজ, আলু শাজাহান, মান্নান, আঃ গণি ও কালু । কেজি প্রতি কোন কোন পণ্যে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়তি দামে পণ্য কিনতে বাধ্য করছে খুচরা ব্যবসায়ীদের। যার ফলে খুচরা দোকানদের হাত ঘুরে ক্রেতাদের সে পণ্য কিনতে হচ্ছে আরো বেশী দামে। রাজনৈতিক পরিচয় বহনকারী ওইসব সিন্ডিকেটের হোতারা দেখাচ্ছেন নানা অজুহাত। অল্প দিনের ব্যবধানে এ চক্রের সদস্যরা আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন।
কয়েকজন সাধারণ ক্রেতা ও খুচরা দোকানদাররা অভিযোগ করে বলেন, কয়েকজন পাইকার মিলে সিন্ডিকেট করে খুলনা থেকে কাঁচামাল এনে অনেক বেশী দামে তাদেরকে তা কিনতে বাধ্য করে। ফলে পণ্যের ক্রয় দাম অনেক বেশী ও তাদের সামান্য লাভ মিলিয়ে অন্যান্য স্থানের চেয়ে এখানে তরিতরকারির দাম বেশী পড়ে যায়। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, খুলনা থেকে পেশী শক্তির জোরে প্রভাবশালী এ সিন্ডিকেট চক্র সাধারণ ব্যবসায়ীদের কাঁচা পণ্য কিনে আনতে দেয় না। তাদের বেধে দেয়া দামেই খুচরা দোকানদারদের পণ্য বিক্রি করতে বাধ্য হতে হয়। এ নিয়ে সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ দিলেও কোন প্রতিকার মেলেনি। বরং এতে সিন্ডিকেট চক্র আরো বেপরোয়া হয়ে উঠেছে।
এদিকে পাইকারী আড়ৎদাররা অতিরিক্ত দাম নেয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, তারা খুবই স্বল্প পরিমাণ লাভ করে খুচরা ব্যবসায়ীদের কাছে পণ্য বিক্রি করেন। আড়ৎদারদের মধ্যে কোন সিন্ডিকেট নেই বলে তারা দাবি করেন।
এ ব্যাপারে মোংলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাহাত মান্নান মোংলা বাজারে কাঁচা বাজারের তরিতরকারীর দাম বেশি এমনটা স্বীকার করে বলেন, মোংলা বাজারে নিত্য কাঁচা পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার কেন্দ্রিক সিন্ডিকেট চক্রটি যতই প্রভাবশালী হোক না কেন তা চিহ্নিত করে তাদের আইনের আওতায় আনা হবে।
রামপালে করোনাদূর্গতদের মাঝে খুলনা সিটি মেয়রের সরকারী ত্রান বিতরণ
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে করোনাদূর্গতদের মাঝে সরকারী ত্রান বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক। রোববার সকাল ১০ টায় প্রথমে গৌরম্ভা ইউনিয়ন, এরপর রাজনগর, হুড়কা, বাইনতলা, বাঁশতলী এবং উজলকুড় ইউনিয়নে সরকারী ত্রান বিতরন করা হয়। তিনি বলেন, দল মত নির্বিশেষে সবাইকে ত্রান দেয়া হবে। এ বিষয়ে কোনো দূর্নিতী করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্ল্যা আঃ রউফ,রামপাল এসিল্যান্ড শোভন সরকার,ওসি তদন্ত নজরুল ইসলাম সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। এছাড়া গোনা ব্রীজ এলাকায় রূপসী বাংলা ট্রান্সপোর্ট এর মালিক মোঃ হারুনুর রশীদ ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন । সেখানেও সিটি কর্পোরেশনের মেয়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
শৈলকুপায় মুদি দোকানিকে পিটিয়ে হত্যা
ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সুবিদ্দা গোবিন্দপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জোয়াদ আলী (৪৫) নামের এক মুদি দোকানিকে পিটিয়ে হত্যা করেছে তার প্রতিবেশীরা। রোববার সকালে এ ঘটনা ঘটে। নিহত জোয়াদ আলী ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।
স্থানীয় জানায়, জোয়াদ আলী বাড়ির সামনে এক দোকানে ব্যবসা করে। শনিবার রাতে কে বা কারা তার দোকানের সামনে মলত্যাগ করে। সকালে দোকান খুলতে এসে দেখে শোরগোল শুরু করে। সেময় প্রতিবেশী হায়দারের সাথে তার বাকি-বিতন্ডা হয়। এরই একপর্যায়ে হায়দার ও তার লোকজন জোয়াদ আলীকে মারধর করে। এসময় সে গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা ঘটনাস্থলে যাচ্ছি। এর সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
দৈনিক খুলনাঞ্চলে সংবাদ প্রকাশ: ভাতার কার্ড হাতে সেই বৃদ্ধার পাশে সমাজসেবা কর্মকর্তা
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
‘৯৫ তেও জোটেনি ভাতা!’ শিরোনামে পাঠকপ্রিয় দৈনিক খুলনাঞ্চল পত্রিকায় যশোরের মণিরামপুরের হাছিনা বেগমকে নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় রোববার (৩ মে)। প্রকাশিত সংবাদটি হিঁড়িক ফেলে চারদিকে। সমালোচিত হন স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্টদের কর্মকা-। একইসাথে প্রকাশিত সংবাদটি নজরে আসে উপজেলা প্রশাসনসহ উপজেলা সমাজ সেবা অফিসের। সংবাদ প্রকাশের কয়েক ঘন্টার মধ্যে সেই বৃদ্ধাকে অফিসে ডেকে রোববার (৩ মে) বেলা ১১টা ৫ মিনিটে ভাতার কার্ড হাতে তুলে দেন মণিরামপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
চলতি মাসেই তিনি ছয় মাসের অগ্রিম ভাতা তিন হাজার টাকা পেতে পারেন। অথবা কয়েকমাস পরে একসাথে এক বছরের ভাতা ছয় হাজার টাকা পাবেন। ভাতার বই হাতে পেয়ে মহা খুশি দৃষ্টি প্রতিবন্ধী বৃদ্ধা হাছিনা বেগম। বৃদ্ধার একমাত্র অবলম্বন ভ্যান চালক ছেলে রফিকুল ইসলাম বলেন, আল্লাহর কাছে হাজার শুকরিয়া আপনাদের (গণমাধ্যম কর্মী) মাধ্যমে আমার মায়ের শেষ বয়সে একটা গতি হয়েছে। এতবছর ধরে মা’র একটা কার্ডের জন্যি কতবার যে চেয়ারম্যান-মেম্বরের পিছনে হাঁটিছি। কেউ কিছু দিইনি। সবাই টাকা চায়। মো. রোকনুজ্জামান বলেন, সংবাদটি ফেসবুকে দেখা মাত্র রোহিতা ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সমাজ সেবা কর্মী সাধনা অধিকারীর সাথে কথা বলি। এরপর স্থানীয় ইউপি সদস্য আমিনুল হাসান শিল্পির মাধ্যমে ওই বৃদ্ধাকে অফিসে আসতে বলি। এরপর ভাতার কার্ড তার হাতে তুলে দিই।
হাছিনা বেগম উপজেলার রোহিতা ইউপির সরসকাঠি গ্রামের মৃত আলেক গাজীর স্ত্রী। বহু বছর আগে তিনি স্বামীকে হারিয়েছেন। এরপর দুই ছেলে থাকতেও অন্যের বাড়ি কাজ করতেন তিনি। পরে বড় ছেলে ভ্যানচালক আব্দুল খালেকের কাছে থেকেছেন কিছুদিন। কয়েক বছর আগে বড় ছেলে অসুস্থ হয়ে মারা যান। তারপর থেকে নানা রোগব্যাধি নিয়ে ছোট ছেলে রফিকুল ইসলামের সংসারে পড়ে আছেন হাছিনা বেগম।
কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে সিটি মেয়রের খাদ্যসামগ্রী বিতরণ
তথ্য বিবরণী
