খুলনাঞ্চল ডেস্ক
পবিত্র নগরী মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী মুসল্লিদের জন্য শিগগিরই খুলে দেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে সৌদি সরকার। দু’টি পবিত্র মসজিদ বিষয়ক জেনারেল প্রেসিডেন্সির প্রধান শেখ আবদুল রহমান আল-সৌদিআসের বরাত দিয়ে বুধবার (২৯ এপ্রিল) এ সংবাদ প্রকাশ করেছে সৌদি গ্যাজেট।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২৮ এপ্রিল) করোনা ভাইরাস শনাক্তের জন্য উন্নত প্রযুক্তির থার্মাল ক্যামেরা বসানো হয়েছে মক্কার মসজিদুল হারামের প্রবেশদ্বারগুলোতে। যার মাধ্যমে এক সময়ে ২৫ জনের দেহ স্ক্যানিং করা যাবে এবং কোনো ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত থাকলে তা তাৎক্ষণিক শনাক্ত করা যাবে।
থার্মাল ক্যামেরা বসার পর শেখ আবদুল রহমান আল- সৌদিআস বলেন, সময় এসে গেছে পবিত্র মসজিদ দুইটির প্রবেশদ্বার খুলে দেওয়ার। আল্লাহ চাইলে, সবকিছু ঠিক থাকলে আর রাষ্ট্র চাইলে আমরা মুসলিম উম্মার জন্য মসজিদ দুইটি খুলে দেব।
থার্মাল ক্যামেরার বিষয়ে তিনি বলেন, একসঙ্গে ২৫ জনকে স্ক্যান করা সম্ভব হবে। যদি কোনো ব্যক্তির অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে তবে এই ডিভাইসে তা প্রদর্শিত হবে।