স্টাফ রিপোর্টার:
খুলনা করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের খাদ্য সামগ্রী দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজন। রবিবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে পুষ্টিকর ফল ও শুকনো খাবার মোট ১৫ রকমের।
এ ব্যাপারে খুলনা মহানগর যুলীগের নেতা শেখ শাহাজালাল হোসেন সুজন জানান, করোনা রোগীদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকায় তারা বাড়ী থেকে বের হতে পারছেন না। ফলে অসুস্থ্য রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহের জন্য কেউ নেই। এ কারনেই আমরা এই রোগীদের খাবার বিতরণ করছি। পাশাপাশি করোনা আক্রান্ত পরিবারের মাঝেও আমরা খাবার দিচ্ছি।
মুরগী খামারীদের লোকসান লাঘবে নিম্ম আয়ের মানুষের মাঝে ছাত্রলীগের মুরগী বিতরণ:
বর্তমান পরিস্থিতিতে মুরগী খামারীরা প্রচুর লোকসানে পরেছে। কমেছে মুরগীর দাম, কমেছে বিক্রি। অসহায় এই মুরগী খামারীদের লোকসান লাঘবে নিম্ম আয়ের মানুষের মাঝে মুরগী বিতরণ করছে খুলনা মহানগর ছাত্রলীগ। খুলনা মহানগর ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক সোহান হোসেন শাওন জানান, আমরা খামারীদের লোকসান কমাতে তাদের কাছ থেকে মুরগী কিনছি। এই মুরগী আমাদের নিম্মবিত্তদের মাঝে বিতরণ করছ্।ি রবিবার নগরীর ময়লাপোতা ও নিউ মার্কেট মোড়ে দেড়শত নিম্ম আয়ের মানুষের মাঝে আমরা এটি বিতরণ করেছি। খুলনা মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহাজালাল হোসেন সুজনের সহযোগিতায় ছাত্রলীগ পর্যায়ক্রমে এই কার্যক্রম প্রত্যেকটি ইউনিটে শুরু করবে। এতে খামারীদের যেমন মুরগী অবিক্রিত থাকবে না পাশাপাশি মানুষের পুষ্টি চাহিদাও মিটবে।