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক করোনাভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ‘মানবিক সহায়তা কর্মসূচির’ আওতায় রবিবার সকালে খুলনা বিভাগীয় শ্রম দপ্তর চত্বরে পাঁচশ ৬০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে আট কেজি করে চালসহ খাদ্যসামগ্রী বিতরণ করেন। খাদ্যসামগ্রী বিতরণকালে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মোঃ মিজানুর রহমান, মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রণজিৎ কুমার ঘোষ ও শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এ পর্যন্ত এক হাজার দুইশত ২০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে চালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো এক হাজার ৮০ কর্মহীন বাসচালক ও হেলপারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।
জনপ্রশাসন সচিবের চিকিৎসক-সাংবাদিক-কৃষকদের মাঝে স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম বিতরণ
তথ্য বিবরণী
জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন রবিবার দুপুরে খুলনা সার্কিট হাউজে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সংবাদকর্মী ও কৃষকদের মাঝে ব্যক্তিগত স্বাস্থ্যসুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিরতণ করেন। পিপিই বিতরণকালে জনপ্রশাসন সচিব বলেন, জীবনের সুরক্ষা সবার আগে। করোনাভাইরাস মোকাবেলায় যাঁরা সম্মুখে থেকে য্দ্ধু করছেন তাঁদের সুরক্ষা জরুরি। চিকিৎসাকর্মী, আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত বাহিনী, সংবাদকর্মীরা অসীম সাহসিকতার সাথে তাঁদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি আরও বলেন, আমরা যেন কোন অবস্থাতেই কোভিড-১৯ এ আক্রান্তদের প্রতি অমানবিক আচরণ না করি। একটু সহানুভূতি তাদের মনোবল বৃদ্ধিতে অনেক সহায়ক হবে।
তিনি পিপিই-এর সঠিক এবং প্রয়োজনমতো ব্যবহারের পরামর্শ দিয়ে বলেন, সকলের নাইন্টি ফাইভ কোয়ালিটির মাস্ক পরার দরকার নেই। শুধুমাত্র চিকিৎসাকরা এটা ব্যবহার করবেন। সকলের সচেতনতা ও সতর্কতাই বেশি প্রয়োজন।
পিপিই বিতরণকালে খুলনার বিভাগীয় কমিশনার ড. মুঃ আনোয়ার হোসেন হাওলাদার, জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মোঃ রেজা সেকেন্দার, খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ, খুলনার সিভিল সার্জন ডা: সুজাত আহমেদ, খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পঙ্কজ কান্তি মজুমদার, প্রেসকাবের সভাপতি এসএম নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, কৃষক সংগঠন এবং প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে পিপিই তুলে দেন।
মণিরামপুরে দুই ঝুলন্ত লাশ উদ্ধার
মণিরামপুর (যশোর) প্রতিনিধি
