খুলনায় করোনা জীবাণুমুক্ত টানেল নির্মাণ

2
Spread the love

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে খুলনা মহানগরীর শেরে বাংলা রোডে জোহরা খাতুন স্কুলের সামনে তৈরি করা হয়েছে করোনাভাইরাস জীবাণুমুক্ত দু’টি টানেল। শহরে প্রবেশ ও বের হওয়ার সময় সকল ব্যক্তি, মোটরসাইকেল, সাইকেল, ভ্যান-রিকশা ট্যানেলের মধ্যে দিয়ে প্রবেশ করতে পারবে। টানেল নির্মাণে সম্পুর্ণ কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। আইডিয়াগত সহায়তা দিয়েছে সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের ইএমই ব্যাটালিয়ন ও ১০৫ পদাতিক ব্রিগেড।

জীবাণুমুক্ত করতে পানির সঙ্গে মানুষের ব্যবহার উপযোগী ডিটারজেন্ট ও খার জাতীয় মেডিসিন ব্যবহার করা হচ্ছে এ দুটি ট্যানেলে। এর ফলে সকল ধরনের যানবাহন এবং মানুষের শরীরে লেগে থাকা জীবাণু নষ্ট করা সম্ভব হবে। প্রতিটি ট্যানেল ১৫ ফুট করে লম্বা এবং ৬ ফুট চাওড়া। জীবাণুনাশকরণের জন্য ট্যানেলে ১০০০ লিটারের একটি ট্যাংক রয়েছে। যা থেকে ১০টি পাইপের মাধ্যমে স্প্রে করা হবে।