খুলনায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু

2
Spread the love

স্টাফ রিপোর্টার:

 করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ১২ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

খুমেক হাসপাতালের আবাসিক ফিজিসিয়ান ও করোনা ওয়ার্ডের মূখপাত্র ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস বলেন, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ার সংক্রমণ থাকায় পরে তাকে করোনা সাসপেক্টেড আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তর করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়। তার শ্বাসকষ্টের উপসর্গ থাকায় করোনা সংক্রমণ আছে কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।