যশোরের মণিরামপুরে দেনার দায়ে ও রোগের জ¦ালা সইতে না পেরে এক পুরুষ ও এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (২ মে) রাতে উপজেলার খানপুর ইউপির ঘুঘুদা ও মুন্সিখানপুর গ্রামে পৃথক ঘটনা দুইটি ঘটে। খবর পেয়ে রোববার (৩ মে) সকালে লাশ দুইটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত তারক দাস (৫৫) ঘুঘুদা গ্রামের মৃত জগবন্ধু দাসের ছেলে এবং আয়েশা বেগম (৩৫) মুন্সি খানপুর গ্রামের গোলাম রব্বানী তোতার স্ত্রী। মণিরামপুর থানার এসআই সৈয়দ আজাদ আলী বলেন, তারক দাস চুড়ি-ফিতা বিক্রি করতো। সংসারের বোঝা টানতে তিনি বেশ কিছু টাকা ঋণ হয়ে পড়ে সে। প্রায়ই পরিবারের লোকজনকে সে আত্মহত্যার কথা বলত। শনিবার রাতে ওষুধ কেনার কথা বলে বাড়ি থেকে বের হয় তারক। রাতে আর বাড়ি ফেরেনি। পরে রোববার সকালে বাড়ির পাশে মেহগনী গাছের সাথে ঝুলন্ত অবস্থায় স্বজনরা তার লাশ উদ্ধার করেন। তারক গলায় রশি জড়িয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে মুন্সিখানপুর গ্রামের আয়েশা বেগম দীর্ঘদিন রোগাক্রান্ত ছিলেন। গত ১০-১২ বছর ধরে স্বামী তার কোন খোঁজ নেননি। মানসিক ভারসাম্য হারিয়ে শনিবার রাতের কোন একসময় তিনি গলায় রশি পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। রোববার সকালে স্বজনরা তার লাশ উদ্ধার করেন, বলেন এসআই আজাদ।
এসআই আজাদ বলেন, লাশ দুইটি উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পৃথক ঘটনায় থানায় দুইটি অপমৃত্যু মামলা হয়েছে।
বিএনপি নেতা বকুলের উদ্যোগে নগরীতে ছিন্নমূল দুঃস্থদের মাঝে ইফতার বিতরণ
খবর বিজ্ঞপ্তি
বিশ^ব্যাপী মহামারি করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশের নি¤œ আয়ের প্রতিটি পরিবার কর্মহীন হয়ে পরেছে। এই চরম সংকটে খুলনা মহানগরীর প্রতিটি ওয়ার্ড ও থানায় দুস্থ, অসহায়, কর্মহীন মানুষের মাঝে ধারাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করে যাচ্ছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল ও বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।
রবিবার বিকেলে নগরীর সদর ও সোনাডাঙ্গা থানায় করোনা প্রাদুর্ভাবে ছিন্নমূল ও দুঃস্থদের মাঝে বিএনপি নেতা বকুলের উদ্যোগে খুলনা জেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক মিরাজুর রহমান মিরাজ) ইফতার বিতরণ করেন। এ সময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সিনিয়ার যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নাদিমুজ্জামান জনি, যুগ্ম সম্পাদক আফজাল ফারাজি, ক্রীড়া সম্পাদক শেখ সজিব, সমাজ কল্যাণ সম্পাদক মেজবাউল হাসান শুভ, সহ ক্রীড়া সম্পাদক মো: আমির হোসেন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুস সালাম, সুন্দরবন কলেজ ছাত্রদলের ছাত্রনেতা নয়ন, সন্জু, সাজু, শাহিন, হোসেন প্রমুখ।
খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাবার দিলেন শেখ সুজন
খবর বিজ্ঞপ্তি
খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাদ্য সামগ্রী দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পুষ্টিকর ফল ও শুকনো খাবার মোট ১৫ রকমের। এ ব্যাপারে খুলনা মহানগর যুলীগের নেতা শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, করোনা রোগীদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকায় তারা বাড়ী থেকে বের হতে পারছেন না। ফলে অসুস্থ্য রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহের জন্য কেউ নেই। এ কারনেই আমরা এই রোগীদের খাবার বিতরণ করছি। পাশাপাশি করোনা আক্রান্ত পরিবারের মাঝেও আমরা খাবার দিচ্ছি।
