মণিরামপুর (যশোর) প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে কফিল উদ্দিন (৬৭) নামে সাবেক সেনা সদস্য এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতে উপজেলার জয়পুর গ্রামের বাড়িতে মৃত্যুবরণ করেন তিনি।
মণিরামপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জানান, কফিল উদ্দিনের আদি বাড়ি রংপুর জেলায়। তার পিতার নাম গোলাম রসুল (মৃত)। তিনি মণিরামপুরের জয়পুর গ্রামের আব্দুল গফফার মেম্বরের মেয়েকে বিয়ে করেন। সেই সূত্রে জয়পুর এলাকার বাসিন্দা হয়ে যান তিনি।দীর্ঘদিন ধরে কফিল উদ্দিন হার্টের সমস্যায় ভুগছিলেন। অবশেষে শনিবার রাত ১২টার দিকে তিনি মারা যান।
এদিকে রোববার দুপুরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর উদ্যোগে দুই দফা গার্ড অব অনারের মাধ্য দিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে জাতির এই বীর সন্তানের। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলাউদ্দিন, সেনাবাহিনীর একটি টিম, থানার এসআই জহির রায়হানসহ পুলিশ সদস্যরা, আনসার-ভিডিপির দলনেতা সুমন হোসেন উপস্থিত ছিলেন।