স্টাফ রিপোর্টার
নগরীর খানজাহানআলী থানাধিন যোগীপোল এলাকার এক কিশোরী (১৫) গণধর্ষনের শিকার হয়েছে। এঘটনায় শনিবার খানজাহান আলী থানায় মামলা দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত অভিযুক্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।
খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গত ৩০ এপ্রিল ওই কিশোরীকে ডেকে নিয়ে খানজাহান আলী থানাধিন যোগিপোল এলাকার মুনসুরের পুকুর পাড়ের একটি বাড়িতে নিয়ে গণধর্ষন করে। গতকাল শনিবার বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। এঘটনায় অভিযুক্ত ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে বলেও জানান তিনি।