মুরগী খামারীদের লোকসান লাঘবে নিম্ম আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের মুরগী বিতরণ: বর্তমান পরিস্থিতিতে মুরগী খামারীরা প্রচুর লোকসানে পরেছে। কমেছে মুরগীর দাম, কমেছে বিক্রি। অসহায় এই মুরগী খামারীদের লোকসান লাঘবে নিম্ম আয়ের মানুষের মাঝে মুরগী বিতরণ করছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহান হোসেন শাওন জানান, আমরা খামারীদের লোকসান কমাতে তাদের কাছ থেকে মুরগী কিনছি। এই মুরগী আমাদের নিম্মবিত্তদের মাঝে বিতরণ করছ্।ি রবিবার নগরীর ময়লাপোতা ও নিউ মার্কেট মোড়ে দেড়শত নিম্ম আয়ের মানুষের মাঝে আমরা এটি বিতরণ করেছি।
খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সহযোগিতায় ছাত্রলীগ পর্যায়ক্রমে এই কার্যক্রম প্রত্যেকটি ইউনিটে শুরু করবে। এতে খামারীদের যেমন মুরগী অবিক্রিত থাকবে না পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও মিটবে।
নগরীতে ২৪নং ওয়ার্ড বিএনপি’র ত্রাণসামগ্রী বিতরণকালে মঞ্জু: দেশের জনগণ জানে কারা দুঃসময় মানুষের পাশে থাকে
খবর বিজ্ঞপ্তি
বিশ্ব জুড়ে মহাবিপর্যয় নামিয়ে এনেছে প্রাণঘাতি করোনা ভাইরাস। ইতোমধ্য সারাবিশ্ব ছড়িয়ে পড়েছে এই ভাইরাস। এই ভাইরাসে বিশ্বব্যাপি আক্রান্ত লাখ লাখ মানুষ মৃত্যুবরণ করেছে। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও থাবা বসিয়েছে করোনা ভাইরাস। ভাইরাসটি প্রতিরোধে দেশে লকডাউন চলছে। লকডাউনে মানুষকে ঘরে রাখতে চালানো হচ্ছে সচেতনতামুলক নানা কর্মসুচি। তারপরও কেউ ঘরে বন্ধি থেকে দুঃসহ জীবন-যাপন করছে।
বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাস্ট্র, বাংলাদেশ নামক রাস্ট্রে একটি জনপ্রিয় রাজনৈতিক দল, তার নাম বিএনপি। বিএনপি মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দেয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে। কিন্তু আজ সংগ্রাম করতে হচ্ছে অদৃশ্য শক্তি করোনা ভাইরাসের বিরুদ্ধে। বিএনপি দীর্ঘ ১২ বছরের মত রাস্ট্রীয় ক্ষমতায় নেই। তার পরও নেতা-কর্মিদের অর্জিত অর্থ দিয়ে এই সংকটময় মুহুর্তে মানুষের পাশে আছে। এ দেশের জনগণ জানে কারা দুঃসময় মানুষের পাশে থাকে।
গতকাল রবিবার বিকেল ৩টায় নগর বিএনপি’র ত্রাণ কর্মসুচির অংশ হিসেবে সদর থানার ২৪নং ওয়ার্ড বিএনপি’র উদ্যোগে নিরালা ওয়ার্ড কার্যালয় প্রাঙ্গণে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণকাল উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দীপু, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, মজিবর রহমান ফয়েজ, শরিফুল ইসলাম বাবু, কাউন্সিলর শমসের আলি মিন্টু, আব্দুল মতিন, আব্দুর রাজ্জাক, ওমর ফারুক, আল বেলাল, মহিলা কাউন্সিলর মাজেদা খাতুন, জিএম মঈন উদ্দিন, হুমায়ুন কবির, তৈয়ব ফরাজী, ইউসুফ মোল্যা, ইকবাল হোসেন, খায়রুল বাশার, ডা. ফারুক হোসেন, শাকিল আহমেদ, শরিফুল ইসলাম টিটু, হাওলাদার সুমন, মাহিম আহমেদ রুবেল, মুশফিকুর রহমান অভি, হাসান আল মামুন, আবিদ আল রাহাত, আবির হাসান, ডা. আব্দুস সালাম, শাহাবুদ্দিন, আবু তালেব, কাওছারি জাহান মঞ্জু, বাপ্পী, দুলাল, আবুল, ফরিদা, কাকলী প্রমুখ।
