স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের রামপাল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামিল হোসেন জামু’র ছোট ভাই শেখ সোয়েব আলী (৫৫) সন্ত্রাসী হামলায় গুরুতর জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আজ বৃহস্পতিবার তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বুধবার দিবাগত রাতে সেহেরী শেষে মাছের আড়তে যাবার পথে পুর্ব শত্রুতার জেরধরে দুর্বৃত্বরা অতর্কিত হামলা চালিয়ে রড় ও হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে খুমেক হাসপাতালে এনে ভর্তি করেন। একাধিক সূত্রমতে, স্থানীয় রাজনীতি, ব্যবসায়িক দ্বন্দ ও পুর্বশত্রুতার জের ধরে এ হামলা চালিয়েছে ওই পরিবারের চিহিৃত শত্রুরা।
শেষ খবর পাওয়া পর্যন্ত এঘটনায় মামলার প্রস্তুতি চলছিল। আহত শেখ সোয়েব আলী জানান, স্থানীয় মোশাররফ মোল্লা, হেমায়েত মোল্লা, মামুন ঢালী, আফসার ঢালী, রয়েল, জুলফিকার, মোজাম্মেল, এনামুলসহ অজ্ঞাত ৮/১০ জন আমার ওপর আক্রমণ করে।
কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, আহতের বুকে ও মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়েছেন। ৭২ঘন্টা না গেলে তার ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।