খবর বিজ্ঞপ্তি:
চাল চোর, তেল চোরদের খবর পত্রিকায় আসে, সবাই ছি ছি করে, অথচ দেশের এ দুঃসময়েও স্বাস্থ্যখাত গুলোও নিরাপদ নয়। চুরি-ডাকাতির মহাউৎসব চলছে, আড়ালে আড়ালে। সরকার তেলো মাখায় তেল দেয়। ব্যবসায়ীদের টাকা দেয়, ঋণ দেয়। অপর দিকে গরীব শ্রমিক মরে ধুকে ধুকে। ভারতের স্বার্থ নষ্ট হওয়ার আশঙ্কায় দেশে তৈরী করোনা টেস্টের কিট গ্রহণ করা হয় না। অন্যদিকে ওষুধ ব্যবসায়ীরা দু’ধরণের ওষুধ উৎপাদন করেন। খারাপ মানেরটা খায় দেশের মানুষ, ভালটা চলে যায় বিদেশে। কৃষকের ধান কাটার নামে নাটক হয়, শুটিং হয়। কাঁচা ধান কেটে ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। আমরা ঘরে বসে ছবি দেখি পত্রিকায় ও সোস্যাল মিডিয়াতে। দেশের এই সংকটময় মুহুর্তে দলের সকল স্তরের নেতা-কর্মিদের সমাজের দুঃখী মানুষের সাহায্যে এগিয়ে আসতে হবে।
গতকাল বুধবার দুপুর ২টায় বিএনপি’র দলীয় কার্যালয়ে মহানগর তাঁতী দলের উদ্যোগে তাঁতী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবু সাঈদ শেখের সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি রোজাদার মানুষের জন্য ইফতার সামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এময় উপস্থিত ছিলেন আরিফুজ্জামান অপু, শেখ আব্দুর রশিদ, আসাদুজ্জামান মুরাদ, এড. সেলিম মাওলা, ম স আলিম, মোল্লা ফরিদ আহমেদ, রিয়াজুর রহমান, ইমতিয়াজ আলম বাবু, সৈয়দ আলি, ইকবাল হোসেন, মাস্টার রফিকুল ইসলাম, হাসান আলি বাবু, মুশফিকুর রহমান অভি, দেলোয়ার হোসেন, মারুফ হোসেন, আব্দুস সাত্তার, মনিরুজ্জামান লেলিন প্রমুখ।
বিকেল ৩টার দিকে খানজাহান আলি থানার আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে নগর বিএনপি’র কর্মসুচির অংশ হিসেবে প্রাণঘাতি করোনা ভাইরাসের কারণে গৃহবন্ধি অসহায় মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন সাবেক সংসদ সদস্য ও নগর বিএনপি’র সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। এসময় উপস্থিত ছিলেন মীর কায়ছেদ আলি, শেখ ইকবাল হোসেন, এম এ রহমান বাবুল, শেখ আব্দুর রশিদ, মোল্যা খায়রুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ হারুন মজনু, ওহেদুজ্জামান, রফিকুল ইসলাম শুকুর, জসিম উদ্দিন লাবু, আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, রবিউল ইসলাম, মোল্যা আইয়ুব শেখ, জাহিদুল ইসলাম, সৈয়দ শাহজাহান আলি, মুরাদ মিনা, রুহুল আমিন, আনোয়ার হোসেন, মোল্যা সোলাইমান, আবুল কালাম, বাচ্চু মোল্যা, শেখ আল আমিন, নান্না মোল্যা, জাহাঙ্গীর হোসেন তোতা, সেলিম মিয়া, ইসলাম হোসেন, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন বাবু, ফকরুল ইসলাম প্রমুখ।