খুলনা নগরীতে ৯ জনকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে পুলিশ
স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর পুলিশ বিগত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে খুলনা মহানগরীতে আগত ০৯ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে।
কেএমপির মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বিভিন্ন জেলা থেকে আগত ৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তারা হলেন যথাক্রমে খুলনা থানায় ৪জন(ঢাকা), হরিনটানা থানায় ৩জন(ঢাকা), লবনচরা থানায় ১জন(মানিকগঞ্জ) এবং খালিশপুর থানায় ১ জন(নারায়ণগঞ্জ)।
ঢাকা থেকে করোনা নিয়ে ফেরা বাগেরহাটের ৬ জন সুস্থ
বাগেরহাট প্রতিনিধি
ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ে ফিরে আসা বাগেরহাটের কিশোর জিয়াদ জোমাদ্দার (১৩) ও তার পরিবারের ছয় সদস্য করোনামুক্ত। খুলনা মেডিক্যালের পিসিআর ল্যাব থেকে তাদের নমুনা রিপোর্ট নেগেটিভ এসেছে। রবিবার (৩ মে) সকালে সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ১৩ এপ্রিল দিবাগত মধ্যরাতে সদর উপজেলার ডেমা ইউনিয়নের বড় বাঁশবাড়িয়া গ্রামের জালাল জোমাদ্দার নামে এক ব্যক্তি তার কিশোর ছেলেকে হৃদরোগের চিকিৎসা করাতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করেন। সেখানে ছয় দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৯ এপ্রিল ওই কিশোরের শরীরে করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআরে পাঠায়। কর্তৃপক্ষ ২৬ এপ্রিল ওই কিশোরকে ছাড়পত্র দিয়ে রিপোর্ট পজিটিভ হলে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করতে বলে। আর রিপোর্ট ভালো হলে বাড়িতে যেতে বলে। কিন্তু কিশোরকে হাসপাতালে না নিয়ে পরিবার বাগেরহাটে বাড়িতে চলে আসে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তার রিপোর্ট পজিটিভ পায়।’
তিনি আরও বলেন, ‘গত ২৮ এপ্রিল রাতে হৃদরোগ ইনস্টিটিউট বিষয়টি বাগেরহাট জেলা প্রশাসনকে অবহিত করে। খবর পেয়ে স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার বাড়িতে যায়। এ সময় জিহাদ জমাদ্দারসহ তার পরিবার এবং বাড়ির আশপাশের ১৪ জনের নমুনা আবারও সংগ্রহ করে খুলনা মেডিক্যালের পিসিআর ল্যাবে পাঠানো হয়। রবিবার সকালে জিহাদসহ তার বাড়ির ছয় সদস্যের নমুনা রিপোর্ট বাগেরহাট স্বাস্থ্য বিভাগের কাছে আসে। তাতে সবার রিপোর্ট নেগেটিভ এসেছে। তারা সুস্থ হয়ে গেছেন। এর আগেও ফরিদপুর থেকে করোনা নিয়ে ফেরা এক মুয়াজ্জিন সুস্থ হয়েছেন।’ সেই হিসেবে বাগেরহাটে এখন আর কোনও করোনা রোগী নেই বলে তিনি জানান।
শিকলে বাঁধা শিশুর জীবন, পরিবার বাঁধা অভাবে
কুষ্টিয়া প্রতিনিধি
