৮ মাসের ছেলেকে গলা কেটে হত্যা, মা আটক

5
Spread the love

খুলনাঞ্চল রিপোর্ট:

সিরাজগঞ্জে দাম্পত্য কলহের জের ধরে ৮ মাস বয়সী এক শিশুকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল ২৮ এপ্রিল, মঙ্গলবার রাতে শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডটি ঘটে। এ ঘটনায় শিশুটির মা মুক্তা পারভীনকে (২১) পুলিশ আটক করেছে।

নিহত বেলাল হোসেন মাহিম জামিরতা জোতপাড়া গ্রামের রডমিস্ত্রি আব্দুল্লাহ আল মামুনের ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির নানা মোহাম্মদ আলী ও নানি দুলু খাতুনকেও থানায় নেয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ৪ বছর পূর্বে পারিবারিকভাবে একই ইউনিয়নের ছোট মহারাজপুর গ্রামের মোহাম্মদ আলীর পালিত কন্যা মুক্তা পারভীনের সাথে জামিরতা জোতপাড়া গ্রামের মোঃ মখদুম আলীর ছেলে আব্দুল্লাহ আল মামুনের বিয়ে হয়।

৮ মাস আগে তাদের ঘরে একমাত্র পুত্র সন্তান মাহিনের জন্ম হয়। এর ২ মাস পর দাম্পত্য কলহের জেরে গত বছরের আগস্ট মাসে দুজনের ছাড়াছাড়ি হয়। এর দুই মাস পর আবার বিয়ে করে একত্রে বসবাস শুরু করে তারা।

নিহতের দাদি পারভীন, চাচা আসাদুজ্জামান ও চাচাতো চাচা আমিরুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যায় ইফতারের পর মাহিমের বাবা আব্দুল্লাহ আল মামুন ধান কাটতে যান। তারাও তাকে এগিয়ে দিতে যান।

রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে দেখেন ঘরের মেঝেতে মাহিমের গলাকাটা লাশ পড়ে আছে। এসময় শিশুটির মুখ লাল স্কচটেপ দিয়ে আটকানো ছিল। এসময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয় এবং পুলিশে খবর দেয়া হয়। তার শিশুটির মা মুক্তাকেও তারা খুঁজে পাচ্ছিলেন না।

প্রাথমিকভাবে তাদের ধারণা, পরকীয়ার জের ধরে নিহতের মা মুক্তাই তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যার পর পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, শিশু হত‍্যার খবর পেয়ে রাতে ঘটনাস্থল থেকে গলাকাটা লাশ উদ্ধার করে রাতেই থানায় নিয়ে আসা হয়। এসময় ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি ছুরিও উদ্ধার করা হয়।

নিহতের মা মুক্তা পারভীনকে আটক করতে বিভিন্ন সড়কে চেকপোস্ট বসানো হয়। পরে ভোর নাগাদ তাকে আটক করা হয়।

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আতাউর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মুক্তা খাতুন তার সন্তান মাহিনকে হত‍্যার কথা স্বীকার করেছে।