৯ বছর তিন মাস বয়সের শিশু শান্ত। জন্মের সময় শিশুটি শান্ত স্বভাবে বেড়ে উঠবে এমনাই প্রত্যাশা করে নাম রাখা হয়েছিল তার। কিন্তু শান্ত তার বাবা মায়ের দেওয়া নামের বিপরীতভাবে বেড়ে উঠছে। সে অশান্তের মতো আচরণ করে, প্রতিবেশির ঘরে ঢিল মারে, মেরে ফেলতে যায় ছোট ভাইকে। তাই শিশু শান্ত ৫ বছর ধরে দড়ি ও শিকলে বাঁধা জীবনযাপন করছে। শিশুটির বাড়ি কুষ্টিয়ার মিরপুর উপজেলা ছাতিয়ান ইউনিয়নের কালিতলা এলাকায়। তার পিতা জসিম উদ্দিন একজন প্রান্তিক কৃষক। শান্ত এখন পরিবারের জন্য বোঝা।
শান্তের আচারণ সইতে পারে না তার পরিবার সহ প্রতিবেশিরাও। তাই শান্তকে রাত হলেই নির্জন বাঁশ বাগানে শিকল দিয়ে বেধে রেখে আসে। শান্তের চিকিৎসার খরচ চালাতে ব্যর্থ কৃষক জসিম উদ্দিন। ৫ বছর বয়স থেকেই তাকে গাছে শিকল ও দড়ি দিয়ে বেঁধে রাখে তার পরিবার।
শিশু শান্তের পিতা জসিম উদ্দিন বলেন, ‘জন্মের পরে আমরা কিছুই বুঝতে পারিনি। তবে তিন বছর বয়সে তার অবস্থা বুঝতে পারি। সে প্রথমে রান্না ঘরের গোবরের দেওয়া লাঠি (গরুর গোবর দিয়ে তৈরী জ্বালানী) খেতে শুরু করে। বাড়ির পাশের ময়লা-আবর্জনা, মাটি, সাবানের ফেনা, কলা গাছ, কপির ডাটা, জামের বিচি খেতে দেখে আমি অবাক হই। এরপর আমি ২০১৪ সালে রাজশাহীতে চিকিৎসার জন্য নিয়ে যায়। আমি পেশায় একজন দিনমজুর। বর্গা নিয়ে চাষ করি ও অন্যের জমিতে লেবার দিয়ে সংসার চালায়। ছেলের চিকিৎসার টাকা জোগাড় করতে পারিনি।’
তিনি আরো জানান, ‘একবেলা ভাত জোটে তো অন্য বেলা জোটে না। ছেলেকে চিকিৎসা করানোর মতো ক্ষমতা আমার নেই। শান্ত ঘুমাতে দেয় না। রাত ২ টায় ঘুমায়। প্রতিবেশিদের রাতে ঢিল ছুঁড়ে। তাই দিনে ১৫-১৬ ঘণ্ট বাঁধা থাকে। আমার এই সন্তানের চিকিৎসা করার জন্য আমি সমাজের বিত্তবানদের প্রতি সাহায্যের আবেদন করছি। আমার নগদ হিসাব নম্বর- ০১৯২৩০৭৪৭০৭। আমি বর্তমানে খুবই অসহায় হয়ে পড়েছি। ’
শিশু শান্তের মা সিমা খাতুন বলেন, ‘সে রাতে ঘুমাতে দেয়না। আমার ছোট ছেলেকে একাধিকবার মেরে ফেলতে গিয়েছিলো। নিজের সন্তানকে বাঁধা কোন মায়ের পক্ষেই সহ্য করা সম্ভব না।’
শিশু শান্ত কারো সাথে কথা বলে না। তার নাম ঠিকানা কিছুই বলতে পারে না। নির্মমভাবে এই শিশুটিকে বেঁধে আর কতদিন বেঁচে থাকতে পারবে এই প্রশ্ন এলাকার সাধারন মানুষের। তবে শিশুটির পরিবার ও এলাকাবাসী শান্তের চিকিৎসার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন। ছাতিয়ান ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন বিশ্বাস বলেন, শান্তর প্রতিবন্ধী ভাতার কার্ড করা হয়েছে। পরিষদ থেকে উক্ত পরিবারকে সরকারি সকল প্রকার সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে। এছাড়া আমি ব্যাক্তিগতভাবে সাহায্যে করি। আসলে শান্ত একজন বুদ্ধি প্রতিবন্ধী শিশু। এ লকডাউন উঠে গেলে তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে পাঠানো হবে।
মিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা জামশেদ আলী বলেন, ‘সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়া হয়েছে। সরকারি কোন সাহায্য সহযোগিতা দেওয়ার পরিপত্র আসলে তাহলে তাকে দেওয়ার ব্যবস্থা করা হবে।’